Saturday, September 18, 2010

মাইক্রোসফট আনছে টাচ সেনসিটিভ মাউস


সম্প্রতি মাইক্রোসফট অফিশিয়ালি আর্ক মাউস তৈরির ঘোষণা দিয়েছে। আর্ক টাচ নামের এই মাউসটির উপরদিকে থাকবে স্পর্শ সংবেদনশীল অংশটি। খবর গিজম্যাগের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, কোথাও ভ্রমণের সময় বহন করার প্রয়োজনে এই মাউসটি আঙ্গুলের চাপে সমান করেও নেয়া যাবে । আর্ক মাউসটি তারহীন ইউএসবি ট্রানসিভার হিসেবে কাজ করবে। সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, মাইক্রোসফটের আর্ক মাউস তৈরির ধারণাটা আগেও ছিলো। কিন্তু পোর্টেবল কম্পিউটার ব্যবহারকারিদের কথা মাথায় রেখেই সম্প্রতি আর্ক মাউস তৈরির সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। জানা গেছে, এই আর্ক মাউসে কোনো স্কল হুইল থাকছে না। স্ক্রল হুইলের পরিবর্তে বাম ও ডান ক্লিক বাটনের স্থানে টাচ অংশ থাকবে। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এই মাউসটি সমান করলে এটি এএএ আকারের ব্যটারির মতো দেখায়। আর এই মাউসটির মাপ ২.২৮ X ৫.১৪ ইঞ্চি। ছয়মাসের ব্যবহার ওয়ারেন্টি সহ এর দাম হবে প্রায় ৭০ ডলার।

No comments: