Saturday, August 28, 2010

Windows 7 এ হার্ডডিস্ক পার্টিশন হচ্ছে না

বেশ ঝামেলায় পড়েছি একটি ল্যাপটপে Windows 7 ইন্সটল করতে গিয়ে। প্রথমে আমি C (২০গিগা) ও D (৪০ গিগা) দুটি ড্রাইভ ডিলিট করে দিয়েছি যেন C Drive এ ৪০ গিগা করতে পারি নতুন করে। কিন্তু দুটি ফ্রি স্পেস আলাদাই দেখায়। এক হয়ে যাচ্ছে না। এরপর বাধ্য হয়ে C Drive এ ২০ গিগার মধ্যে Windows 7 ইন্সটল দিলাম। এখন বাকি যে ৪০ গিগা পার্টিশন ফ্রি স্পেস সেটা দিয়ে নতুন Drive তৈরি করা যাচ্ছে না। করতে গেলেই বলে There is not enough space in disk(s)...
পরে আমি E drive (৪০গিগা) ডিলিট করে দিয়েছি। কিন্তু সেটাও আলাদা থেকে যায়। পুর্বের D drive এর সাথে মিলে যায় না। কিন্তু E drive আবার নতুন পার্টিশন করা যাচ্ছে। শুধু ওই পুর্বের D drive এর স্পেস পড়ে আছে। আমি পার্টিশন ম্যাজিক সফটোয়ার নামিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আবার চলছে না। এখন কি করে এর সমাধান করতে পারি?

আরেকটা সমস্যা হল এই ল্যাপটপে এক্সপি ইন্সটল দিতে গেলেও সমস্যা হচ্ছে। যখন সিডি বুট করে দিতে যাই তখন কাজ চলতে চলতে হঠাৎ পুরো স্ক্রিণ নীল হয়ে যায় যার মাঝে সাদা অক্ষরে কিছু সমস্যার কথা লেখা থাকে । একবারও সফল হই নি আলাদা আলাদা সিডি ব্যবহার করেও। কেউ এ ব্যাপারে একটু সাহায্য করুন...

No comments: