আসুসের পি৫জি৪১টি-এম এলএক্স মডেলের নতুন মাদারবোর্ড বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। মাদারবোর্ডটি ইন্টেল এলজিএ৭৭৫ সকেটের কোর২কোয়াড, কোর২এক্সট্রিম, কোর২ডুও ডিডিআর৩ মেমোরি সমর্থন করে।
এতে রয়েছে আসুস অ্যান্টি-সার্জ, টার্বো কি, এক্সপ্রেস গেট, ইন্টেল জিএমএ এক্স৪৫০০ চিপসেটের ১ গিগাবাইট ভিডিও মেমোরি, দাম চার হাজার ৪০০ টাকা
No comments:
Post a Comment