Thursday, September 30, 2010

নতুন এলসিডি মনিটর

এলজির এল১৭৭ডব্লিউএসবি মডেলের নতুন এলসিডি মনিটর বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। ১৭ ইঞ্চি প্রশস্ত পর্দার এই মনিটরটিতে রয়েছে ৫০০০: ১ অনুপাতের ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও, রেজ্যুলেশন ১৪৪০ বাই ৯০০, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭০ ডিগ্রি/১৭০ ডিগ্রি, রেসপনস টাইম ৮ মিলি সেকেন্ড। এ ছাড়া ইমেজের সুস্পষ্ট এবং স্বাভাবিক কালার প্রদর্শনে এই মনিটরটিতে ব্যবহূত হয়েছে ফ্ল্যাটরন এফ-ইঞ্জিন চিপ। দাম ৮ হাজার ৫০০ টাকা

No comments: