Friday, September 17, 2010

গিগাবাইটের নতুন গেমিং মাদারবোর্ড

গিগাবাইটের ইন্টেল এক্স-৫৮ চিপসেটের নতুন একটি মাদারবোর্ড বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ‘জিএ-এক্স৫৮এ-ইউডি৭’ মডেলের এই মাদারবোর্ডে একাধারে রয়েছে বিদ্যুৎসাশ্রয়ী, কপার কুলড সুবিধা। এর অনবোর্ডে এনভিডিয়া মাল্টি-গ্রাফিক্স পাওয়ার ইউনিট গেমিং ও গ্রাফিক্স কাজের জন্য অত্যন্ত উপযোগী। এতে রয়েছে দ্রুতগতির ইউএসবি ৩.০, ইন্টেল ৩২ ন্যানোমিটার প্রসেসর, ইন্টেল এটিআই গ্রাফিক্স, অডিও, ডলবি হোম থিয়েটার ইত্যাদি সুবিধা। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৩০ হাজার ৫০০টাকা।

No comments: