Saturday, September 18, 2010

প্রোলিংকের নতুন ইউপিএস

প্রোলিংক ব্র্যান্ডের প্রো-৭০০ মডেলের নতুন ইউপিএস বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। যা একটানা সর্বোচ্চ ২০ মিনিট পর্যন্ত ব্যাকআপ দেওয়ার ক্ষমতা রাখে। এর ইনপুট ভোল্টেজ রেঞ্জ ১৪০-৩০০ ভোল্ট এবং এতে রয়েছে বিল্ট-ইন স্বয়ংক্রিয় ভোল্টেজ রেগুলেটর। ধারণক্ষমতা ৬৫০ ভোল্ট এম্পায়ার এবং ইউপিএসটির ওজন ৩ দশমিক ৮ কেজি। দাম দুই হাজার ৬০০ টাকা।

No comments: