কম্পিউটার কেনার সময় এর ড্রাইভার সিডি সাধারনত ক্রেতাকে দেওয়া হয়। পরবর্তীতে কখনো উইন্ডোজ ফরম্যাট করলে তখন এই ড্রাইভার সিডি প্রয়োজন হয়। সমস্যটা তখনই হয় যদি বিক্রেতা সিডিটা আপনাকে না দেয় অথবা আপনি সিডিটা হারিয়ে ফেললে। এই সব ক্ষেত্রে মাথা খারাপ হয়ে যাবার যোগার হয়, সঠিক ড্রাইভার খুঁজে বের করতে গিয়ে। আপনাদেরকে ছোট একটা ইউটিলিটি সফটওয়্যারের কথা বলব যা ব্যবহার করে আপনি এই ধরনের ঝামেলার থেকে মুক্তি পেতে পারেন। সফটওয়্যারটির নাম 3DP Chip। এটির ব্যবহার খুবই সহজ। চালু করলেই আপনার পিসির সব ডিভাইসগুলোর নাম দেখাবে। নামের পাশে Driver লেখা একটা বাটন আছে। এই বাটনে ক্লিক করলেই আপনি ড্রাইভার ডাউনলোডের লিংক পেয়ে যাবেন। যদি একই ধরনের একাধিক ডিভাইস থাকে তাহলে Extra লেখা একটা বাটন দেখতে পাবেন যেখানে ক্লি করলে অন্য ডিভাইসটির নাম দেখতে পাবেন। আপনার হার্ডওয়্যারটির জন্য ড্রাইভার পাওয়া না গেলে বা অন্য কোন সমস্যার জন্য Q & A বাটনে ক্লিক করে আপনার মেসেজ পাঠাতে পরবেন সফটওয়্যারটির নির্মাতাকে। এটি একটি ফ্রিওয়্যার এবং পোর্টেবল সফটওয়্যার। ডাউনলোড করুন
DOWNLOAD LINK : 3DP CHIP
No comments:
Post a Comment