Sunday, August 29, 2010

আপনার ফায়ারফক্স ব্রাউজার খুলবে ৫গুন দ্রূত!

আমি ফায়ারফক্সের পুরান ফ্যান। এর ব্রাউজিং স্পিড, কাস্টোমাইজিবিলিটি আর সিকিউরিটি নিয়ে ১০০ ভাগ সন্তুষ্ট থাকলেও অভিযোগ ছিল কেবল একটাই - অন্যান্য ওয়েব ব্রাউজার যেমন গুগল ক্রোম, অপেরা, সাফারির তুলনায় ফায়ারফক্স খুলতে তুলনামূলক অনেক বেশী সময় নেয়। এই সমস্যার সমাধানে দারুন কার্যকর একটি ইউটিলিটি ফায়ারফক্স প্রিলোডার। মাত্র ৮৪০কেবি সাইজের এই সফটওয়্যারটি আপনার ফায়ারফক্স এর স্টার্টআপ টাইমকে কমিয়ে দিবে নাটকীয়ভাবে। আগে আমার পিসিতে ফায়ারফক্স খুলতে সময় নিত ২০সেকেন্ড, আর এখন? -মাত্র ৪সেকেন্ড! Firefox Preloader ডাউনলোড করুন


DOWNLOAD LINK : FIREFOX PRELOADER

No comments: