Saturday, October 23, 2010

আদিবাসীদের জন্য বাংলা ব্লগ

‘আদিবাসীরাও তথ্যপ্রযুক্তিতে অবদান রাখবে’—এমন স্লোগানে ২ অক্টোবর ‘আদিবাসী অনলাইন কমিউনিটি অব বাংলাদেশ’ নামে ইন্টারনেটে আদিবাসীদের বাংলা ব্লগসাইট চালু করা হয়েছে। রাজশাহী মহানগরের মহিষ বাথান এলাকার কারিতাস মিলনায়তনে এর উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান।
ইউনির্ভাসিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) রাজশাহী শাখার কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সমর মাইকেল সরেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইটিএসের সমন্বয়ক আরমান আলী, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক এম মনসুর রহমান, ইউআইটিএসের বিজ্ঞান অনুষদের উপদেষ্টা শরিফুল ইসলাম, রেড ক্রিসেন্ট রাজশাহী অঞ্চলের সভাপতি আরমান পারভেজসহ অনেকে।
অনুষ্ঠানে আদিবাসী অনলাইন কমিউনিটি অব বাংলাদেশ-এর লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ব্লগটির প্রধান নেটওয়ার্কার শাহ নেওয়াজ, ব্লগের উদ্যোক্তা যোসেফ সরেন, ব্লগটির উপদেষ্টা আরক তপ্প, জ্যেষ্ঠ কর্মকর্তা পরিমল আইন্ডসহ অনেকে।
বক্তারা বলেন, এ দেশের আদিবাসী শিক্ষার্থীসহ দেশি-বিদেশি সব আদিবাসীকে তথ্যপ্রযুক্তিতে আগ্রহী করে তোলার মাধ্যমে জ্ঞানার্জন ব্লগসাইটটির উদ্দেশ্য।আদিবাসীদের মধ্যে সামাজিক বন্ধন শক্তিশালী করা, তাদের নিজস্ব ঐতিহ্য-সংস্কৃতি বিশ্বের দরবারে তুলে ধরাসহ আদিবাসীদের বিভিন্ন অধিকার আদায়ে এ ব্লগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাঁরা মনে করেন। এই সাইটে আদিবাসীদের জন্য ও তাঁদের নিয়ে নানারকম ব্লগ লেখা যাবে, সেসবে মন্তব্যও করা যাবে। সাইটটির ঠিকানা: www.w4study.com

No comments: