টুইনমসের নতুন পোর্টেবল হার্ডডিস্ক বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ৩২০গিগাবাইট ও ৫০০গিগাবাইট ধারণক্ষমতার ‘হাইপার ড্রাইভ’ নামের এই আল্ট্রা-স্টাইলিশ হার্ডডিস্কগুলো উন্নতমানের অ্যালুমিনিয়াম কভারে আকর্ষণীয় তিনটি রঙে পাওয়া যাচ্ছে। ২.৫ ইঞ্চি সাটা প্রযুক্তির এই বহনযোগ্য হার্ডডিস্কগুলোতে রয়েছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা। ৫০০ গিগাবাইট হার্ডডিস্কের দাম পাঁচ হাজার ৪০০ টাকা এবং ৩২০ গিগাবাইট হার্ডডিস্কের দাম চার হাজার ৪০০ টাকা।
No comments:
Post a Comment