সেফ আইটি সার্ভিসেস লি. বাজারে এনেছে এসপি ব্র্যান্ডের ডব্লিউ২৫৮০ এবং ডব্লিউ৯৮৬৪ মডেলের দুটি মাল্টিমিডিয়া কিবোর্ড। এই কিবোর্ড থেকে সহজেই কম্পিউটারের শব্দনিয়ন্ত্রণ, বিভিন্ন প্রোগ্রাম খোলা বা বন্ধ করা, গান শোনা, ইন্টারনেটের বিভিন্ন কাজসহ নানাবিধ কাজ করা যাবে। ইংরেজির পাশাপাশি বাংলা লে-আউট আছে এতে। ডব্লিউ২৫৮০ কিবোর্ডটির দাম ৩১০ টাকা এবং ডব্লিউ৯৮৬৪ মডেলের কিবোর্ডটির দাম ৫০০ টাকা
No comments:
Post a Comment