Friday, September 17, 2010

 নতুন এমপি-থ্রি প্লেয়ার

এপাসার ব্র্যান্ডের স্টাইলিশ এমপি-থ্রি প্লেয়ার অডিও স্টেনো এইউ২২০ বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। ইউএসবি সুবিধা নিয়ে এই এমপি-থ্রি প্লেয়ারটি পাওয়া যাবে ২ গিগাবাইট ও ৪ গিগাবাইট মেমোরি সাইজে। ২ ও ৪ গিগাবাইট মেমোরি স্পেসের অডিও স্টেনো এইউ২২০ এমপি-থ্রি প্লেয়ারের মূল্য যথাক্রমে দুই হাজার ৩০০ টাকা এবং দুই হাজার ৮০০ টাকা।

No comments: