Sunday, August 29, 2010

মাদারবোর্ডকে পর্যবেক্ষন করুন আপনার মনিটরে

পিসি চলাকালীন মাদারবোর্ডের ভেতরে কি হচ্ছে তা মনিটর করার কোন সফটওয়্যার উইন্ডোজে বাই-ডিফল্ট নেই। ফলে আপনার পিসির ভেতরের তাপমাত্রার কি অবস্থা, কুলিং ফ্যানটি ঠিক আছে কিনা, ভোল্টেজ ঠিক মতো পাস হচ্ছে কিনা ইত্যাদি দেখতে হলে থার্ডপার্টি ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়। যদিও সাধারন ব্যবহারকারীদের এটা দেখার তেমন কোনো প্রয়োজন হয় না। তারপর ও অভীজ্ঞ ব্যবহারকারীদের অনেক সময় প্রয়োজন হতে পারে। এই রকম একটি সফটওয়্যার হল Motherboard Monitor। এটি ফ্রিওয়্যার।

সফটওয়্যারটি ডাউনলোড করুন
DOWNLOAD LINK : MOTHER BOARD MONITOR

No comments: