আমাজন ও অ্যাপলের মতোই সম্প্রতি গুগল নিজস্ব ই-বুক স্টোর চালু করেছে। গুগল এডিশনস নামের এ ই-বুক স্টোরে বিনামূল্যে লক্ষাধিক বই নামানো যাবে। তবে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুরুতে এ সেবা পাওয়া যাবে শুধু যুক্তরাষ্ট্রে এবং আগামী মাস থেকে সারা বিশ্বের পাঠকেরা বই নামাতে পারবেন। এ ই-বুক স্টোরের বই যেকোনো ই-বুক রিডার, কম্পিউটার কিংবা স্মার্টফোনে নামিয়ে পড়া যাবে। ‘রিড অ্যানিহোয়ার’ স্লোগানে চালু হওয়া গুগল এশিনস থেকে ই-বুক পড়া যাবে খুব সহজেই। পাশাপাশি গুগলের অনলাইন ঠিকানার মাধ্যমে তৈরি করা যাবে নিজের পছন্দ অনুযায়ী ভার্চুয়াল লাইব্রেরি।
তবে প্রতিযোগিতার বর্তমান বাজারে গুগলের নতুন এ ই-বুক স্টোর কতটা সফলতা পাবে, সেটাই এখন দেখার বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে ই-বুক বাজারে দুই-তৃতীয়াংশ বাজার শেয়ার রয়েছে আমাজনের এবং আমাজনের ই-বুক রিডার আমাজন কিন্ডল ব্যবহারকারীরা আমাজনের সাইট থেকেই বই নামিয়ে পড়েন। তবে ইতিমধ্যে গুগল তাদের ই-বুক স্টোরে প্রায় ১৫ কোটি বই যুক্ত করেছে বলে জানা গেছে। প্রযুক্তির সুবিধা বাড়ার পাশাপাশি বর্তমানে ই-বুকের বাজারও ধীরে ধীরে বাড়ছে। গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টার রিসার্চের মতে, বর্তমানে সারা বিশ্বে বছরে প্রায় ৯৬ কোটি ছয় লাখ টাকার ই-বুক বিক্রি হচ্ছে। আর তাই ই-বুকের এ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে
No comments:
Post a Comment