Saturday, August 28, 2010

আপনার ডেস্কটপ আইকনগুলো Fences দিয়ে সুন্দরভাবে সাজান

আপনার ডেস্কটপে যদি অনেক আইকন থাকে তাহলে ওগুলোকে সাজিয়ে রাখার জন্য Fences। ছবিতে কালো কালো প্রত্যেকটি জায়াগাগুলোকে ফেন্স বলা হয়। আপনি এই সফটওয়ারটি ডাউনলোড ও ইন্সটল করার পর আপনার কম্পিউটার রিবুট করুন তারপর এটি আপনার ফেন্স (s) তৈরি করার জন্য একটি গাইড দেখাবে, আপনি ইচ্ছে করলে ওটা ফলো করতে পারেন না হলে আপনি নিজেই তৈরি করতে পারেন।
একটি ফেন্স তৈরি করতে আপনার মাউসের রাইট বাটনটি চেপে ধরে ডেস্কটপের যে জায়গায় এটি তৈরি করবেন সে জায়গাটুকু ড্র্যাগ করে হাইলাইট করেন, তারপরে এই অপশনটি আসবে, "Create a new fence here" , ক্লিক করুন তারপরে ছবির মত একটি কাল জায়গা হবে, এখন এটির কোনা গুলো লেফট মাউস বাটন দিয়ে টেনে রিসাইজ করতে পারেন, উপরে টাইটেল বারে (গারো কালো জায়াগাগুলো) রাইট ক্লিক করে "Rename fence" থেকে ফেন্সের নামটি বদলাতে পারেন (চিত্রের মত, দেখুনঃ আমি যা করেছি Gadgets, Microsoft Office, Windows Live") । অবশেষে আপনার আয়কনগুলো ডেস্কটপে এনে ড্র্যাগ করে ফেন্সগুলোর মধ্যে ড্রপ করুন, এবার দেখুন, কত সুন্দর লাগছে, আপনি ইচ্ছে করলে এই পদ্ধতিতে একের অধিক ফেন্স বানাতে পারেন, ঠিক উপরের ছবির মত সাজিয়ে তুলতে পারেন, যেমনটা আমি করেছি।

এটির আরেকটি ফিচার আছে, Auto Hide/Quick Hide : আপনি যদি আপনার ডেস্কটপের একটি খালি জায়গা ডাবল ক্লিক করেন, তাহলে আপনার সব আইকনগুলো চলে যাবে, আবার ডাবল ক্লিক করলে ফিরে আসবে, এটি কাজে আসতে পারে যখন আপনি অনেকগুলো উইন্ডো নিয়ে কাজ করছেন।
তবে আপনার এটি ভাল না লাগলে অপশনে গিয়ে বন্ধ করে দিতে পারেন, সহজ ভাবে ওখানে যাওয়ার জন্য একটি ফেন্সের টাইটেল বারে রাইট ক্লিক করে Configure fences সিলেক্ট করুন তারপর একটি মেনু ওপেন হবে, ওখানে একটি অপশন আছে Enable Autohide/Quick hide অথবা Disable Autohide/Quick hide (অথবা অন্য কিছু), ঠিকঠাক মত টিক চিহ্ন উঠান/নামান তারপর হয়ে গেল। এখানে আরো অনেক অপশন আছে, যেমন কালার সিলেক্ট করা, transparency ইত্যাদি।
এটি একটি ফ্রিওয়্যার, উইন্ডোজ Xp, Vista ও 7 এ চলবে, ডাউনলোড করুন
http://www.stardock.com/products/fences/ থেকে।

No comments: