Friday, September 17, 2010
ইন্টারনেট-টেলিভিশন তৈরি করেছে তোশিবা
ইন্টারনেট ব্যবহারে সক্ষম হাইডেফিনেশন (এইচডি) টেলিভিশন তৈরি করেছে তোশিবা। টেলিভিশনটিতে ইয়াহু ব্রাউজার সংযুক্ত করা হয়েছে, যা দিয়ে টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান দেখার পাশাপাশি সরাসরি ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। তোশিবা যুক্তরাষ্ট্রের বিপণন বিভাগের প্রধান রন স্মিথ বলেছেন, 'আমরা ক্রেতাদের ইন্টারনেটের নানা তথ্য টিভি পর্দায় উপভোগ করানোর জন্যই নতুন এই হাইডেফিনেশন টিভি তৈরি করেছি। নতুন এই টিভিতে থাকছে ফেইসবুক ও টুইটার অ্যাকাউন্ট হালনাগাদ করার সুবিধা। একই সঙ্গে ইবে সাইট থেকে কেনাকাটাও করা যাবে নতুন এই টেলিভিশনের মাধ্যমে। গুগল টিভি এবং অ্যাপল টিভির সঙ্গে প্রতিযোগিতা করতেই 'কানেক্টেড টিভি' সফটওয়্যার-সংবলিত এই ফ্ল্যাট স্ক্রিনের হাইডেফিনেশন টেলিভিশন তৈরি করেছে তোশিবা ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment