
। FunPhotor সফটওয়্যারটি মোট তিনটি ধাপে ছবির কাজ সম্পন্ন করে। প্রথমে আপনি যখন সফটওয়্যারটি খুলবেন তখন ১,২,৩,৪ চারটি লেখা দেখতে পারবেন। প্রথমে আপনাকে ১ এ ক্লিক করতে হবে। তারপর ঐ খান থেকে আপনাকে একটি ছবি সিলেক্ট করতে হবে। তারপর ok ক্লিক করতে হবে। তারপর ২ এ ক্লিক করতে হবে open বাটনে ক্লিক করে একটি ছবি সিলেক্ট করতে হবে। তারপর ok ক্লিক করতে হবে। তারপর ৩ এ ক্লিক করতে হবে। ঐ খানে আপনি একটি মেয়ের চেহারার কয়েকটি বাটন দেখতে পারবেন ঐ বাটন গুলোর মধ্যে ক্লিক করে আপনি ছবির অ্যাঙ্গেল, ছবি বড় ছোট এর অবস্থান ইত্যাদি ঠিক করতে পারবেন। তাহলে আর দেরী কেন একবার ব্যবহার করেই দেখুন না কেমন লাগে।
DOWNLOAD LINK : FUNPHOTOR


No comments:
Post a Comment