Friday, September 17, 2010

ফেসবুকে রিমোট লগআউট সুবিধা

সাইবার ক্যাফে বা বন্ধুর কম্পিউটার ফেসবুক ব্যবহার করে যদি লগআউট করতে ভুলে যান বা কোনো কারণে লগআউট করা না যায়, তাহলে একাউন্টে নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতে হয়। এ ক্ষেত্রে অন্য কোনো কম্পিউটারে বসে পূর্ববর্তী কম্পিউটারে লগআউট করা যায়। ফেসবুক সম্প্রতি রিমোট লগআউট করার সুবিধা দিয়েছে, ফলে পূর্ববর্তী সেশনগুলো থেকে সহজেই লগআউট করা যাবে নিজের একাউন্ট।
এ জন্য ফেসবুক লগইন করার সময় কম্পিউটারের নাম নিচ্ছে। রিমোটলি লগআউট করতে ফেসবুকে লগইন করার পরে ওপরে ডানে Accounts থেকে Account Settings-এ যেতে হবে। এবার Account Security-তে ক্লিক করলে Most Recent Activity শিরোনামে চলতি কম্পিউটারটি এবং Also Active শিরোনামে লগইন সক্রিয় অবস্থায় আছে এমন কম্পিউটারের সময় (তারিখ, সর্বশেষ সময়), কোথায় (শহর, প্রদেশ, দেশ, আইপি), ব্রাউজার, অপারেটিং সিস্টেম, কোন কম্পিউটারে ফেসবুক ব্যবহার করেছেন ইত্যাদি তথ্যসহ তালিকা দেখাবে। এখন তালকাভুক্ত পূর্ববর্তী কম্পিউটার থেকে লগআউট করতে ওই সেশনের ডানে End Activity লিংকে ক্লিক করলেই হবে।

No comments: