Sunday, October 31, 2010
New Windows 7 Activator
For Non Activated Windows 7 Users, Do The Following.
First
-Run The "7Loader Release 5.exe" file Click Select Task
-Here You Can Either Choose To Let Your PC Have The Name Of A Brand.
-Select The "Please Select" Dropdown Windows and Choose Any Brand Name That You Want Your Computer To Show.. Example : Acer,Dell,alienware Biostar ECT.
-Then Click "Activate slic Present" And Wait (Be Patient While It Works) Then another Window Will Pop Up .. Just Choose anything.
-Afterward Click "Install information 32bit" Or "Install information 64Bit" Depending On Your Operating System.
-Now Hit The "Hazar Option 2" Button ... Wait Till Finished Then restart Your Pc.
-For Those Who Just Want a Straight Forward Activation Just Run "None slic Option 1" Followed By "Hazar Option 2" Then Reboot.
-After Doing This Upon Reboot.. Go To "My Computer" Properties You Will Then See Windows Is Activated...........Or Just Run The Loader And Choose Status.
Finally
-Run The "RemoveWAT.exe" file And Choose Remove Wat...... Wait Let It Work,,, When Completed All Is Well.....
Whats Fixed?
2.1
fixed tampered binary and /s switch problems, and fixed optional updates and genuine status and fixed watermark
2.0
Fixed evaluation isos shutdown
1.9
new patching mechanism does not interfere with updates
Download software
Saturday, October 30, 2010
এসারেরও ট্যাবলেট আসছে
আগামী মাসেই বাজারে আসছে এসারের ট্যাবলেট কম্পিউটার। এসারের প্রধান নির্বাহী জিয়ানফ্র্যাঙ্কো ল্যান্সি বুধবার এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের বাজারে এসারের ট্যাবলেট কম্পিউটার বিক্রি শুরু হবে এবং দাম পড়বে ২৯৯ থেকে ৬৯৯ ডলার।
Wednesday, October 27, 2010
এফোরটেক স্টেরিও স্পিকার
গেল্গাবাল ব্র্যান্ড বাংলাদেশে এনেছে এফোরটেক ব্র্যান্ডের এএস-৩১৬ মডেলের স্টেরিও স্পিকার। ২.১ চ্যানেলের এই স্পিকারটিতে রয়েছে ১৫ ওয়াটের সাবউফার, ৫ ওয়াটের ২টি স্যাটেলাইট স্পিকার, শ্রুতিমধুর শব্দ উপভোগে রয়েছে ১০% টিএইচডি, ২০ থেকে ১৮ কিলোহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেসপন্স প্রভৃতি।
দাম ২ হাজার ১০০ টাকা।
Tuesday, October 26, 2010
জিমেইলে টেঙ্টের সঙ্গে ছবি যুক্ত করা
জিমেইলে ঝবঃঃরহমং পরিবর্তন করে মেইলের টেঙ্টের সঙ্গেই ছবি সংযুক্ত করা যায়। এ জন্য প্রথমে জিমেইল অ্যাকাউন্টে লগ-ইন করে ঝবঃঃরহমং থেকে খধনং অপশনে ক্লিক করুন। এখান থেকে Inserting Images Ackb Enable করুন এবং Settings সেভ করে বের হয়ে আসুুন। এবার কম্পোজ বঙ্ েInserting Images অপশনের আইকনে ক্লিক করে পছন্দের কোনো ছবি বা ছবির ওয়েবলিংক লেখার মাঝখানে যোগ করতে পারবেন।
লজিটেক ইউএসবি কিবোর্ড
লজিটেক ব্র্যান্ডে ইউএসবি পোর্টসংবলিত কে১২০ মডেলের কিবোর্ড বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এটি ১০০০ডিপিআই অপটিক্যাল ট্র্যাকিং সম্পন্ন যা দিয়ে খুব সহজেই এবং দ্রুতগতিতে কার্সর নিয়ন্ত্রণ করা যায়। এই কিবার্ডটি স্পিল-রেজিসটেন্ট গুণসম্পন্ন হওয়ায় এটি পানিরোধী। কম্পিউটার সোর্স লজিটেক ব্র্যান্ডের সব মডেলের কিবোর্ডে দিচ্ছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। দাম ৬০০ টাকা।
ফেসবুকে কেউ বিরক্ত করলে...
কেউ যদি ফেসবুকে আপনাকে বিরক্ত করে যেমন উল্টাপাল্টা বার্তা দেয়, বারবার Add Request পাঠায় তাহলে আপনি তাকে ব্লক করে দিতে পারেন। ব্লক করে দিলে সে আর আপনাকে খুঁজে পাবে না। কাউকে ব্লক করতে হলে Account থেকে Privacy Settings-এ ক্লিক করুন। এখন একেবারে নিচে Block Lists-এর নিচে Edit your list-এ ক্লিক করুন। নতুন পৃষ্ঠা এলে Name বা Email বক্সে কারও নাম বা ই-মেইল ঠিকানা লিখে Block This User-এ ক্লিক করে তাকে ব্লক করে দিতে পারেন। একইভাবে আবার Unblock-এ ক্লিক করে তাকে আনব্লকও করতে পারেন।
ফেসবুকে আপনি কার কার কাছে Add Request পাঠিয়েছেন তা দেখার জন্য ওপরে ডান পাশে Account থেকে Edit Friends-এ ক্লিক করুন। এখন বাম পাশ থেকে List-এর নিচে Friends-এ ক্লিক করুন। আপনার বর্তমান বন্ধু এবং যাদের কাছে Add Request পাঠিয়েছেন, তাদের সবার নাম আসবে। যাদের কাছে Friend Request পাঠিয়েছেন, তাদের নামের নিচে Friend Request Pending লেখা থাকবে। কোনো বন্ধুকে ডিলিট করতে চাইলে অথবা যাকে Friend Request পাঠিয়েছেন, সেই Friend Requestটি বাতিল করতে চাইলে তার নামের ডান পাশে ক্রস চিহ্নতে ক্লিক করুন। অথবা তাকে ব্লক করে আবার Remove করে দেন। দেখবেন আপনার Friend Requestটি বাতিল হয়ে গেছে।
ফেসবুকের একটা বিরক্তিকর জিনিস হলো কেউ যদি আপনার কাছে Add Request পাঠায়, message দেয় বা আপনার wall-এ কিছু লিখে বা আপনার কোনো লেখা বা ছবিতে Comments করে তাহলে তা আবার ই-মেইলের মাধ্যমে আপনাকে জানানো হয়। এতে দেখা যায় প্রতিদিন ফেসবুক থেকে অসংখ্য ই-মেইল আসে যা খুবই বিরক্তিকর। এটি থেকে মুক্তি পেতে হলে প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Account Settings-এ ক্লিক করুন। নতুন যে পেজটি আসবে সেটি থেকে Notifications-এ ক্লিক করুন। এখন ডান পাশ থেকে সবগুলো ঠিক চিহ্ন তুলে দিয়ে Save Changes-এ ক্লিক করুন।
ফেসবুকে আপনি কার কার কাছে Add Request পাঠিয়েছেন তা দেখার জন্য ওপরে ডান পাশে Account থেকে Edit Friends-এ ক্লিক করুন। এখন বাম পাশ থেকে List-এর নিচে Friends-এ ক্লিক করুন। আপনার বর্তমান বন্ধু এবং যাদের কাছে Add Request পাঠিয়েছেন, তাদের সবার নাম আসবে। যাদের কাছে Friend Request পাঠিয়েছেন, তাদের নামের নিচে Friend Request Pending লেখা থাকবে। কোনো বন্ধুকে ডিলিট করতে চাইলে অথবা যাকে Friend Request পাঠিয়েছেন, সেই Friend Requestটি বাতিল করতে চাইলে তার নামের ডান পাশে ক্রস চিহ্নতে ক্লিক করুন। অথবা তাকে ব্লক করে আবার Remove করে দেন। দেখবেন আপনার Friend Requestটি বাতিল হয়ে গেছে।
ফেসবুকের একটা বিরক্তিকর জিনিস হলো কেউ যদি আপনার কাছে Add Request পাঠায়, message দেয় বা আপনার wall-এ কিছু লিখে বা আপনার কোনো লেখা বা ছবিতে Comments করে তাহলে তা আবার ই-মেইলের মাধ্যমে আপনাকে জানানো হয়। এতে দেখা যায় প্রতিদিন ফেসবুক থেকে অসংখ্য ই-মেইল আসে যা খুবই বিরক্তিকর। এটি থেকে মুক্তি পেতে হলে প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Account Settings-এ ক্লিক করুন। নতুন যে পেজটি আসবে সেটি থেকে Notifications-এ ক্লিক করুন। এখন ডান পাশ থেকে সবগুলো ঠিক চিহ্ন তুলে দিয়ে Save Changes-এ ক্লিক করুন।
Monday, October 25, 2010
কম্প্যাক ল্যাপটপ
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে কম্প্যাক সিরিজের প্রেসারিও সিকিউ৬২-২০৩টিইউ মডেলের ল্যাপটপ। ১৫.৬ ইঞ্চি এলইডি এইচডি ব্রাইট ভিউ পর্দার এই ল্যাপটপের প্রসেসর ইন্টেল পেন্টিয়াম ডুয়াল কোর টি৪৫০০ এবং গতি ২.৩গিগাহার্টজ। এতে রয়েছে ২ জিবি ডিডিআরথ্রি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক ড্রাইভ, সুপার মাল্টি-ডিভিডি, ওয়েবক্যাম, বল্গুটুথ, কার্ড রিডার, ফ্রি ডস, ক্যারিং কেস এবং এক বছরের বিক্রয়োত্তর সেবা। দাম ৩৯ হাজার টাকা।
অনলাইনে আয়ের কর্মশালা
জবসবিডি ডট কম অনলাইনে ইন্টারনেট ব্যবহার করে অর্থ আয়ের উপায় নিয়ে ২৯ অক্টোবর শুক্রবার দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় ইন্টারনেটের মাধ্যমে কিভাবে কাজ পাওয়া যায়, কি ধরনের কাজ পাওয়া সম্ভব ইত্যাদি বিষয়ে বিস্তারিত শেখানো হবে। কমপক্ষে এইচএসসি পাশ যে কেউ কর্মশালায় অংশ নিতে পারবেন। নিবন্ধনের শেষ সময় ২৮ অক্টোবর। প্রয়োজেন :০১৭১১৪২৭৮২১।
ইউএসবি অ্যাডাপ্টর
তারবিহীন নেটওয়ার্ক সংযোগ সুবিধাসম্পন্ন এপাসার ব্র্যান্ডের অ্যাডাপ্টর বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এএ৩১১ মডেলের এই অ্যাডাপ্টরটি খুব সহজেই যে কোনো ডেস্কটপ পিসি এবং ল্যাপটপের ২.০ ইউএসবি পোর্টে সংযোগ করে ওয়াইফাই ও ল্যান সংযোগ পাওয়া যায়। অ্যাডাপ্টরটি এপাসার মিডিয়া পেল্গয়ার ছাড়া পিসিতে সংযোগ করার আগে নির্দিষ্ট ড্রাইভার ইন্সটল করে নেওয়া আবশ্যক। এতে নেটওয়ার্ক সুরক্ষার জন্য আছে ডবিল্গউইপি এবং ডবিল্গউপিএ প্রযুক্তি। রয়েছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা। দাম ১ হাজার ৭৫০ টাকা।
ফায়ারফক্সে টেক্সট শোনা
ফায়ারফক্স মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার সময় সেই সাইটটির টেঙ্টগুলো কথায় রূপান্তর করা যায়। এ জন্য 'স্পিক ইট' নামের অ্যাড অন ইনস্টল করতে হবে। https://addons.moyilla.org/en-US/firefox/ addon/ ৩৫৫২ ঠিকানা থেকে ডাউনলোড করে ফায়ারফক্স ইনস্টল করে নিন। ফায়ারফঙ্ আবার চালু করুন। এবার পছন্দমতো টেঙ্ট নির্বাচন করে এবং মাউসে ডান ক্লিক দিয়ে পপআপ মেন্যুর নিচে Say it অপশনে ক্লিক করলেই টেঙ্ট শোনা যাবে
বাজারে এলো নতুন কম্পিউটার
সিঙ্গার এবার নিয়ে এল উন্নত প্রযুক্তির সিঙ্গটেক কম্পিউটার। ইন্টেল প্রসেসর এবং স্যামসাং এলসিডি মনিটরসমৃদ্ধ সিঙ্গটেক কম্পিউটার বর্তমানে ‘সিঙ্গটেক স্ট্যান্ডার্ড’ এবং ‘সিঙ্গটেক প্রো’ দুটি মডেল বাজারে পাওয়া যাচ্ছে। মাসব্যাপী বিশেষ অফারের আওতায় সিঙ্গটেক কম্পিউটারের সঙ্গে পাওয়া যাবে সিঙ্গটেক স্পিকার এবং চার গিগাবাইট পেনড্রাইভ।
সিঙ্গটেক স্ট্যান্ডার্ডের দাম ৩৪ হাজার টাকা এবং সিঙ্গটেক প্রোর দাম ২৮ হাজার ১০০ টাকা।
সিঙ্গটেক স্ট্যান্ডার্ডের দাম ৩৪ হাজার টাকা এবং সিঙ্গটেক প্রোর দাম ২৮ হাজার ১০০ টাকা।
নতুন এলসিডি মনিটর
এসারের দুটি মডেলের নতুন এলসিডি মনিটর বাজারে নিয়ে এসেছে এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড।
এস২২১এইচকিউএল-২১.৫ ইঞ্চি, এবং এসার এস১৯১ এইচকিউএল-১৮.৫ ইঞ্চি আল্ট্রা থিন এ মনিটরে রয়েছে ১২,০০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ইকো ফ্রেন্ডলি সুবিধা, ৬৮ শতাংশ বিদ্যুৎ কম খরচের সুবিধা ইত্যাদি। ২১.৫ ইঞ্চি মনিটরের দাম ১২ হাজার ৮০০ টাকা এবং ১৮.৫ ইঞ্চি মনিটরের দাম আট হাজার ৮০০ টাকা
এস২২১এইচকিউএল-২১.৫ ইঞ্চি, এবং এসার এস১৯১ এইচকিউএল-১৮.৫ ইঞ্চি আল্ট্রা থিন এ মনিটরে রয়েছে ১২,০০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ইকো ফ্রেন্ডলি সুবিধা, ৬৮ শতাংশ বিদ্যুৎ কম খরচের সুবিধা ইত্যাদি। ২১.৫ ইঞ্চি মনিটরের দাম ১২ হাজার ৮০০ টাকা এবং ১৮.৫ ইঞ্চি মনিটরের দাম আট হাজার ৮০০ টাকা
নতুন তারহীন রাউটার
আসুস ব্র্যান্ডের আরটি-এন১০ মডেলের ওয়্যারলেস-এন রাউটার বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। এতে রয়েছে একটি ১০/১০০ আরজে-৪৫ ওয়্যান পোর্ট, চারটি ১০/১০০ আরজে-৪৫ ল্যান পোর্ট যা আইট্রিপলই ওয়্যারলেস নেটওয়ার্ক সমর্থন করে। এতে রয়েছে ‘ব্রডকম এক্সিলারেঞ্জ’ রাউটার প্রযুত্তি, ফায়ারওয়াল, অর্থেন্টিকেশন ইত্যাদি নেটওয়ার্ক নিরাপত্তা সুবিধা। দাম চার হাজার ৫০০ টাকা
নতুন মাদারবোর্ড বাজারে
বায়োস্টারের জি৪১ডি৩ মডেলের মাদারবোর্ড বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। ডিডিআর ৩ র্যাম-সমর্থিত এ মাদারবোর্ডে রয়েছে বিল্টইন রিয়েলটেক ল্যানকার্ড, ইউএসবি পোর্ট ইত্যাদি। মাদারবোর্ডটি কোর টু ডুয়ো, কোর টু কোয়াড, পেন্টিয়াম ও সেলেরন প্রসেসর সমর্থন করে। দাম তিন হাজার ৩৫০ টাকা
জিমেইলে ৩০ সেকেন্ড পর্যন্ত মেইল ফিরিয়ে আনা যাবে
জিমেইলে এত দিন পর্যন্ত মেইল আনডু (সেন্ড করার পরে ফিরিয়ে আনা) করার সুবিধা ছিল পাঁচ সেকেন্ড পর্যন্ত। তবে এখন থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত মেইল আনডু সেন্ড করা যাবে।
এ জন্য জিমেইলে লগইন করার পরে ওপরের ডানে Settings-এ ক্লিক করুন এবং General ট্যাবে থাকা অবস্থায় Undo Send:-এ Enable Undo Send চেক করে ড্রপ ডাউন থেকে ৩০ নির্বাচন করে সেভ করুন।
আর যদি General ট্যাবে Undo Send না থাকে তাহলে Labs ট্যাবে যান। এবার Undo Send-এর অপশন Enable বাটন নির্বাচন করে সেভ করুন। এবার General ট্যাবে এসে দেখুন Undo Send এসেছে। ব্যস, এবার থেকে মেইল করলে ওপরে Undo আসবে, যা স্থায়ী হবে ৩০ সেকেন্ড। এমতাবস্থায় Undo-তে ক্লিক করলে সেন্ড করা মেইল কম্পোজে ফিরে আসবে। তবে কিছু ব্রাউজারের পুরোনো সংস্করণ জিমইেল ল্যাব সমর্থন করে না, সে ক্ষেত্রে এই সুবিধা পাবেন না।
এ জন্য জিমেইলে লগইন করার পরে ওপরের ডানে Settings-এ ক্লিক করুন এবং General ট্যাবে থাকা অবস্থায় Undo Send:-এ Enable Undo Send চেক করে ড্রপ ডাউন থেকে ৩০ নির্বাচন করে সেভ করুন।
আর যদি General ট্যাবে Undo Send না থাকে তাহলে Labs ট্যাবে যান। এবার Undo Send-এর অপশন Enable বাটন নির্বাচন করে সেভ করুন। এবার General ট্যাবে এসে দেখুন Undo Send এসেছে। ব্যস, এবার থেকে মেইল করলে ওপরে Undo আসবে, যা স্থায়ী হবে ৩০ সেকেন্ড। এমতাবস্থায় Undo-তে ক্লিক করলে সেন্ড করা মেইল কম্পোজে ফিরে আসবে। তবে কিছু ব্রাউজারের পুরোনো সংস্করণ জিমইেল ল্যাব সমর্থন করে না, সে ক্ষেত্রে এই সুবিধা পাবেন না।
