Saturday, September 18, 2010

দ্রুতগতির মেমোরি কার্ড আনলো তোশিবা


সম্প্রতি তোশিবা সবচেয়ে দ্রুতগতির এসডিএইচসি মেমোরি কার্ড তৈরি করেছে। এসডিএইচসি ইউএইচএস-আই নামের মেমোরি কার্ড প্রতি সেকেন্ড ৯৫ মেগাবাইট মেমোরি পড়তে এবং ৮০ মেগাবাইট মেমোরি রাইট করতে পারবে। খবর গিজমোডো অনলাইনের।

জানা গেছে, তোশিবার তৈরি এই মেমোরি কার্ডের ডেটা ধারন ক্ষমতা হবে ৮, ১৬ এবং ৩২ গিগাবাইট।

No comments: