Saturday, August 28, 2010

কম্পিউটারকে নেটওয়ার্কে লুকানোর পদ্ধতি

আপনার পিসিটা নেটওয়ার্কে সংযুক্ত আছে। ফলে Network Neighberhood বা My Network Places এ গেলে পিসিটা দেখা যায়। যদি এমন ব্যবস্থা করতে চান যে, আপনার পিসি নেটওয়ার্কে সংযুক্ত থাকবে কিন্তু My Network Places এ গেলে পিসিটা দেখা যাবে না তাহলে নিচের পদ্ধতিগুলো প্রয়োগ করে দেখতে পারেন। তবে এই পদ্ধতিতে My Network Places এ দেখা না গেলেও Start -> Run এ \\Computer_name অথবা \\ IP Address লিখে এন্টার দিয়ে পিসি এক্সেস করা যাবে। তাহলে লুকিয়ে লাভটা হলো কি? আপনি আপনার কম্পিউটার নেম অথবা আই পি এড্রেস কাউকে না বললেই হয় Smile

রেজিস্ট্রি এডিট করে:
১. Start -> Run এ regedit লিখে এন্টার দিন। Registry Editor চালু হবে।
২. HKEY_LOCAL_MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Services -> LanmanServer -> Parameters এ ক্লিক করুন।
৩. Edit -> New -> DWORD Value তে ক্লিক করে Hidden নামে একটা ভ্যালু তৈরী করুন।
৪. Hidden এ রাইট মাউস ক্লিক করে Modify এ ক্লিক করুন। Value data: তে 1 দিয়ে OK দিন।
৫. পিসি রিস্টার্ট দিন। এর পর থেকে My Network Places এ গেলে পিসিটা দেখা যাবে না।
৬. My Network Places এ পিসিটা দেখাতে চাইলে Hidden এ রাইট মাউস ক্লিক করে Modify এ ক্লিক করুন। Value data: তে 0 দিয়ে OK দিন।

NET CONFIG কমান্ড ব্যবহার করে:
১. Start -> Run এ cmd লিখে এন্টার দিন। Command Prompt চালু হবে।
২. কমান্ড প্রম্পটে net config server /hidden:yes লিখে এন্টার দিন। কমান্ড প্রম্পট বন্ধ করুন।
৩. পিসি রিস্টার্ট দিন। এর পর থেকে My Network Places এ গেলে পিসিটা দেখা যাবে না।
৪. My Network Places এ পিসিটা দেখাতে চাইলে কমান্ড প্রম্পটে net config server /hidden:no লিখে এন্টার দিন।
৫. পিসি লুকানো আছে কিনা দেখার জন্য কমান্ড প্রম্পটে net config server লিখে এন্টার দিন। “Server hidden” এ Yes/No দেখাবে।

No comments: