Thursday, September 30, 2010

ফেসবুক চ্যাটিংয়ের বাড়তি আকর্ষণ

ইন্টারনেটে চ্যাট করার সময় মনের স্বতস্ফূর্ত ভাব বোঝাতে আমরা বিভিন্ন প্রতীক (ইমোটিকনস) ব্যবহার করি। কিন্তু ফেসবুকে চ্যাট করার সময় এ রকম কোনো সুবিধা পাওয়া যায় না। তবে ওয়েবসাইট দেখার সফটওয়্যার মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম ব্যবহার করে ইচ্ছে করলে আপনি ফেসবুকে অনলাইন চ্যাট করার সময় অনুভূতি প্রকাশের বিভিন্ন প্রতীক ব্যবহার করতে পারেন।
এ জন্য ব্রাউজারে আলাদা প্রোগ্রাম যোগ করে নিতে হবে। গুগল ক্রোমের জন্য প্রোগ্রামটি https://chrome.google.com/ extensions/detail/fadhfaodlifdejmlhpokpajfndpcoaehÊ ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। মজিলা ব্রাউজারের জন্য ‘ফেসবুক চ্যাটবার’ নামের প্রোগ্রামটি (অ্যাড-অনস) https://addons.mozilla.org/en-US/firefox/addon/14013 ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর ব্রাউজার পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এখন ফেসবুকে লগইন করে চ্যাটবারে গেলে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন প্রতীক (ইমোশনস) দেখতে পাবেন। এখান থেকে পছন্দসই প্রতীক চ্যাটিংয়ের সময় ব্যবহার করতে পারবেন

No comments: