Friday, September 17, 2010

নতুন ল্যাপটপ বাজারে

আসুসের নতুন ই পিসি ল্যাপটপ নিয়ে এসেছে গ্লাবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। ১০০১পিএক্স মডেলের এই ল্যাপটপ কম্পিউটার টানা সাত ঘণ্টা চলে।
এক কেজি ২৭০ গ্রাম ওজনের এ ল্যাপটপের রয়েছে ১.৬৬ গিগাহার্টজ গতির ইন্টেল অ্যাটম প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ১৬০ গিগাবাইট হার্ডড্রাইভ, ১০.১ ইঞ্চির মনিটর ইত্যাদি। দাম ২৩ হাজার টাকা।

No comments: