Saturday, September 4, 2010

ছবির কাজ করুন অ আ এর মত সহজ করে

নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে কে না পছন্দ করে। যদি তা হয় ছবির মাধ্যমে তবে কেমন হয় বলুন তো? নিশ্চই বলবেন খুব জটিল তাই না। যেহেতু ছবির নাম এসেছে তাই অনেকে হয়ত ভাবছেন আমি ফটোশপের কথা বলব। না ফটোশপের কথা বলব না আজকে আমি এমন একটা সফটওয়্যার আপনাদের সামনে উপস্থাপন করব যা দ্বারা যে কেউ তার ছবি নিয়ে ফান করতে পারবেন তার জন্য কোন প্রশিক্ষনের দরকার নেই। আমি যে সফটওয়্যারটির কথা বলব তার নাম হচ্ছে FunPhotor।
। FunPhotor সফটওয়্যারটি মোট তিনটি ধাপে ছবির কাজ সম্পন্ন করে। প্রথমে আপনি যখন সফটওয়্যারটি খুলবেন তখন ১,২,৩,৪ চারটি লেখা দেখতে পারবেন। প্রথমে আপনাকে ১ এ ক্লিক করতে হবে। তারপর ঐ খান থেকে আপনাকে একটি ছবি সিলেক্ট করতে হবে। তারপর ok ক্লিক করতে হবে। তারপর ২ এ ক্লিক করতে হবে open বাটনে ক্লিক করে একটি ছবি সিলেক্ট করতে হবে। তারপর ok ক্লিক করতে হবে। তারপর ৩ এ ক্লিক করতে হবে। ঐ খানে আপনি একটি মেয়ের চেহারার কয়েকটি বাটন দেখতে পারবেন ঐ বাটন গুলোর মধ্যে ক্লিক করে আপনি ছবির অ্যাঙ্গেল, ছবি বড় ছোট এর অবস্থান ইত্যাদি ঠিক করতে পারবেন। তাহলে আর দেরী কেন একবার ব্যবহার করেই দেখুন না কেমন লাগে।
DOWNLOAD LINK : FUNPHOTOR

No comments: