উপরের ছবিটা দেখুন। এই ধরনের একটা ইফেক্ট দেয়া টেক্সট আমরা সহজেই ফটোশপে বানাতে পারি। চলুন দেখা যাক সেটা কিভাবে .....
১. প্রথমেই একটা 300×500 pixels এর একটা ডকুমেন্ট খুলুন। ব্যাকগ্রাউন্ড কালার হবে #1a142c
২. এবার নতুন একটা লেয়ার নিন, তারপর Elliptical Marquee Tool এর সাহায্যে একটা সিলেকশন তৈরী করুন এবং রংটা পরিবর্তন করে দিন #6d56b2 হিসেবে।
৩. এবার Ctrl+D চেপে সিলেকশন দূর করুন, তারপর Filter > Blur > Gaussian Blur এ আসুন এবং নিচের মত সেটিংস পরিবর্তন করুন..
৪. layer opacity টা 70% করে দিন, তাহলে ছবিটা নিচের মত দেখাবে
৫. এখন Horizontal Type Tool ব্যবহার করে পছন্দমত ফন্ট ব্যবহার করে ‘p’ লিখুন
৬. এবার Blending Options ব্যবহার করে নিচের মত করে সেটিংস পরিবর্তন করুন
• Drop Shadow
• Outer Glow
• Gradient Overlay
• Stroke
তাহলে ফলাফলটা নিচের ছবির মত দেখাবে
৭. এবার লেয়ার প্যালেটে লেয়ারের উপর right-click করে লেয়ার স্টাইল সিলেক্ট করুন (Copy Layer Style)
৮. এবার নতুন একটা লেয়ারে ‘p’ এর মত করে ‘h’ লিখুন।
৯. এবার ঐ লেয়ারে right-click করে Paste Layer Style করে দিন।
১০. একইভাবে আপনি পুরো টেক্সট এর কাজটা করুন নিচের মত
১১. এবার Custom Shape Tool ব্যবহার করে আপনি একটা পছন্দমত Shape নির্বাচন করুন
এবং সেটা ব্যাকগ্রাউন্ডে সেট করুন
১২. এবার opacity 0% এবং Stroke layer style নিচের মত সেট করুন
তাহলে ফলাফলটা হবে নিচের মত
১৩. এভাবে আরও কিছু Shape যোগ করুন আর আউটপুট দেখুন