অ্যাপলের নতুন ম্যাকবুক
অ্যাপলের নতুন সাদা ম্যাকবুক বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এতে রয়েছে ২.৪ গিগাহার্টজ গতির ইন্টেল কোর টু ডুয়ো প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ২৫০ গিগাবাইট হার্ড ড্রাইভ, ৮এক্স ডাবল লেয়ার সুপার ড্রাইভ, ওয়েবক্যাম, এনভিডিয়া জি-ফোর্স ৩২০এম গ্রাফিক্স কার্ড ইত্যাদি। দুটি অপারেটিং সিস্টেম সমর্থিত ১৩.৩ ইঞ্চি পর্দার ম্যাকবুকটির দাম ৯০ হাজার টাকা।
No comments:
Post a Comment