Friday, September 17, 2010

নতুন ডিজিটাল ক্যামেরা

স্যামসাংয়ের স্লিম-কম্প্যাক্ট ও স্টাইলিশ সিরিজের এসটি৬০ মডেলের নতুন ক্যামেরা বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এতে রয়েছে ১২.২ মেগা পিক্সেল, ৪ এক্স অপটিক্যাল জুম, ২.৭ ইঞ্চি এলসিডি পর্দা, এইচ-ডট-২৬৪ এইচডি মুভি রেকর্ডিং সুবিধা ইত্যাদি। দাম ১২ হাজার ৫০০ টাকা।

No comments: