Tuesday, December 7, 2010
নতুন ইউএসবি পেনড্রাইভ
এ-ডেটা ব্র্যান্ডের সি০০৮ মডেলের ক্যাপলেস ডিজাইনের ইউএসবি পেনড্রাইভ বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। এতে রয়েছে স্মার্ট ‘স্লাইডিং বাটন’, যা আঙুল দিয়ে চাপ দিয়ে পেনড্রাইভের ইউএসবি কানেক্টরটিকে খোলসের মধ্যে ঢুকিয়ে সুরক্ষিত রাখা যায়। রঙিন এবং আকর্ষণীয় ডিজাইনের এই পেনড্রাইভটি চাবির রিং, মোবাইল ফোন বা হাত ব্যাগের সঙ্গে রাখা যাবে। ইউএসবি ২.০ ইন্টারফেসের এই পেনড্রাইভ স্ক্র্যাচ-প্রুফ এবং ডাস্ট-প্রুফ। বর্তমানে এই মডেলের ৪ গিগাবাইট, ৮ গিগাবাইট, ১৬ গিগাবাইট এবং ৩২ গিগাবাইট পেনড্রাইভ পাওয়া যাচ্ছে। দাম যথাক্রমে ৬০০ টাকা, এক হাজার ৫০ টাকা, দুই হাজার ১০০ টাকা এবং চার হাজার টাকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment