Friday, September 17, 2010

নতুন ল্যাপটপ বাজারে

আসুসের কে৫২এফ-৪৫০এম মডেলের নতুন ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। এতে রয়েছে ২.৪ গিগাহার্জ গতির ইন্টেল কোর আই৫ ৪৫০এম প্রসেসর, ১৫.৬ ইঞ্চির পর্দা, ২ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার, থ্রিডি অডিও, ইন্টেল চিপসেটের ভিডিও মেমোরি, গিগাবিট ল্যান, ওয়েবক্যাম, ওয়াই-ফাই, ব্লুটুথ, তিনটি ইউএসবি ২.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, আসুস পাওয়ার৪ গিয়ার, পাম প্রুফ প্রযুক্তি ইত্যাদি। দাম ৫৩ হাজার ৫০০ টাকা।

No comments: