Tuesday, August 31, 2010

ফটোশপে সহজ একটা টেক্সট ইফেক্ট

http://i.imagehost.org/0371/Mohsin_PS.jpg

উপরের ছবিটা দেখুন। এই ধরনের একটা ইফেক্ট দেয়া টেক্সট আমরা সহজেই ফটোশপে বানাতে পারি। চলুন দেখা যাক সেটা কিভাবে .....

১. প্রথমেই একটা 300×500 pixels এর একটা ডকুমেন্ট খুলুন। ব্যাকগ্রাউন্ড কালার হবে #1a142c

http://i.imagehost.org/0348/Mohsin_PS1.jpg

২. এবার নতুন একটা লেয়ার নিন, তারপর Elliptical Marquee Tool এর সাহায্যে একটা সিলেকশন তৈরী করুন এবং রংটা পরিবর্তন করে দিন #6d56b2 হিসেবে।
http://i.imagehost.org/0487/Mohsin_PS2.jpg

৩. এবার Ctrl+D চেপে সিলেকশন দূর করুন, তারপর Filter > Blur > Gaussian Blur এ আসুন এবং নিচের মত সেটিংস পরিবর্তন করুন..
http://i.imagehost.org/0661/Mohsin_PS3.jpg

৪. layer opacity টা 70% করে দিন, তাহলে ছবিটা নিচের মত দেখাবে
http://f.imagehost.org/0125/Mohsin_PS4.jpg

৫. এখন Horizontal Type Tool ব্যবহার করে পছন্দমত ফন্ট ব্যবহার করে ‘p’ লিখুন
http://i.imagehost.org/0757/Mohsin_PS5.jpg

৬. এবার Blending Options ব্যবহার করে নিচের মত করে সেটিংস পরিবর্তন করুন
• Drop Shadow
• Outer Glow
• Gradient Overlay
• Stroke

http://f.imagehost.org/0170/Mohsin_PS6.jpg

http://i.imagehost.org/0184/Mohsin_PS7.jpg

http://f.imagehost.org/0694/Mohsin_PS8.jpg

http://f.imagehost.org/0989/Mohsin_PS9.jpg

তাহলে ফলাফলটা নিচের ছবির মত দেখাবে
http://i.imagehost.org/0596/Mohsin_PS10.jpg

৭. এবার লেয়ার প্যালেটে লেয়ারের উপর right-click করে লেয়ার স্টাইল সিলেক্ট করুন (Copy Layer Style)

http://i.imagehost.org/0708/Mohsin_PS11.jpg

৮. এবার নতুন একটা লেয়ারে ‘p’ এর মত করে ‘h’ লিখুন।
http://f.imagehost.org/0548/Mohsin_PS111.jpg

৯. এবার ঐ লেয়ারে right-click করে Paste Layer Style করে দিন।

http://f.imagehost.org/0747/Mohsin_PS12.jpg

তাহলে ফলাফলটা নিচের মত পাবেন
http://f.imagehost.org/0583/Mohsin_PS13.jpg

১০. একইভাবে আপনি পুরো টেক্সট এর কাজটা করুন নিচের মত
http://f.imagehost.org/0980/Mohsin_PS14.jpg


১১. এবার Custom Shape Tool ব্যবহার করে আপনি একটা পছন্দমত Shape নির্বাচন করুন
http://f.imagehost.org/0520/Mohsin_PS15.jpg

এবং সেটা ব্যাকগ্রাউন্ডে সেট করুন

http://i.imagehost.org/0957/Mohsin_PS16.jpg

১২. এবার opacity 0% এবং Stroke layer style নিচের মত সেট করুন

http://f.imagehost.org/0719/Mohsin_PS17.jpg


তাহলে ফলাফলটা হবে নিচের মত

http://f.imagehost.org/0424/Mohsin_PS18.jpg

১৩. এভাবে আরও কিছু Shape যোগ করুন আর আউটপুট দেখুন

http://i.imagehost.org/0371/Mohsin_PS.jpg

ফটোশপ দিয়ে চলন্ত গাড়ির ইফেক্ট

নিচের ছবিটি দেখুন। কি মনে হচ্ছে? নিশ্চই খুব বেগে চলন্ত একটা গাড়ি? আসলে তা না। এটা ফটোশপে তৈরি করা। কিভাবে এটি তৈরি করা যায় তা আমি দেখাব।

alt

এই ইমেজটি তৈরি করতে আপনার লাগবে যে কোন একটি কারের সামনের দিক থেকে তোলা ছবি আর একটি রাস্তাসহ আকাশওয়ালা শহরের ছবি। গুগল করলে অনেক পাবেন।

আমি কারের ছবি ব্যবহার করলাম এটি

alt

আর রাস্তার ছবি ব্যবহার করলাম এটি

alt

তারপর কারের ছবিটি থেকে শুধু কারের অংশটুকু লোসো টুলের সাহায্যে ব্লক করে নিন তারপর রাস্তার ছবির উপর কপি করে পেষ্ট করুন।

alt

তারপর কিবোর্ড থেকে Ctrl+T চাপুন। কারটি সিলেক্ট হয়ে যাবে। তারপর কারটিকে নির্দিষ্ট স্থানে বসিয়ে Enter চাপুন।

alt

আচ্ছা আপনার নীল রঙ এর কারটিকে ভাল লাগছে? আমার মোটেও ভাল লাগছে না। তাই আমি কারটির কালার চেইঞ্জ করে নিলাম। আপনারা চাইলে Image > Adjustments > Hue/Saturation চাপুন অথবা কিবোর্ড থেকে Ctrl+U চাপুন।

alt

এখান থেকে কালার চেইঞ্জ করতে পারেন। তবে Colorize এ টিক চিহ্ন দিয়ে দিবেন

দেখুন তো লাল কারটি কেমন লাগছে

alt

এরপর লেয়ার কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+J চাপুন। তারপর Filter > Blur > Radial Blur এ গিয়ে নিচের মত করে মান বসান। এখানে একটা লক্ষনীয় বিষয় যে আপনার লেয়ার যেন গাড়িটি সক্রিয় থাকে। তা দেখার জন্য কিবোর্ড থেকে F7 চাপুন।

alt

তারপর লেয়ার প্যালেটে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আবার Filter > Blur > Radial Blur এ যান এবং নিচের মত করে মান দিন।

alt

দেখুন তো………..

alt

তারপর লেয়ার কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+J চাপুন এরপর Filter > Blur >Gaussian Blur এ যান এখানে চিত্রের মত করে মান বসান।

alt

আপনি ইচ্ছা করলে Polygonal Lasso Tool এর সাহায্যে অপ্রয়োজনীয় অংশ কাটসাট করে সুন্দর ভাবে এটি তৈরি করতে পারেন।

ফাইনাল ইমেজ এমন হবে

alt

ইন্টারনেট থেকে শুনুন পবিত্র কুরআন তেলওয়াত

কোন প্রকার ডাউনলোড ছাড়াই শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থেকেই শুনতে পাবেন শুদ্ধ কোরআন তেলওয়াত। এ জন্য কোন আলাদা সফটওয়্যার ইনষ্টল করার দরকার নেই। শুধু মাত্র ইন্টারনেট এক্সপ্লোরার থেকেই শুনা যাবে। তবে ফায়ারফক্সে চালানোর জন্য এ্যাড-অন হিসেবে ফ্লাশ প্লেয়ার দরকার হবে।

এখান থেকে তেলওয়াত শুনা যাবে। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন। আমিন।

Sunday, August 29, 2010

ডেস্কটপ হতে চেক করুন Facebook Notifications

প্রতিনিয়ত আমাদের ফেসবুকে বিভিন্ন Facebook Notifications আসে বিভিন্ন রিকোষ্ট আসে যা বারবার লগিন করে চেক করাটা অত্যন্ত বিরক্তিকর। আর এই বিরক্ত হতে পরিত্রান করতেই Facebook Notifications সফটওয়্যারটি। ছোট এই সফটওয়্যারটি অত্যন্ত কাজের। এর সাহায্যে সহজেই আপনি friend requests, pokes, event updates, group invites and unread messages গুলো চেক করতে পারবেন ডেস্কটপ হতেই। এই সফটওয়্যারটি ইনস্টল করার পর যখনই কোন নতুন আপডেট আসবে তা সাথে সাথেই ডেস্কটপ এর পপআপ মেনুতে দেখতে পারবেন। সুতরাং আর দেরি না করে তাড়াতাড়ি ডাউনলোড করে নিন নিচের লিংক হতে।


Download facebook Notification

এক ক্লিকে ডাউনলোড করুন Facebook এর সম্পূর্ণ Photo Album


Firefox এ একটি ছোট্ট Add-On ইন্স্টল করে আপনি Facebook এ আপনার অথবা আপনার বন্ধুদের আপলোড করা Photo Album পুরোটি নামিয়ে নিতে পারেন মাত্র এক ক্লিকে। এড-অনটির নাম FacePAD। এজন্য প্রথমে Add-Onটি ডাউনলোড ও ইন্স্টল করুন এই লিংক থেকে। Firefox এ Tools মেনু থেকে Add-Ons সিলেক্ট করুন। FacePAD এর Options এ ক্লিক করে English ল্যাংগুয়েজ সিলেক্ট করুন।


এবার Firefox বন্ধ করে আবার চালু করুন। Facebookএ ঢুকে যে টি ডাউনলোড করতে চান সেটির লিংক এ রাইট ক্লিক করে Download Album With FacePAD সিলেক্ট করুন। এভাবে যেকোন Album ডাউনলোড করতে পারবেন।

সাইন আউট ছাড়াই ব্রাউজারের একই ট্যাবে পর্যায়ক্রমে একাধিক মেইল আইডি খুলুন!!

আমাদের অনেকেরই একাধিক মেইল আইডি আছে। এগুলো চেক করার জন্য আমরা বার বার সাইন ইন এবং সাইন আউট করি। ধরুন, আপনার ৫টি ইয়াহু আইডি আছে। এক্ষেত্রে আপনি ৫ বার সাইন ইন এবং ৫ বার সাইন আউট করে থাকেন। এই ঝামেলা হতে মুক্তি দিতে পারে মজিলা ফায়ারফক্সের WebMail Notifier। এই এডঅনটি আপনার মেইল সম্পর্কে নোটিফিকেশনও করবে। এই লিংক হতে এডঅনটি ইনস্টল করুন। এড করার পর আপনার মজিলা ফায়ারফক্সের ডানপাশে একেবারে নিচে নোটিফায়ারটি দেখতে পাবেন। নোটিফায়ারটির প্রেফারেন্সেস অপশন হতে আপনার আইডিগুলো এড করে নিন।

আর যেসকল আইডি এড করতে পারবেন তা নিচের চিত্র হতে দেখে নিন।

মাদারবোর্ডকে পর্যবেক্ষন করুন আপনার মনিটরে

পিসি চলাকালীন মাদারবোর্ডের ভেতরে কি হচ্ছে তা মনিটর করার কোন সফটওয়্যার উইন্ডোজে বাই-ডিফল্ট নেই। ফলে আপনার পিসির ভেতরের তাপমাত্রার কি অবস্থা, কুলিং ফ্যানটি ঠিক আছে কিনা, ভোল্টেজ ঠিক মতো পাস হচ্ছে কিনা ইত্যাদি দেখতে হলে থার্ডপার্টি ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়। যদিও সাধারন ব্যবহারকারীদের এটা দেখার তেমন কোনো প্রয়োজন হয় না। তারপর ও অভীজ্ঞ ব্যবহারকারীদের অনেক সময় প্রয়োজন হতে পারে। এই রকম একটি সফটওয়্যার হল Motherboard Monitor। এটি ফ্রিওয়্যার।

সফটওয়্যারটি ডাউনলোড করুন
DOWNLOAD LINK : MOTHER BOARD MONITOR

Nokia ইউনিভার্সাল কোড

এই কোড গুলো বেশিরভাগ নকিয়া ফোনে কাজ করবে.....

(1) *3370# Activate Enhanced Full Rate Codec (EFR) - Your phone uses the best sound quality but talk time is reduced my approx. 5%

(2) #3370# Deactivate Enhanced Full Rate Codec (EFR) OR *3370#

(3) *#4720# Activate Half Rate Codec - Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.

(4) *#4720# Deactivate Half Rate Codec.

(5) *#0000# Displays your phones software version, 1st Line : Software Version, 2nd Line : Software Release Date, 3rd Line : Compression Type.

(6) *#9999# Phones software version if *#0000# does not work.

(7) *#06# For checking the International Mobile Equipment Identity (IMEI Number).


(8) #pw+1234567890+1# Provider Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols).

(9) #pw+1234567890+2# Network Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols).

(10) #pw+1234567890+3# Country Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols).

(11) #pw+1234567890+4# SIM Card Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols).

(12) *#147# (vodafone) this lets you know who called you last.

(13) *#1471# Last call (Only vodofone).

(14) *#21# Allows you to check the number that "All Calls" are diverted to

(15) *#2640# Displays security code in use.

(16) *#30# Lets you see the private number.

(17) *#43# Allows you to check the "Call Waiting" status of your phone.

(18) *#61# Allows you to check the number that "On No Reply" calls are diverted to.

(19) *#62# Allows you to check the number that "Divert If Unreachable (no service)" calls are diverted to.

(20) *#67# Allows you to check the number that "On Busy Calls" are diverted to.

(21) *#67705646# Removes operator logo on 3310 & 3330.

(22) *#73# Reset phone timers and game scores.

(23) *#746025625# Displays the SIM Clock status, if your phone supports this power saving feature "SIM Clock Stop Allowed", it means you will get the best standby time possible.

(24) *#7760# Manufactures code.

(25) *#7780# Restore factory settings.

(26) *#8110# Software version for the nokia 8110.

(27) *#92702689# Displays - 1.Serial Number, 2.Date Made, 3.Purchase Date, 4.Date of last repair (0000 for no repairs), 5.Transfer User Data. To exit this mode you need to switch your phone off then on again.

(28) *#94870345123456789# Deactivate the PWM-Mem.

(29) **21*number# Turn on "All Calls" diverting to the phone number entered.

(30) **61*number# Turn on "No Reply" diverting to the phone number entered.

(31) **67*number# Turn on "On Busy" diverting to the phone number entered.

(32) 12345 This is the default security code. Press and hold # Lets you switch between lines .:: আশাকরি কোড গুলো আপনাদের কাজে লাগবে।

Download internet download manager

Download internet download manager 5.19 with keygen & patch


Download link : IDM

DOWNLOAD

DOWNLOAD 7 ZIP SOFTWARE

LINK: 7 ZIP

আপনার ফায়ারফক্স ব্রাউজার খুলবে ৫গুন দ্রূত!

আমি ফায়ারফক্সের পুরান ফ্যান। এর ব্রাউজিং স্পিড, কাস্টোমাইজিবিলিটি আর সিকিউরিটি নিয়ে ১০০ ভাগ সন্তুষ্ট থাকলেও অভিযোগ ছিল কেবল একটাই - অন্যান্য ওয়েব ব্রাউজার যেমন গুগল ক্রোম, অপেরা, সাফারির তুলনায় ফায়ারফক্স খুলতে তুলনামূলক অনেক বেশী সময় নেয়। এই সমস্যার সমাধানে দারুন কার্যকর একটি ইউটিলিটি ফায়ারফক্স প্রিলোডার। মাত্র ৮৪০কেবি সাইজের এই সফটওয়্যারটি আপনার ফায়ারফক্স এর স্টার্টআপ টাইমকে কমিয়ে দিবে নাটকীয়ভাবে। আগে আমার পিসিতে ফায়ারফক্স খুলতে সময় নিত ২০সেকেন্ড, আর এখন? -মাত্র ৪সেকেন্ড! Firefox Preloader ডাউনলোড করুন


DOWNLOAD LINK : FIREFOX PRELOADER

ড্রাইভার খুঁজে না পেলে..

কম্পিউটার কেনার সময় এর ড্রাইভার সিডি সাধারনত ক্রেতাকে দেওয়া হয়। পরবর্তীতে কখনো উইন্ডোজ ফরম্যাট করলে তখন এই ড্রাইভার সিডি প্রয়োজন হয়। সমস্যটা তখনই হয় যদি বিক্রেতা সিডিটা আপনাকে না দেয় অথবা আপনি সিডিটা হারিয়ে ফেললে। এই সব ক্ষেত্রে মাথা খারাপ হয়ে যাবার যোগার হয়, সঠিক ড্রাইভার খুঁজে বের করতে গিয়ে। আপনাদেরকে ছোট একটা ইউটিলিটি সফটওয়্যারের কথা বলব যা ব্যবহার করে আপনি এই ধরনের ঝামেলার থেকে মুক্তি পেতে পারেন। সফটওয়্যারটির নাম 3DP Chip। এটির ব্যবহার খুবই সহজ। চালু করলেই আপনার পিসির সব ডিভাইসগুলোর নাম দেখাবে। নামের পাশে Driver লেখা একটা বাটন আছে। এই বাটনে ক্লিক করলেই আপনি ড্রাইভার ডাউনলোডের লিংক পেয়ে যাবেন। যদি একই ধরনের একাধিক ডিভাইস থাকে তাহলে Extra লেখা একটা বাটন দেখতে পাবেন যেখানে ক্লি করলে অন্য ডিভাইসটির নাম দেখতে পাবেন। আপনার হার্ডওয়্যারটির জন্য ড্রাইভার পাওয়া না গেলে বা অন্য কোন সমস্যার জন্য Q & A বাটনে ক্লিক করে আপনার মেসেজ পাঠাতে পরবেন সফটওয়্যারটির নির্মাতাকে। এটি একটি ফ্রিওয়্যার এবং পোর্টেবল সফটওয়্যার। ডাউনলোড করুন

DOWNLOAD LINK : 3DP CHIP

আপনার ডেস্কটপকে ব্যাবহার করুন একটু অন্য ভাবে

অনেকেই অনেক ভাবে ডেস্কটপকে ব্যবহার করে বিভিন্ন রকমের সফটওয়্যার দিয়ে। এমনকি ডেস্কটপকে হাইড করার জন্য ও সফটওয়্যার ব্যাবহার করে থাকেন। আমি কিন্তু ব্যাবহার করি একটু অন্য ভাবে। ৫ সেকেন্ডের মধ্যে হাইড করে ফেলতে পারি আমার ডেস্কটপকে। সফটওয়্যারটি ব্যাবহার করে আমার ভালো লাগলো তাই আপনাদের কে জানালাম। প্রথমে ডাউনলোড করুন। ডাউনলোড শেষে ওপেন করুন। ওপেন করলে দেখবেন কম্পিউটারের সিস্টেম ট্রে তে একটা আইকন। ওখানে ক্লিক করুন
দেখতে পাবেন লিখা আছে press to create desktop 1 ওখানে ক্লিক করুন। একটি ডেস্কটপ তৈরী হয়ে গেছে, এই ভাবে ৪টি ডেস্কটপ তৈরী করতে পারেন। এবং যে কোন প্রোগ্রাম চালু থাকা অবস্থায় তা হাইড করে ও ফেলতে পারবেন। আবার পিরিয়ে এনে কাজ ও করতে পারবেন।
DOWNLOAD LINK: DESKTOP

Saturday, August 28, 2010

ফেইসবুকের ফ্রেন্ডলিস্ট লুকানোর সহজ পদ্ধতি

আমরা অনেকে ই চাই আমাদের ফ্রেন্ডলিস্ট লুকানো থাকুক সবার কাছ থেকে। তাই আজ আমরা ফেইসবুক এর ফ্রেন্ডলিস্ট লুকানোর সহজ পদ্ধতি শিখব। প্রথমে ফেইসবুক এ প্রবেশ করুন। তারপর প্রোফাইল -এ ক্লিক করুন। তারপর ফ্রেন্ডলিস্ট এর পাশে পেন্সিল -এর আইকন এর উপর ক্লিক করুন এবং Show Friend List to everyone এর পাশের টিক মার্ক তুলে আনচেক করুন। ব্যাস, হয়ে গেল আপনার ফ্রেন্ডলিস্ট লুকানো।

কিছু কমন পোর্ট নাম্বার

নেটওয়ার্কে ফায়ারওয়াল কনফিগার করতে গেলে কোন সার্ভিসটা কি পোর্ট নাম্বার ব্যবহার করে তা জানাটা জরুরী। সিষ্টেম এডমিনিস্ট্রেটরদের জন্য কিছু কমন পোর্ট নাম্বার নিচে দেওয়া হল।

ftp–21–File Transfer Protocol
ssh–22–SSH Remote Login Protocol
telnet–23–Telnet
smtp–25–Simple Mail Transfer Protocol
tftp–69–Trivial File Transfer Protocol
gopher–70–Gopher
http–80–World Wide Web HTTP
pop2–109–Post Office Protocol-V2

pop3–110–Post Office Protocol-V3
nntp–119–Network News Transfer Protocol
imap–143–Internet Message Access Protocol
irc–194–Internet Relay Chat Protocol
imap3–220–Interactive Mail Access Protocol V3
https–443–http protocol over TLS/SSL
printer–515–spooler
imap4-ssl–585–IMAP4+SSL (use 993 instead)
ftps–990–ftp protocol, control, over TLS/SSL
telnets–992–telnet protocol over TLS/SSL
imaps–993–imap4 protocol over TLS/SSL
ircs–994–irc protocol over TLS/SSL
pop3s–995–pop3 protocol over TLS/SSL (was spop3)

কম্পিউটারকে নেটওয়ার্কে লুকানোর পদ্ধতি

আপনার পিসিটা নেটওয়ার্কে সংযুক্ত আছে। ফলে Network Neighberhood বা My Network Places এ গেলে পিসিটা দেখা যায়। যদি এমন ব্যবস্থা করতে চান যে, আপনার পিসি নেটওয়ার্কে সংযুক্ত থাকবে কিন্তু My Network Places এ গেলে পিসিটা দেখা যাবে না তাহলে নিচের পদ্ধতিগুলো প্রয়োগ করে দেখতে পারেন। তবে এই পদ্ধতিতে My Network Places এ দেখা না গেলেও Start -> Run এ \\Computer_name অথবা \\ IP Address লিখে এন্টার দিয়ে পিসি এক্সেস করা যাবে। তাহলে লুকিয়ে লাভটা হলো কি? আপনি আপনার কম্পিউটার নেম অথবা আই পি এড্রেস কাউকে না বললেই হয় Smile

রেজিস্ট্রি এডিট করে:
১. Start -> Run এ regedit লিখে এন্টার দিন। Registry Editor চালু হবে।
২. HKEY_LOCAL_MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Services -> LanmanServer -> Parameters এ ক্লিক করুন।
৩. Edit -> New -> DWORD Value তে ক্লিক করে Hidden নামে একটা ভ্যালু তৈরী করুন।
৪. Hidden এ রাইট মাউস ক্লিক করে Modify এ ক্লিক করুন। Value data: তে 1 দিয়ে OK দিন।
৫. পিসি রিস্টার্ট দিন। এর পর থেকে My Network Places এ গেলে পিসিটা দেখা যাবে না।
৬. My Network Places এ পিসিটা দেখাতে চাইলে Hidden এ রাইট মাউস ক্লিক করে Modify এ ক্লিক করুন। Value data: তে 0 দিয়ে OK দিন।

NET CONFIG কমান্ড ব্যবহার করে:
১. Start -> Run এ cmd লিখে এন্টার দিন। Command Prompt চালু হবে।
২. কমান্ড প্রম্পটে net config server /hidden:yes লিখে এন্টার দিন। কমান্ড প্রম্পট বন্ধ করুন।
৩. পিসি রিস্টার্ট দিন। এর পর থেকে My Network Places এ গেলে পিসিটা দেখা যাবে না।
৪. My Network Places এ পিসিটা দেখাতে চাইলে কমান্ড প্রম্পটে net config server /hidden:no লিখে এন্টার দিন।
৫. পিসি লুকানো আছে কিনা দেখার জন্য কমান্ড প্রম্পটে net config server লিখে এন্টার দিন। “Server hidden” এ Yes/No দেখাবে।

মনিটর করুন নেটওয়ার্কের সব কম্পিউটার


আমাদের দেশে ইদানিং অনেক স্কুল/কলেজেই কম্পিউটার ল্যাব আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় স্কুলের কোমলমতি শিশু-কিশোররা কম্পিউটার ল্যাবে বসে তাদের পড়াশোনার কাজ না করে গেমস, চ্যাটিং সহ আরো অনেক ক্ষতিকর কাজে লিপ্ত হয়ে যায়। তাই স্কুল/কলেজে এমন একটা ব্যবস্থা দরকার যার মাধ্যমে শিক্ষক শ্রেনীর সবগুলো কম্পিউটারের উপর নজরদারি করতে পারেন। এছাড়া যারা সাইবার ক্যাফে পরিচালনা করেন তাদের ও অনেক সময় এই রকম ব্যবস্থার প্রয়োজন হয়। উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখেই বানানো হয়েছে Classroom Spy Professional সফটওয়্যারটি। এই সফটওয়্যার ব্যবহার করে আপনি নেটওয়ার্কের সবগুলো পিসিতে কি হচ্ছে তা আপনার মনিটরে দেখতে পারবেন। প্রয়োজনে যে কোন কম্পিউটারে আপনি মেসেজ ও পাঠাতে পারবেন ব্যবহারকারীকে সতর্ক করার জন্য।

Classroom Spy Professional সফটওয়্যারটিতে দুটো অংশ আছে। Console এবং Agent। আপনি যে কম্পিউটার থেকে সবগুলো পিসি মনিটর করবেন সেখানে Console ইনস্টল করতে হবে। আর যে পিসিগুলোকে মনিটর করবেন সেখানে Agent ইনস্টল করতে হবে। মূল সেটাপ ফাইলটি চালালে Classroom Spy Professional Console এবং Classroom Spy Agent ইনস্টলের অপশন দেবে প্রয়োজনীয় বাটনটি ক্লিক করলেই সেটাপ শুরু হয়ে যাবে। Console ইনস্টলেশন একদম সোজা yes/ok/next/finish দিলেই শেষ :)। আর Agent ইনস্টলেশনের সময় একটা পাসওয়ার্ড দিতে হবে যা পরবর্তীতে মনিটর করার সময় প্রয়োজন হবে। এবং Start Agent বাটনে ক্লিক করে সার্ভিস চালু করে দিতে হবে।

সবগুলো পিসিতে Agent ইনস্টল করা শেষ হলে আপনার পিসি থেকে Console চালু করুন। প্রথমবার চালু হবার সময় একটা পাসওয়ার্ড সেট করতে হবে যাতে আপনি ছাড়া অন্য কেউ এটা চালু করতে না পারে। কনসোল চালু হয়ে গেলে Add Computer বাটনে ক্লিক করুন। ধরি, আপনি এজেন্ট ইনস্টল করেছেন এমন একটা পিসির আইপি এড্রেস হল 192.168.1.110 এবং সবগুলো এজেন্টে পাসওয়ার্ড 123456 ব্যবহার করেছেন। তাহলে Remote computer (host or IP): তে লিখুন 192.168.1.110, Nickname: এ একটা নাম দিন যেমন: Computer07, Agent's password: এ লিখুন 123456। এবার OK ক্লিক করুন। এভাবে আপনার সবগুলো কম্পিউটার কনসোলে যুক্ত করে নিন।

আপনার কাজ শেষ। সবগুলো কম্পিউটারে কি হচ্ছে তা আপনি Remote Screens ট্যাবে দেখতে পাবেন। একটা জিনিস মনে রাখবেন এই সফটওয়্যারটি ডিফল্ট পোর্ট ব্যবহার করে 5444। তাই কোন ফায়ারওয়াল যদি ব্যবহার করেন তাহলে 5444 কে ওপেন রাখতে হবে। এছাড়া কোন কোন এন্টিভাইরাস এটাকে ভাইরাস হিসেবে ও চিহ্নিত করতে পারে।


DOWNLOAD LINK: CLASSROOM SPY

Windows 7 এ হার্ডডিস্ক পার্টিশন হচ্ছে না

বেশ ঝামেলায় পড়েছি একটি ল্যাপটপে Windows 7 ইন্সটল করতে গিয়ে। প্রথমে আমি C (২০গিগা) ও D (৪০ গিগা) দুটি ড্রাইভ ডিলিট করে দিয়েছি যেন C Drive এ ৪০ গিগা করতে পারি নতুন করে। কিন্তু দুটি ফ্রি স্পেস আলাদাই দেখায়। এক হয়ে যাচ্ছে না। এরপর বাধ্য হয়ে C Drive এ ২০ গিগার মধ্যে Windows 7 ইন্সটল দিলাম। এখন বাকি যে ৪০ গিগা পার্টিশন ফ্রি স্পেস সেটা দিয়ে নতুন Drive তৈরি করা যাচ্ছে না। করতে গেলেই বলে There is not enough space in disk(s)...
পরে আমি E drive (৪০গিগা) ডিলিট করে দিয়েছি। কিন্তু সেটাও আলাদা থেকে যায়। পুর্বের D drive এর সাথে মিলে যায় না। কিন্তু E drive আবার নতুন পার্টিশন করা যাচ্ছে। শুধু ওই পুর্বের D drive এর স্পেস পড়ে আছে। আমি পার্টিশন ম্যাজিক সফটোয়ার নামিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আবার চলছে না। এখন কি করে এর সমাধান করতে পারি?

আরেকটা সমস্যা হল এই ল্যাপটপে এক্সপি ইন্সটল দিতে গেলেও সমস্যা হচ্ছে। যখন সিডি বুট করে দিতে যাই তখন কাজ চলতে চলতে হঠাৎ পুরো স্ক্রিণ নীল হয়ে যায় যার মাঝে সাদা অক্ষরে কিছু সমস্যার কথা লেখা থাকে । একবারও সফল হই নি আলাদা আলাদা সিডি ব্যবহার করেও। কেউ এ ব্যাপারে একটু সাহায্য করুন...

LOGO তৈরী করুন খুব সহজে

আমরা সকলেই জানি যে, প্রতিটি কাজেই আমাদের লগো বা মনোগ্রাম এর প্রয়োজন হয়। কিন্তু এই লগো তৈরী করা খবই কঠিন এবং কষ্টসাধ্য কাজ। কিন্তু এখানে আপনাদেরকে এমন একটা সফটওয়্যারের লিংক দেওয়া হল যা ব্যবহার করে খুব সহজে এবং মাত্র কয়েক মিনিটে সুন্দর লগো তৈরী করতে পারবেন। যারা আউটসোর্সিংয়ের কাজ করেন তাদের জন্য এটা বেশী কাজে লাগবে বলে আমি মনে করি।সফটওয়্যারটি ডাউনলোড করুন। তবে মনে রাখবেন এটি ডেমো ভার্শন তাই প্রজেক্ট সেভ করতে পারবেন না। তবে একটু বুদ্ধি খাটালে প্রজেক্ট সেভ করতে পারবেন। লগো তৈরী শেষে স্ক্রিনের উপরের ডান পাশে ক্রস চিহ্নে ক্লিক করুন। Yes/No আসবে, Yes ক্লিক করুন প্রয়োজনীয় ডিরেক্টরী সিলেক্ট করে সেভ করুন।

DOWNLOAD LINK: LOGO

আপনার ক্যারিকেচার তৈরী করুন


সৌখিন ফটো এডিটরদের জন্য দারুন এক সফটওয়্যার হল Photo! Editor। তবে প্রফেশনালদের ও অনেক কাজে আসবে এটা। একজন ডিজিটাল ক্যামেরা ব্যবহারকারী তার তোলা ফটোকে সঠিক ও নিখুঁত করার জন্য যা যা দরকার তার সবকিছুই এতে আছে। Photo! Editor ব্যবহার করে আপনি red eye পরিস্কার করা, color ঠিক করা, caricatures তৈরী করা, lighting ইফেক্ট দেওয়া, crop করা সহ আরো অনেক কিছু সহজেই করতে পারবেন। এক কথায় যারা ফটো নিয়ে কাজ করেন তাদের জন্য এটা একটা মজার সফটওয়্যার।

ডাউনলোড করে দেখুন খুব মজা পাবেন।

DOWNLOAD LINK : PHOTO EDITOR

অ্যাপলের নতুন ম্যাকবুক

অ্যাপলের নতুন সাদা ম্যাকবুক বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এতে রয়েছে ২.৪ গিগাহার্টজ গতির ইন্টেল কোর টু ডুয়ো প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ২৫০ গিগাবাইট হার্ড ড্রাইভ, ৮এক্স ডাবল লেয়ার সুপার ড্রাইভ, ওয়েবক্যাম, এনভিডিয়া জি-ফোর্স ৩২০এম গ্রাফিক্স কার্ড ইত্যাদি। দুটি অপারেটিং সিস্টেম সমর্থিত ১৩.৩ ইঞ্চি পর্দার ম্যাকবুকটির দাম ৯০ হাজার টাকা।

অনুবাদ করুন যেকোনো ভাষার ওয়েবসাইট

ইন্টারনেটে বিভিন্ন ভাষার ওয়েবসাইট থাকে। ভাষা ভিন্ন হওয়ায় এসব ওয়েবসাইটের লেখা পড়া যায় না। তবে ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সের সাহায্যে ইচ্ছে করলে আপনি যেকোনো ভাষার ওয়েবসাইট অনুবাদ করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে FoxLingo নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস)।
অ্যাড-অনসটি https://addons.mozilla.org/en-US/ firefox/addon/2444/ ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। খেয়াল করুন অ্যাড্রেসবারের নিচে নতুন একটি টুলবার এসেছে। ভিন্ন ভাষার ওয়েবসাইট অনুবাদ করার জন্য টুলবারের Webtrans অপশনে ক্লিক করুন, এখান থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করতে পারবেন। যদি স্প্যানিশ ভাষাকে ইংরেজিতে অনুবাদ করতে চান তাহলে webtrans/spanish/spanish to english নির্বাচন করতে হবে।
যদি আপনি বুঝতে না পারেন ওয়েবসাইটটি কোন ভাষার, সে ক্ষেত্রে টুলবার থেকে service/language identification/ google language identification অপশনে যান এবং নির্দিষ্ট বক্সে সাইটটির ঠিকানা লিখে translate দিন। এ ছাড়া এই অ্যাড-অনসে রয়েছে অভিধান ব্যবহারের সুবিধা

নতুন লেজার প্রিন্টার

ব্রাদার ব্র্যান্ডের ডিসিপি-৯০১০সিএন মডেলের কালার এলইডি প্রযুক্তির মাল্টিফাংশনাল কালার লেজার প্রিন্টার বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। অত্যাধুনিক এই প্রিন্টার একাধারে কালার লেজার প্রিন্টার, স্ক্যানার ও ফটোকপিয়ার হিসেবে কাজ করবে। এতে রয়েছে ৬৪ মেগাবাইট মেমোরি, ৩৫-পাতা অটো ডকুমেন্ট ফিডার, ২৫০-পাতার পেপার ইনপুট ট্রে, ইউএসবি ২.০ ইন্টারফেস, বিল্ট-ইন ইথারনেট অ্যাডাপ্টার সুবিধা। দাম ৫৩ হাজার টাকা

নতুন এজ মডেম

টেকনোর টিএম০০৮ মডেলের এজ মডেম বাজারে এনেছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড। এতে রয়েছে যেকোনো জিএসএম অপারেটরের সিম ব্যবহারের সুবিধা, ডাউনলিংক গতি সর্বোচ্চ ৪৬০.৮ কিলোবাইট/সেকেন্ড, উইন্ডোজের সব অপারেটিং সিস্টেম সমর্থন ইত্যাদি। দাম দুই হাজার ৩৫০ টাকা

আপনার ডেস্কটপ আইকনগুলো Fences দিয়ে সুন্দরভাবে সাজান

আপনার ডেস্কটপে যদি অনেক আইকন থাকে তাহলে ওগুলোকে সাজিয়ে রাখার জন্য Fences। ছবিতে কালো কালো প্রত্যেকটি জায়াগাগুলোকে ফেন্স বলা হয়। আপনি এই সফটওয়ারটি ডাউনলোড ও ইন্সটল করার পর আপনার কম্পিউটার রিবুট করুন তারপর এটি আপনার ফেন্স (s) তৈরি করার জন্য একটি গাইড দেখাবে, আপনি ইচ্ছে করলে ওটা ফলো করতে পারেন না হলে আপনি নিজেই তৈরি করতে পারেন।
একটি ফেন্স তৈরি করতে আপনার মাউসের রাইট বাটনটি চেপে ধরে ডেস্কটপের যে জায়গায় এটি তৈরি করবেন সে জায়গাটুকু ড্র্যাগ করে হাইলাইট করেন, তারপরে এই অপশনটি আসবে, "Create a new fence here" , ক্লিক করুন তারপরে ছবির মত একটি কাল জায়গা হবে, এখন এটির কোনা গুলো লেফট মাউস বাটন দিয়ে টেনে রিসাইজ করতে পারেন, উপরে টাইটেল বারে (গারো কালো জায়াগাগুলো) রাইট ক্লিক করে "Rename fence" থেকে ফেন্সের নামটি বদলাতে পারেন (চিত্রের মত, দেখুনঃ আমি যা করেছি Gadgets, Microsoft Office, Windows Live") । অবশেষে আপনার আয়কনগুলো ডেস্কটপে এনে ড্র্যাগ করে ফেন্সগুলোর মধ্যে ড্রপ করুন, এবার দেখুন, কত সুন্দর লাগছে, আপনি ইচ্ছে করলে এই পদ্ধতিতে একের অধিক ফেন্স বানাতে পারেন, ঠিক উপরের ছবির মত সাজিয়ে তুলতে পারেন, যেমনটা আমি করেছি।

এটির আরেকটি ফিচার আছে, Auto Hide/Quick Hide : আপনি যদি আপনার ডেস্কটপের একটি খালি জায়গা ডাবল ক্লিক করেন, তাহলে আপনার সব আইকনগুলো চলে যাবে, আবার ডাবল ক্লিক করলে ফিরে আসবে, এটি কাজে আসতে পারে যখন আপনি অনেকগুলো উইন্ডো নিয়ে কাজ করছেন।
তবে আপনার এটি ভাল না লাগলে অপশনে গিয়ে বন্ধ করে দিতে পারেন, সহজ ভাবে ওখানে যাওয়ার জন্য একটি ফেন্সের টাইটেল বারে রাইট ক্লিক করে Configure fences সিলেক্ট করুন তারপর একটি মেনু ওপেন হবে, ওখানে একটি অপশন আছে Enable Autohide/Quick hide অথবা Disable Autohide/Quick hide (অথবা অন্য কিছু), ঠিকঠাক মত টিক চিহ্ন উঠান/নামান তারপর হয়ে গেল। এখানে আরো অনেক অপশন আছে, যেমন কালার সিলেক্ট করা, transparency ইত্যাদি।
এটি একটি ফ্রিওয়্যার, উইন্ডোজ Xp, Vista ও 7 এ চলবে, ডাউনলোড করুন
http://www.stardock.com/products/fences/ থেকে।

আপনার পিসি থেকে অটোরান ভাইরাস দুর করুন

Autorun Virus Remover এর কাজ কি তা নাম দেখেই নিশ্চয় বুঝতে পেরেছেন। এটি লাইটওয়েট এন্টিভাইরাস যা আপনার পিসিকে স্লো করবে না। তবে এটাকেই আপনার পিসির একমাত্র এন্টিভাইরাস করবেন না বরঞ্চ অন্যান্য এন্টিভাইরাসের সহায়ক হিসেবেই এটি কাজ করবে। প্রথমে সফটওয়্যারটি ডাউলোড করুন। তারপর রার ফাইলটিকে extract করে নিয়ে ইনস্টল করুন এভাবে:- Next -> I accept the agreement এ ক্লিক করুন আবার Next -> Next -> Create a desktop icon এ ক্লিক করুন Next -> Finish। সফটওয়্যারটি বন্ধ করে পুনরায় চালু করুন। এবং নাম এবং সিরিয়াল বসিয়ে ফুল ভার্সন করে নিন :)। তারপর Start Scan।

DOWNLOAD LINK: AUTORUN

Friday, August 27, 2010

আপনার মোবাইল থেকে Bluetooth এর মাধ্যমে চ্যাট করুন BlueChat দিয়ে


আপনারা কি জানেন ব্লুটুথ ব্যবহার করে একাধিক মোবাইল ফোনে চ্যাট করা সম্ভব? এ জন্য আপনি ও যার সাথে চ্যাট করবেন দুই জনের মোবাইলেই BlueChat ইনস্টল দিতে হবে। Bluechat একটি ব্লুটুথ মেসেজিং সফটওয়্যার। এই সফটওয়্যার ব্যবহার আপনার আশে পাশের অন্যান্য Bluechat খুঁজে বের করতে পারবেন এবং প্রাইভেট/গ্রুপ চ্যাট করতে পারবেন।আপনার Device সিলেক্ট করে BlueChat ডাউনলোড দিন।

DOWNLOAD LINK: BLUECHAT

টাকা আয় করুন Ziddu তে ফাইল আপলোড করে

এটি একটি ১০০% ফ্রি ফাইল হোস্টিং প্রোভাইডার। প্রথমে সাইন আপ করে আপনার একটি একাউন্ট তৈরী করুন। তারপর ফাইল আপলোড করতে শুরু করুন। আপনি সর্বোচ্চ 200 MB সাইজের ফাইল আপলোড করতে পারবেন এবং এর জায়গা Unlimited। ফাইল আপলোড করে এর ডাউনলোড লিংক গুলো সংগ্রহ করুন এবং সেগুলো আপনার ব্লগে, ওয়েবসাইটে এবং বন্ধুদের কাছে লিংক গুলো শেয়ার করুন। আপনার শেয়ার করা লিংক গুলো থেকে প্রত্যেক ডাউনলোডের জন্য আপনি পাবেন $০.০০১। তার মানে ১০০০০ বার ডাউনলোড হলে আপনি পাবেন $১০। এছারা আপনি আপনার referral link ব্যাবহার করেও আয় করতে পারবেন। কেউ যদি আপনার referral link ব্যাবহার করে সাইন আপ করে তাহলে আপনি Referral Bonus পাবেন $০.১০। এভাবে আপনার একাউন্টে $১০ জমা হলে Paypal/Moneybookers এর মাদ্ধমে আপনি টাকা পাবেন।

LINK: ZIDDU

Windows 7 এর Logon Screen পরিবতর্ন করুন

প্রথমে একটি *jpg format এর ইমেজ তৈরী করুন (256kb এর নিচে)। তারপর RUN এ গিয়ে regedit লিখে Ok করুন। তারপর Registry Editor থেকে HKEY_LOCAL_MACHINE -> Software -> Microsoft -> Windows -> CurrentVersion -> authentication -> LogonUI -> background এ ক্লিক করুন। তারপর ডান দিকের ঘরে OEMBackground key তে double click করুন এবং সেখান value data দিন 1। এখন আপনার নতুন ইমেজটি Copy করে C:\Windows\system32\oobe\info\backgrounds এ Paste করুন (সেখানে backgrounds folder না থাকলে তৈরী করুন)। সব শেষে নতুন ইমেজটি default.jpg নামে rename করুন এবং আপনার কম্পিউটারটি reboot করুন।

Windows 7 এর ৯০ দিন এর ট্রায়াল ডাউনলোড করুন

আমরা জানি উইন্ডোজ সেভেন ইন্টারনেট থেকে ডাউনলোড করতে গেলে টাকা লাগে কিন্তু সবাই চায় টাকা ছাড়া তা ব্যাবহার করতে। কারন এইসব সফটওয়্যার এর যা দাম তা বাংলাদেশ এর ব্যাবহারকারিদের সাধ্যের বাইরে। কিন্তু আমরা ট্রায়াল ব্যাবহার করে করে সেই সমস্যার সমাধান করতে পারি। কিন্তু চাইলেই সব ওয়েব সাইট থেকে তা ডাউনলোড করা যায় না। কারন এর জন্য নানা সমস্যার মাঝে পরতে হয়। এছাড়া গুগল এর মাধ্যমেও সবসময় সঠিক ওয়েব সাইট খুজে পাওয়া যায় না।
উইন্ডোজ সেভেন এর জন্য যা যা প্রয়োজন তা নিচে দেওয়া হলঃ

* 1 GHz or faster 32-bit (x86) or 64-bit (x64) processor
* 1 GB of RAM (32-bit) / 2 GB RAM (64-bit)
* 16 GB available disk space (32-bit) / 20 GB (64-bit)
* DirectX 9 graphics processor with WDDM 1.0 or higher driver
* DVD-compatible drive
* MSN,WINDOWS LIVE,HOTMAIL ACCOUNT NEEDED

DOWNLOAD LINK: WINDOWS 7 90 DAY TRIAL