Saturday, August 28, 2010

LOGO তৈরী করুন খুব সহজে

আমরা সকলেই জানি যে, প্রতিটি কাজেই আমাদের লগো বা মনোগ্রাম এর প্রয়োজন হয়। কিন্তু এই লগো তৈরী করা খবই কঠিন এবং কষ্টসাধ্য কাজ। কিন্তু এখানে আপনাদেরকে এমন একটা সফটওয়্যারের লিংক দেওয়া হল যা ব্যবহার করে খুব সহজে এবং মাত্র কয়েক মিনিটে সুন্দর লগো তৈরী করতে পারবেন। যারা আউটসোর্সিংয়ের কাজ করেন তাদের জন্য এটা বেশী কাজে লাগবে বলে আমি মনে করি।সফটওয়্যারটি ডাউনলোড করুন। তবে মনে রাখবেন এটি ডেমো ভার্শন তাই প্রজেক্ট সেভ করতে পারবেন না। তবে একটু বুদ্ধি খাটালে প্রজেক্ট সেভ করতে পারবেন। লগো তৈরী শেষে স্ক্রিনের উপরের ডান পাশে ক্রস চিহ্নে ক্লিক করুন। Yes/No আসবে, Yes ক্লিক করুন প্রয়োজনীয় ডিরেক্টরী সিলেক্ট করে সেভ করুন।

DOWNLOAD LINK: LOGO

No comments: