Saturday, October 23, 2010

উন্নয়নশীল দেশের জন্য ট্যাবলেট কম্পিউটার

প্রত্যেক শিশুর জন্য একটি ল্যাপটপ (ওএলপিসি) প্রকল্পের আওতায় উন্নয়নশীল দেশের জন্য বিশেষ ট্যাবলেট কম্পিউটার তৈরি করা হচ্ছে। ২০১২ সালের মধ্যে এসব ট্যাবলেট পিসি পাওয়া যাবে বলে জানা গেছে। ওএলপিসির পৃষ্ঠপোষক কম্পিউটার পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান মারভেল অনুদান দিয়েছে।
আগামী বছরের শুরুতে প্রথমবারের মতো বিশেষ এ ট্যাবলেট পিসি উন্মুক্ত করা হবে। এক্সও-৩ নামের এ ট্যাবলেট পিসিটি ওএলপিসির তৈরি তৃতীয় যন্ত্র। এর আগে এক্সও-১ এবং এক্সও-২ নামের বিশেষ কম্পিউটার তৈরি করেছে সংস্থাটি।
শুরুতে সংস্থাটি ১০০ ডলারের বিশেষ ল্যাপটপ বাজারে ছেড়েছিল, যা উন্নয়নশীল দেশের জন্য, বিশেষ করে, শিক্ষার্থী ও শিশুদের জন্য বেশ উপকারী ছিল। তবে প্রথমবারে ১০০ ডলার মূল্য হলেও বিভিন্ন দেশে ল্যাপটপটি কেনার ক্ষেত্রে মূল্য অনেক বেশি পড়েছিল। প্রথম পিসিটি সারা বিশ্বের ১৪ লাখ কপি বিক্রি করা হয়েছিল। তবে নতুনভাবে বিশেষ ধরনের এ ট্যাবলেট পিসিটির দাম কেমন হবে, তা এখনো জানা যায়নি।
উন্নয়নশীল দেশের জন্য বিশেষ মূল্যে এসব পিসি দেওয়াটাই এখন ওএলপিসির বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

No comments: