Tuesday, August 31, 2010

ফটোশপ দিয়ে চলন্ত গাড়ির ইফেক্ট

নিচের ছবিটি দেখুন। কি মনে হচ্ছে? নিশ্চই খুব বেগে চলন্ত একটা গাড়ি? আসলে তা না। এটা ফটোশপে তৈরি করা। কিভাবে এটি তৈরি করা যায় তা আমি দেখাব।

alt

এই ইমেজটি তৈরি করতে আপনার লাগবে যে কোন একটি কারের সামনের দিক থেকে তোলা ছবি আর একটি রাস্তাসহ আকাশওয়ালা শহরের ছবি। গুগল করলে অনেক পাবেন।

আমি কারের ছবি ব্যবহার করলাম এটি

alt

আর রাস্তার ছবি ব্যবহার করলাম এটি

alt

তারপর কারের ছবিটি থেকে শুধু কারের অংশটুকু লোসো টুলের সাহায্যে ব্লক করে নিন তারপর রাস্তার ছবির উপর কপি করে পেষ্ট করুন।

alt

তারপর কিবোর্ড থেকে Ctrl+T চাপুন। কারটি সিলেক্ট হয়ে যাবে। তারপর কারটিকে নির্দিষ্ট স্থানে বসিয়ে Enter চাপুন।

alt

আচ্ছা আপনার নীল রঙ এর কারটিকে ভাল লাগছে? আমার মোটেও ভাল লাগছে না। তাই আমি কারটির কালার চেইঞ্জ করে নিলাম। আপনারা চাইলে Image > Adjustments > Hue/Saturation চাপুন অথবা কিবোর্ড থেকে Ctrl+U চাপুন।

alt

এখান থেকে কালার চেইঞ্জ করতে পারেন। তবে Colorize এ টিক চিহ্ন দিয়ে দিবেন

দেখুন তো লাল কারটি কেমন লাগছে

alt

এরপর লেয়ার কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+J চাপুন। তারপর Filter > Blur > Radial Blur এ গিয়ে নিচের মত করে মান বসান। এখানে একটা লক্ষনীয় বিষয় যে আপনার লেয়ার যেন গাড়িটি সক্রিয় থাকে। তা দেখার জন্য কিবোর্ড থেকে F7 চাপুন।

alt

তারপর লেয়ার প্যালেটে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আবার Filter > Blur > Radial Blur এ যান এবং নিচের মত করে মান দিন।

alt

দেখুন তো………..

alt

তারপর লেয়ার কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+J চাপুন এরপর Filter > Blur >Gaussian Blur এ যান এখানে চিত্রের মত করে মান বসান।

alt

আপনি ইচ্ছা করলে Polygonal Lasso Tool এর সাহায্যে অপ্রয়োজনীয় অংশ কাটসাট করে সুন্দর ভাবে এটি তৈরি করতে পারেন।

ফাইনাল ইমেজ এমন হবে

alt

No comments: