Firefox এ একটি ছোট্ট Add-On ইন্স্টল করে আপনি Facebook এ আপনার অথবা আপনার বন্ধুদের আপলোড করা Photo Album পুরোটি নামিয়ে নিতে পারেন মাত্র এক ক্লিকে। এড-অনটির নাম FacePAD। এজন্য প্রথমে Add-Onটি ডাউনলোড ও ইন্স্টল করুন এই লিংক থেকে। Firefox এ Tools মেনু থেকে Add-Ons সিলেক্ট করুন। FacePAD এর Options এ ক্লিক করে English ল্যাংগুয়েজ সিলেক্ট করুন।
এবার Firefox বন্ধ করে আবার চালু করুন। Facebookএ ঢুকে যে টি ডাউনলোড করতে চান সেটির লিংক এ রাইট ক্লিক করে Download Album With FacePAD সিলেক্ট করুন। এভাবে যেকোন Album ডাউনলোড করতে পারবেন।
No comments:
Post a Comment