আমাদের অনেকেরই একাধিক মেইল আইডি আছে। এগুলো চেক করার জন্য আমরা বার বার সাইন ইন এবং সাইন আউট করি। ধরুন, আপনার ৫টি ইয়াহু আইডি আছে। এক্ষেত্রে আপনি ৫ বার সাইন ইন এবং ৫ বার সাইন আউট করে থাকেন। এই ঝামেলা হতে মুক্তি দিতে পারে মজিলা ফায়ারফক্সের WebMail Notifier। এই এডঅনটি আপনার মেইল সম্পর্কে নোটিফিকেশনও করবে। এই লিংক হতে এডঅনটি ইনস্টল করুন। এড করার পর আপনার মজিলা ফায়ারফক্সের ডানপাশে একেবারে নিচে নোটিফায়ারটি দেখতে পাবেন। নোটিফায়ারটির প্রেফারেন্সেস অপশন হতে আপনার আইডিগুলো এড করে নিন।
আর যেসকল আইডি এড করতে পারবেন তা নিচের চিত্র হতে দেখে নিন।
No comments:
Post a Comment