Thursday, September 30, 2010

 এবার ই-স্পোর্টস গেমসে বাংলাদেশ

সম্প্রতি আন্তর্জাতিক ই-স্পোর্টস ফেডারেশনের (আইইএসএফ) সদস্য হয়েছে বাংলাদেশ। ই-স্পোর্টস পরিচালনাকারী এ সংগঠনটি গত বছর থেকে সদস্য দেশগুলোর মধ্যে প্রতিযোগিতার আয়োজন করছে। সংগঠনটি বিশ্বের বিভিন্ন দেশের সরকারি পর্যায়ে যোগাযোগের মাধ্যমে ই-স্পোর্টস ফেডারেশন গঠন করে থাকে। এফওয়ান আইটি ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী মোহাম্মদ ইরফান হুসেন প্রথম আলোকে জানান, বাংলাদেশে এফওয়ান আইটি ম্যানেজমেন্টকে এর সদস্য হিসেবে অনুমোদন দিয়েছে আইইএসএফ। তিনি জানান, এ বছরের প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ পর্বের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হবে আগামীকাল। এ প্রতিযোগিতায় ফিফা ০৭ এবং ওয়ারক্র্যাফট থ্রি ফ্রোজেন থ্রোন খেলায় অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। দুই খেলায় বিজয়ী সেরা চার খেলোয়াড় ২৮ অক্টোবর বাংলাদেশের পক্ষে কোরিয়ায় অনুষ্ঠিত আইইএসএফ চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। চূড়ান্ত প্রতিযোগিতায় ওয়ারক্র্যাফট থ্রি ফ্রোজেন থ্রোন ও ফিফা অনলাইন টু খেলায় প্রতিযোগীরা অংশ নেবে।

No comments: