Saturday, October 23, 2010

সাইবার অপরাধ সবচেয়ে বেশি হয় ভারতে

সাইবার অপরাধের এখন সবচেয়ে বেশি শিকার হচ্ছে ভারতীয়রাই। ভারতে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে তিন-চতুর্থাংশই কোনো না কোনোভাবে সাইবার অপরাধের শিকার হচ্ছে।
কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইম্যানটেক পরিচালিত ‘নরটন সাইবার ক্রাইম রিপোর্ট, দ্য হিউম্যান ইমপ্যাক্ট’ শীর্ষক এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। তাতে বলা হয়েছে, কম্পিউটার ভাইরাস, অনলাইন ক্রেডিট কার্ড জালিয়াতি বা পরিচয় চুরি ইত্যাদি পথে সাইবার অপরাধ তার জাল বিস্তার করেছে ভারতজুড়ে। সমীক্ষায় বলা হয়েছে, পৃথিবীতে ৬৫ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীই আজ সাইবার অপরাধের শিকার। আর ভারতে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এর শিকার হচ্ছে ৭৬ শতাংশ। সিমানটেকের আধিকারিক গৌরব কানওয়াল বলেছেন, নতুন নতুন ছকে সাধারণ মানুষকে আক্রমণ করার পদ্ধতি তৈরি হয়েছে সাইবার ক্রাইমে। আর ভারতীয়রা এই আক্রমণের শিকার হচ্ছে বেশি। সমীক্ষায় আরও বলা হয়েছে, এই আক্রমণ থেকে পরিত্রাণ পেতে কার কাছে সাহায্য মিলবে, তা অনেকেই জানেন না। চলে যাচ্ছেন তাঁরা ব্যাংক বা পুলিশের কাছে। সমীক্ষায় বলা হয়েছে, এই সাইবার অপরাধের জন্য ভারতের ৫৮ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী ক্ষুব্ধ। ৫১ শতাংশ মনে করে, তাদের ঠকানো হচ্ছে। এই কারণে ৪৬ শতাংশ মানুষ দারুণ হতাশ। আর ৫৭ শতাংশ মানুষ মনে করে, অপরাধীদের আইনের কাঠগড়ায় তোলা অসম্ভব। কারণ, পুলিশ বা প্রশাসন সাইবার অপরাধ দমনে উদাসীন। ভারতে সাইবার অপরাধ মোকাবিলা করা কঠিন কাজ হিসেবে দাঁড়িয়েছে। তবে ইদানীং এই লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও ভারতে একটি সাইবার অপরাধ সমাধানের জন্য যেখানে গড়ে ৪৪ দিন লাগে, সেখানে অন্যান্য দেশে এই মামলা নিষ্পত্তিতে সময় লাগে গড়ে ২৮ দিন মাত্র।

No comments: