Tuesday, August 31, 2010

ফটোশপে সহজ একটা টেক্সট ইফেক্ট

http://i.imagehost.org/0371/Mohsin_PS.jpg

উপরের ছবিটা দেখুন। এই ধরনের একটা ইফেক্ট দেয়া টেক্সট আমরা সহজেই ফটোশপে বানাতে পারি। চলুন দেখা যাক সেটা কিভাবে .....

১. প্রথমেই একটা 300×500 pixels এর একটা ডকুমেন্ট খুলুন। ব্যাকগ্রাউন্ড কালার হবে #1a142c

http://i.imagehost.org/0348/Mohsin_PS1.jpg

২. এবার নতুন একটা লেয়ার নিন, তারপর Elliptical Marquee Tool এর সাহায্যে একটা সিলেকশন তৈরী করুন এবং রংটা পরিবর্তন করে দিন #6d56b2 হিসেবে।
http://i.imagehost.org/0487/Mohsin_PS2.jpg

৩. এবার Ctrl+D চেপে সিলেকশন দূর করুন, তারপর Filter > Blur > Gaussian Blur এ আসুন এবং নিচের মত সেটিংস পরিবর্তন করুন..
http://i.imagehost.org/0661/Mohsin_PS3.jpg

৪. layer opacity টা 70% করে দিন, তাহলে ছবিটা নিচের মত দেখাবে
http://f.imagehost.org/0125/Mohsin_PS4.jpg

৫. এখন Horizontal Type Tool ব্যবহার করে পছন্দমত ফন্ট ব্যবহার করে ‘p’ লিখুন
http://i.imagehost.org/0757/Mohsin_PS5.jpg

৬. এবার Blending Options ব্যবহার করে নিচের মত করে সেটিংস পরিবর্তন করুন
• Drop Shadow
• Outer Glow
• Gradient Overlay
• Stroke

http://f.imagehost.org/0170/Mohsin_PS6.jpg

http://i.imagehost.org/0184/Mohsin_PS7.jpg

http://f.imagehost.org/0694/Mohsin_PS8.jpg

http://f.imagehost.org/0989/Mohsin_PS9.jpg

তাহলে ফলাফলটা নিচের ছবির মত দেখাবে
http://i.imagehost.org/0596/Mohsin_PS10.jpg

৭. এবার লেয়ার প্যালেটে লেয়ারের উপর right-click করে লেয়ার স্টাইল সিলেক্ট করুন (Copy Layer Style)

http://i.imagehost.org/0708/Mohsin_PS11.jpg

৮. এবার নতুন একটা লেয়ারে ‘p’ এর মত করে ‘h’ লিখুন।
http://f.imagehost.org/0548/Mohsin_PS111.jpg

৯. এবার ঐ লেয়ারে right-click করে Paste Layer Style করে দিন।

http://f.imagehost.org/0747/Mohsin_PS12.jpg

তাহলে ফলাফলটা নিচের মত পাবেন
http://f.imagehost.org/0583/Mohsin_PS13.jpg

১০. একইভাবে আপনি পুরো টেক্সট এর কাজটা করুন নিচের মত
http://f.imagehost.org/0980/Mohsin_PS14.jpg


১১. এবার Custom Shape Tool ব্যবহার করে আপনি একটা পছন্দমত Shape নির্বাচন করুন
http://f.imagehost.org/0520/Mohsin_PS15.jpg

এবং সেটা ব্যাকগ্রাউন্ডে সেট করুন

http://i.imagehost.org/0957/Mohsin_PS16.jpg

১২. এবার opacity 0% এবং Stroke layer style নিচের মত সেট করুন

http://f.imagehost.org/0719/Mohsin_PS17.jpg


তাহলে ফলাফলটা হবে নিচের মত

http://f.imagehost.org/0424/Mohsin_PS18.jpg

১৩. এভাবে আরও কিছু Shape যোগ করুন আর আউটপুট দেখুন

http://i.imagehost.org/0371/Mohsin_PS.jpg

No comments: