নতুন ল্যাপটপ বাজারে
ফুজিৎসুর এমএইচ৩৩০ মডেলের ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। কার্বন ব্ল্যাক ও রেড কালারের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল ১.৬৬ গিগা হাটর্জ প্রসেসর, ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক ও এক গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, জেনুইন উইন্ডোজ ৭ সংস্করণ, ১০.১ ইঞ্চি এলইডি পর্দা, বিল্ট-ইন ওয়েবক্যাম, ব্লু-টুথ ২.১, ল্যান, ওয়াইফাই, কার্ড রিডার ইত্যাদি। ১.২ কেজি ওজনের এই ল্যাপটপের দাম ৩১ হাজার ৫০০ টাকা
No comments:
Post a Comment