ফুজিৎসু ব্র্যান্ডের এমএইচ৩৮০ মডেলের নতুন ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এতে রয়েছে ইন্টেল এটম এন৪৭৫ মডেলের ১ দশমিক ৮৬ গিগাহার্টজ প্রসেসর, ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ১০ দশমিক ১ ইঞ্চি পর্দা, বিল্ট-ইন ওয়েবক্যাম এবং কার্ড রিডার, ভিজিএ পোর্ট, মাল্টি জেসচার টাচ প্যাড, বায়োস লক, এন্টি থেফট্ লক ইত্যাদি সুবিধা। ১ দশমিক ২৭ কেজি ওজনের ল্যাপটপটির দাম ৫২ হাজার টাকা।
No comments:
Post a Comment