Tuesday, December 7, 2010

ইন্টারনেট স্পীড খারাপ হলেও ব্রাউজ করুন আপনার প্রিয় সাইটগুলো

আমাদের বাংলাদেশী ইন্টারনেট ব্যবহারকারীদের মুখে যেই অনুযোগটি সবচেয়ে বেশী শোনা যায় তা হচ্ছে ইন্টারনেট স্পীডের বেহাল অবস্থা কথা। আমরা অনেকেই জানিনা যে জনপ্রিয় সাইটগুলোর ওয়েব ভার্শন এর পাশাপাশি মোবাইল/ওয়াপ ভার্শন ও থাকে। এই ওয়াপ ভার্শনগুলোর সাহায্যে ডায়ালআপ ইউজাররাও সহজেই ব্রাউজ করতে পারবেন। যেমন ধরুন, কম গতির ইন্টারনেট কানেকশনে www.cricinfo.com সাইটি লোড হতে অনেক সময় নেয়। অথচ এই সাইট এর মোবাইল ভার্শন m.cricinfo.com কম গতির ইন্টারনেট কানেকশনেও দারুন চলে। তেমনিভাবে www.facebook.com সাইট এর বদলে ব্যবহার করতে পারেন lite.facebook.com কিংবা m.facebook.com। ইন্টারনেট এর মাধ্যমে ফ্রী এসএমএস পাঠানোর জনপ্রিয় সাইট www.wadja.com এর সকল সুবিধাই পাবেন এর মোবাইল ভার্শন m.wadja.com এ।

এভাবে আপনি আপনার অন্যান্য প্রিয় সাইটগুলির মোবাইল/ওয়াপ সাইটগুলো ব্যবহার করতে পারেন। আপনারা অনেকেই হয়ত জানেন না এই সাইটের ও মোবাইল ভার্শন আছে যা আপনি মোবাইল ফোন থেকে প্রবেশ করলেই বুঝতে পারবেন। আমার নেট প্রায় সময়ই ঝামেলা করে। কালকে হয়ত স্পিড ভাল আবার আজকে খারাপ। তাই বলে কি আজকে প্রিয় সাইটগুলো ব্রাউজিং করা থেমে থাকবে? --কক্ষনই না!

No comments: