Saturday, October 23, 2010

 আসছে ম্যাকের নতুন অপারেটিং সিস্টেম

বাজারে আসছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম। আগামীকাল ম্যাক ওএসএক্স ১০.৭ নামের এ সংস্করণটি বাজারে আসছে। নতুন এ সংস্করণটি সিংহের ছবি আর ‘ব্যাক টু ম্যাক’ স্লোগান নিয়ে বাজারে আসছে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। এর আগে ম্যাকের ওএসের সংস্করণগুলোর নাম চিতা, প্যানথার, টাইগার, স্নো লেপার্ডের নাম হলে এবারই প্রথম নতুন সংস্করণটির নাম হবে লায়ন। নতুন অপারেটিং সিস্টেমের পাশাপাশি অ্যাপল ম্যাকের জনপ্রিয় নতুন ল্যাপটপ ম্যাকবুক এয়ার ছাড়ার ঘোষণাও দেওয়া হবে। নতুন ম্যাকবুক এয়ারে যুক্ত হবে আইলাইফ, আইওয়ার্ক, মিডিয়া সুইট, আইফোটোর মতো সেরা সব সফটওয়্যারের নতুন বৈশিষ্ট্যযুক্ত সংস্করণ।
নতুন সংস্করণটি আগামী বছরের শুরুতে সারা বিশ্বে অ্যাপলের নিজস্ব শোরুমে পাওয়া যাবে। এর পাশাপাশি অ্যাপল আগামী জুনে সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে নতুন সব অ্যাপলপণ্যের বিস্তারিত জানানো হবে। ক্রিয়েটিভ স্ট্রেটেডি নামক একটি প্রতিষ্ঠানের প্রধান গবেষক টিম বাজারিন বলেন, অ্যাপল নতুনভাবে গ্রাহকদের সেবা দিতে নতুন অপারেটিং সিস্টেমে যুক্ত করছে নানা ধরনের নতুন বৈশিষ্ট্য। কম্পিউটারের পাশাপাশি অ্যাপলের স্পর্শকাতর আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের ক্ষেত্রে এসব সুবিধা যুক্ত হচ্ছে। গ্রাহকদের কাছাকাছি যেতে অ্যাপলের এমন উদ্যোগ অপারেটিং সিস্টেমের বাজারকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে মনে করছেন বিশেষজ্ঞরা।

No comments: