বর্তমানে পেনড্রাইভের মাধ্যমে ভাইরাস সবচেয়ে বেশী ছড়ায়। আর এর কারণ হচ্ছে, আমাদের কম্পিউটারের ড্রাইভ অটোপ্লে চালু থাকে ফলে পেনড্রাইভ ঢুকানোর সাথে সাথে ভাইরাস চালু হয়ে যায়। এ সমস্যা দূর করার(অটোপ্লে বন্ধ করার) নিয়ম নিচে দেয়া হলঃ-
* প্রথমে উইন্ডোজের স্টার্ট বাটন টিপে Run-এ যান এবং টাইপ করুনঃ gpedit.msc এবার ok দিন।
* এবার Group Policy -এর উইন্ডোজ আসবে।
* Group Policy -এর ডান/বাম পেন্ (ডানে এক ক্লিক আর বামে হলে দুই ক্লিক) থেকে নির্বাচন করুন যথাক্রমেঃ Local Computer Policy > Computer Configuration > Administrative Templates > System
* এবার ডান পেনে Setting-এর নিচ থেকে ৬ নং Option-টিতে(Trun off Autoplay) ডাবল ক্লিক করুন।
* এবার Trun off Autoplay Properties আসবে।
* Trun off Autoplay Properties-এ Enable রেডিও বাটন সিলেক্ট করুন এবং নিচে Turn off Autoplay on: মেনু থেকে All drives সিলেক্ট করে, ok দিন।
* Group Policy- থেকে বের হয়ে কম্পিউটার Restart দিন।
ব্যাস হয়ে গেল। এখন আর কোন ড্রাইভ Autoplay করবে না। সুতরাং, পেনড্রাইভ ঢুকালে ভাইরাস চালু হবে না। এখন আপনার প্রয়োজন মত Explore করে পেনড্রাইভের ভাইরাস নিজেই ডিলিট করুন এবং ভাইরাস মুক্ত থাকুন।
No comments:
Post a Comment