Saturday, September 18, 2010

যেভাবে অনলাইনে আয়কর প্রদান করবেন

জাতীয় রাজস্ব বোর্ড সম্প্রতি ঢাকা কর অঞ্চল-৮-এর জন্য অনলাইনে কর প্রদান কার্যক্রম শুরু করেছে। শুধু কর অঞ্চল-৮-এর আয়করদাতারা এ সুবিধা ভোগ করতে পারলেও এ বছরের মধ্যেই সব আয়করদাতা এর আওতায় আসবেন।

অনলাইনে আয়কর প্রদানে করণীয় : প্রথমেই যেতে হবে িি.িঃধীুড়হব-৮.ড়ৎম ওয়েব ঠিকানায়। এ ওয়েব পেজটিতে আয়কর রিটার্নের জন্য টিআইএন এবং পিন নম্বর দিয়ে লগইন করে আয়কর দাখিলের সব তথ্য পূরণ করতে হবে। ওয়েব পেজে রয়েছে অনলাইন রিটার্ন দাখিলের নিয়মাবলি। অনলাইনে আয়কর দাখিল করতে হলে কর কমিশনারের কার্যালয় ঢাকা-৮ থেকে গোপন নম্বর সংগ্রহ করতে হবে। নিরাপত্তার ইস্যুতে করদাতাকে নিজে গিয়েই এ গোপন পিন নম্বর সংগ্রহ করতে হবে। পিন নম্বরটি অবশ্যই সযত্নে রাখতে হবে কারণ এটির দ্বিতীয় কোনো কপি রাজস্ব বোর্ডের কাছে নেই। তাই এটি হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে কর অফিসে অভিহিত করতে হবে। লগইন করার পর টিআইএন নম্বর, এক্সেস নেম ইত্যাদি তথ্যসহ ভিউ রিটার্ন পেজ প্রদর্শিত হবে। এখানে আগে কোনো আয়কর দাখিল করা হলে সেই তথ্যও প্রদর্শিত হবে। যদি রিটার্ন আগে দাখিল করা হয় তাহলে সাবমিটেড রিটার্নের ঘরে ওই নির্দিষ্ট বছরের রিটার্নটি প্রদর্শিত হবে। এখানে নিউ রিটার্ন বাটনে ক্লিক করে নির্দিষ্ট বছরের কর প্রদানের জন্য তথ্যাদি পূরণ করতে হবে। প্রথমেই আসবে ব্যক্তিগত তথ্যাদি পূরণের ফরমটি। সব তথ্য পূরণের পর আয়করদাতা ইচ্ছে করলে এ ফরমটি সেভ, সাবমিট বা মুছে ফেলতে পারেন। এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে ফরমটি প্রিন্ট নেওয়া যাবে। এ ফরমের কাজ সমাপ্ত হলে রিটার্নের দ্বিতীয় পেজে যেতে হবে। এখানে প্রথমেই আসবে ইনকাম স্টেটমেন্ট। এ পেজ বা ফরম পূূরণ হলে রিটার্নের পরবর্তী পেজে বা ফরমে যেতে হবে। এটি হলো সেলারি [সিডিউল-১] ফরম। ফরম পূরণ হলে পরবর্তী পেজ বা ফরমে যেতে হবে [এটি হলো ইনভেস্টমেন্ট সিডিউল-৩ ফরম]। পরের ফরমটি হলো আইটি-১০বি [পেজ-১ ফরম]। এখানে অ্যাড বাটনে ক্লিক করে সম্পদের সব বিবরণ দিতে হবে। এবার যেতে হবে আইটি-১০-বি ফরমে। সব তথ্য পূরণ হলে পাওয়া যাবে একটি ডকুমেন্ট অ্যাটাস সেকশন। এখানে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করা যাবে। সব তথ্যাদি পূরণ হলে এখন সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করা মাত্রই একটি সতর্কীকরণ বার্তা প্রদর্শিত হবে। এখান থেকে ওকে বাটনে ক্লিক করার পরপরই একটি ম্যাসেজ প্রদর্শিত হবে। ম্যাসেজটি হলো_ আপনার রিটার্ন সফলভাবে দাখিল করা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে আপনার ই-মেইল অ্যাড্রেসে প্রাপ্তিস্বীকারপত্র পাঠানো হবে।' তবে করদাতা ই-মেইল না দিলে তাকে প্রাপ্তিস্বীকারপত্র কর কমিশনারের অফিস থেকে সংগ্রহ করতে হবে। এরপর করদাতাকে অবশ্যই পে-অর্ডার বা চালান নির্দিষ্ট কর অফিসে দাখিল করে রসিদ সংগ্রহ করতে হবে। অনলাইনে কর জমা নিয়ে যে কোনো উত্তরের জন্য ুড়হবথ৮@নফপড়স.পড়স ঠিকানায় যোগাযোগ করা যাবে।

No comments: