Autorun Virus Remover এর কাজ কি তা নাম দেখেই নিশ্চয় বুঝতে পেরেছেন। এটি লাইটওয়েট এন্টিভাইরাস যা আপনার পিসিকে স্লো করবে না। তবে এটাকেই আপনার পিসির একমাত্র এন্টিভাইরাস করবেন না বরঞ্চ অন্যান্য এন্টিভাইরাসের সহায়ক হিসেবেই এটি কাজ করবে। প্রথমে সফটওয়্যারটি ডাউলোড করুন। তারপর রার ফাইলটিকে extract করে নিয়ে ইনস্টল করুন এভাবে:- Next -> I accept the agreement এ ক্লিক করুন আবার Next -> Next -> Create a desktop icon এ ক্লিক করুন Next -> Finish। সফটওয়্যারটি বন্ধ করে পুনরায় চালু করুন। এবং নাম এবং সিরিয়াল বসিয়ে ফুল ভার্সন করে নিন :)। তারপর Start Scan।
DOWNLOAD LINK: AUTORUN
No comments:
Post a Comment