কম্পিউটার চালুর সময় কমিয়ে নিন
কম্পিউটারে অনেক ধরনের সফটওয়্যার ব্যবহারের ফলে কম্পিউটার চালুর সময় বেশি লাগে। এ সমস্যা থেকে মুক্তি পেতে Start/Run এ গিয়ে msconfig কমান্ডটি লিখুন। এবার একটি Box আসবে যাতে startup-এ গিয়ে আপনার যে প্রোগ্রামগুলো দরকার তা রেখে অন্যগুলো আনচেক করে দিন। এখন Ok করে Restart করুন, এরপর দেখুন অনেক কম সময়ে আপনার কম্পিউটার চালু হয়েছে।
Sunday, October 24, 2010
কম্পিউটার বাজার স্থিতিশীল
গত সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে কিছু যন্ত্রাংশের দাম পরিবর্তন হয়েছে। এলসিডি মনিটরের দাম কমেছে। প্রসেসরের দাম বৃদ্ধি পেয়েছে। বাকি যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে। গতকাল শনিবার পাওয়া বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো:
প্রসেসর: ইন্টেল কোর আই ৭ (২.৮ গি.হা.) ২৪০০০ টাকা, ইন্টেল কোর আই ৫ (২.৬৬ গি.হা.) ১৫৫০০ টাকা, ইন্টেল কিউ ৯৫০৫ (২.৮৩ গি.হা.) ১৭০০০ টাকা, ইন্টেল সেলেরন ১.৮ গি.হা. ৩০০০ টাকা। ইন্টেল কোর আই ৩ ২.৯৩ গি.হা. ৯৩০০ টাকা কোর আইথ্রি ৩.০৬ গি.হা. ১০০০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর ২.৭ ৫২০০ টাকা। ইন্টেল কোর টু কোয়াড ৯০০০ টাকা; ২.৬৬ গি.হা. ১২৫০০ টাকা। ইন্টেল কোর টু ডুয়ো কেরাজ ই ৮২০০ ২.৯৩ গি.হা. ৮৮০০ টাকা। মাদারবোর্ড: গিগাবাইট: ইজি ৪১ এমটি-ইএস ২এল ৪৭৫০ টাকা, জি ৪১এম-ইএস ২ এল ৪২০০ টাকা, ইজি ৪১এমএফটি-ইউএস ২এইচ ৫৬০০ টাকা, ইএক্স ৩৮-ইউএসবি ৩ ১৯০০০ টাকা, পি৫৫-ইউএসবি৩ ১১৩০০ টাকা, পি৫৫ ইউএসবি৩ ১২০০০ টাকা, জিএ এইচ৫৫এম ইউএসবি৩ ৯৫০০ টাকা, জিএ এইচ৫৫ এম-এস২এইচ ৭৮০০ টাকা, ইন্টেল ডিপি ৫৫ ডব্লিউবি (ডিডিআরএ) ৮৫০০ টাকা, গিগাবাইট জি ৪১ ইন্টেল টিপসেট ৪৫০০ টাকা। আসুস জি৪১ ৪৩০০ টাকা। ফক্সকন জি৩১ এমভি ৩২৫০ টাকা, এইচ৫৫ এমএক্সভি ৫৮০০ টাকা। ইন্টেল ডিএইচ ৫৫ এইচসি ৮২০০ টাকা। ইন্টেল: জি৩১পিআর ৪২৫০ টাকা, জি৫১আরকিউ ৪৫৫০ টাকা। গিগাবাইট এইচ ৫৫-এমএইচটুএইচ (ডিডিআর ৩) ৭৫০০ টাকা। ইন্টেল ডিজি৪৫ এসজি ১০৭০০ টাকা, ইন্টেল ডিজি ৪৫আইডি ৮১০০ টাকা। ডিজি৪১আরকিউ ৪৬০০ টাকা। ৪১টিওয়াই ৫৫০০ টাকা। ইন্টেল ৪৩জিটি ৬৬৫০ টাকা। র্যাম: ২ গি.বা. ডিডিআর-২ ৩২০০ টাকা। ১ গি.বা. ডিডিআর টু ১৭০০ টাকা; ২ গি.বা. ডিডিআর ৩ ৪০০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ১৬০ গি.বা. (৭২০০ আরপিএম) ২৭০০ টাকা। ৩২০ গি.বা. ৩৩০০ টাকা। ৫০০ গি.বা. ৩৫০০ টাকা। ১ টেরাবাইট ৬০০০ টাকা। পেনড্রাইভ: ২ গি.বা. ৫০০ টাকা; ৪ গি.বা. ৬০০ টাকা; ৮ গি.বা. ১২৫০ টাকা। এলসিডি মনিটর: স্যামসাং ১৫.র্৬র্ ৭৫৫০ টাকা। স্যামসাং ১র্৭র্ ৯৩০০ টাকা, ২র্০র্ ১১,০০০ টাকা, ২র্৭র্ ৪০,০০০ টাকা। হুন্দাই ১র্৯র্ ৯,৭৫০. এলইডি ৯,৩০০, ফিলিপস ১৮.র্৫র্ ৮৮০০ টাকা; ডেল ১৮.র্৫র্ ৮৭০০ টাকা। স্যামসাং ১৮.র্৫র্ ৯১০০ টাকা। এলজি ১৮.র্৫র্ ৮৫০০ টাকা। এইচপি ১৮.র্৫র্ ৯৩০০ টাকা। স্যামসাং ২১.র্৫র্ ১৩০০০ টাকা। গ্রাফিকস কার্ড: গিগাবাইট জিভি ১ গি.বা. ৯৫০০ জিটি ৪৬৫০ টাকা। গিগাবাইট পিসিআই এক্সপ্রেস ১ গি.বা. ৯৫০০ জিটি ৪৫৫০ টাকা। স্যাফায়ার (এইচডি ৪৩৫০) ১ গি.বা. ৪,১০০, এইচডি ৩৪৫০ ৫১২ মে.বা. ৩৩০০ টাকা। পিসিআই এক্সপ্রেস ৪৫৫০ এইচডি ৫১২ মে.বা. ৪৬০০ টাকা, এক্সএফএস এক্সপ্রেস ১ গি.বা জিএফ ৯৪০০ জিটি ৪৩০০ টাকা। ফক্সকন জিফোর্স পিসিআই ১০,৬০০ টাকা। ডিভিডি রাইটার/রি-রাইটার: সামসাং ৫২x২৪x৫২এক্স ১৭৫০ টাকা এবং আসুস ৫২x৩২x৫২এক্স ২১০০ টাকা, সনি ডিভিডি-আরডব্লিউ ১৮০০ টাকা। ডিভিডি-রম ড্রাইভ: আসুস ১৮এক্স ১৪০০ টাকা, ১৩৫০ টাকা এবং বেনকিউ ১৬ এক্স ১৩৫০ টাকা। কেসিং: ১৫০০ থেকে ৩০০০ টাকা। মাউস: ১৫০ থেকে ৯০০ ট কা। কিবোর্ড: সাধারণ ২৫০ থেকে ৩৫০ টাকা। মাল্টিমিডিয়া ৬০০ টাকা। স্পিকার: ক্রিয়েটিভ ইনস্পায়ার (৫: ১) ৫৩০০ টাকা, (৭: ১) ৯৮০০ টাকা, (৪: ১) ৪৫০০ টাকা, (২: ১) ২৭০০ টাকা। মাইক্রোল্যাব (২: ১) ১৩৫০ থেকে ২৪০০। মাইক্রোল্যাব (২: ১) ১৭০০ থেকে ১৮০০ টাকা, (৫: ১) ৪৫০০ টাকা, ক্রিয়েটিভ এসবিএস (এ৩০০) ২৪০০ টাকা, ডিলাক্স (২:১) ১৭০০। গোল্ডেন ব্রিজ এফটি ৮১৬ (২: ১) ১৩০০। গোল্ডেন ব্রিজ এফটি ৮১২ (২: ১) ১৩০০। গোল্ডেন ব্রিজ এফটি ৮০৫ (২: ১) ১৩০০। জিপিআরএস মডেম: টেকনো টিএম ০০৮ ২৩৫০ টাকা। আসুস ইউএসবিটি ৭১০০ টাকা, মোবিডাটা ২৮০০-৪২০০ টাকা (ইউএসবি)। টিভিকার্ড: এভারমিডিয়া এক্সটারনাল (ইউএসবি) ৪৫০০ টাকা ও ইন্টারনাল ৩২০০ টাকা, গেডমি (ইউএসবি) টিভিকার্ড ২১০০, রিয়ালভিউ এক্সটারনাল (এলসিডি) ২২৫০ টাকা ও গেড মি (এলসিডি) ২২০০ টাকা। কে-ওয়ার্ল্ড ২৭০০ টাকা। প্রিন্টার: ক্যানন পিক্সমা আইপি ২৭৭০ ৩০০০ টাকা, এইচপি ১৬৬০ ডেস্কজেট ২৮০০ টাকা, এপসন সি ৫৯ ৩৫০০ টাকা, এইচপিসি পি (লেজার) ১০০৫, ৯৫০০ টাকা; ব্রাদার এইচএল ২১৪০-৭৬০০ টাকা। এমএফসি ৭৩৪০ থেকে ২৩৫০০ স্যামসাং এমএল ১৬৪০ (লেজার) ৬০০০। ডিজিটাল ফটোফ্রেম: স্যামসাং এসপিএফ ১০৫ভি ১র্০র্ ১৪৭০০, ৮৬ এইচ র্৮র্ ৯২০০, ৭১ই র্৭র্ ৫৩০০ ট্রানসেন্ড ৮৫০০, জিনিয়াস ৭৫০০ টাকা। পোর্টেবল হার্ডডিস্ক: ট্রানসেন্ড (২৫০ গি.হা) ৪২০০-৪৪০০ টাকা, (৩২০ গি.হা) ৪৬০০-৪৯০০ টাকা, (৫০০ গি.হা) ৬০০০-৬৩০০ টাকা, (৬৪০ গি.হা) ৭৩০০-৮৬০০ (১ টি বি) ৯০০০ (১.৫ টি বি) ১২০০০ টাকা। (২ টি বি) ১৭০০০ টাকা। ইউপিএস: ৬৫০ ভিএ ২৬০০, ৮০০ ভিএ ৩৩০০, ১২০০ ভিএ ৪৬০০, ২ কেভিএ ১০৫০০; কে স্টার ৬৫০ ভিএ ২৫০০, ১২৫০ ভিএ ৪,৮০০ টাকা, রেইজিংটেক ৩ কেভিএ ৩৫,০০০ টাকা। রেডফক্স ৬৫০ভিএ ২৮০০ টাকা। অ্যান্টি ভাইরাস: নরটন সিঙ্গেল ইউজার ১১০০ টাকা। ক্যাসপারস্কি সিঙ্গেল ১০৯৯ টাকা। থ্রি ২১৯৯ টাকা।
প্রসেসর: ইন্টেল কোর আই ৭ (২.৮ গি.হা.) ২৪০০০ টাকা, ইন্টেল কোর আই ৫ (২.৬৬ গি.হা.) ১৫৫০০ টাকা, ইন্টেল কিউ ৯৫০৫ (২.৮৩ গি.হা.) ১৭০০০ টাকা, ইন্টেল সেলেরন ১.৮ গি.হা. ৩০০০ টাকা। ইন্টেল কোর আই ৩ ২.৯৩ গি.হা. ৯৩০০ টাকা কোর আইথ্রি ৩.০৬ গি.হা. ১০০০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর ২.৭ ৫২০০ টাকা। ইন্টেল কোর টু কোয়াড ৯০০০ টাকা; ২.৬৬ গি.হা. ১২৫০০ টাকা। ইন্টেল কোর টু ডুয়ো কেরাজ ই ৮২০০ ২.৯৩ গি.হা. ৮৮০০ টাকা। মাদারবোর্ড: গিগাবাইট: ইজি ৪১ এমটি-ইএস ২এল ৪৭৫০ টাকা, জি ৪১এম-ইএস ২ এল ৪২০০ টাকা, ইজি ৪১এমএফটি-ইউএস ২এইচ ৫৬০০ টাকা, ইএক্স ৩৮-ইউএসবি ৩ ১৯০০০ টাকা, পি৫৫-ইউএসবি৩ ১১৩০০ টাকা, পি৫৫ ইউএসবি৩ ১২০০০ টাকা, জিএ এইচ৫৫এম ইউএসবি৩ ৯৫০০ টাকা, জিএ এইচ৫৫ এম-এস২এইচ ৭৮০০ টাকা, ইন্টেল ডিপি ৫৫ ডব্লিউবি (ডিডিআরএ) ৮৫০০ টাকা, গিগাবাইট জি ৪১ ইন্টেল টিপসেট ৪৫০০ টাকা। আসুস জি৪১ ৪৩০০ টাকা। ফক্সকন জি৩১ এমভি ৩২৫০ টাকা, এইচ৫৫ এমএক্সভি ৫৮০০ টাকা। ইন্টেল ডিএইচ ৫৫ এইচসি ৮২০০ টাকা। ইন্টেল: জি৩১পিআর ৪২৫০ টাকা, জি৫১আরকিউ ৪৫৫০ টাকা। গিগাবাইট এইচ ৫৫-এমএইচটুএইচ (ডিডিআর ৩) ৭৫০০ টাকা। ইন্টেল ডিজি৪৫ এসজি ১০৭০০ টাকা, ইন্টেল ডিজি ৪৫আইডি ৮১০০ টাকা। ডিজি৪১আরকিউ ৪৬০০ টাকা। ৪১টিওয়াই ৫৫০০ টাকা। ইন্টেল ৪৩জিটি ৬৬৫০ টাকা। র্যাম: ২ গি.বা. ডিডিআর-২ ৩২০০ টাকা। ১ গি.বা. ডিডিআর টু ১৭০০ টাকা; ২ গি.বা. ডিডিআর ৩ ৪০০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ১৬০ গি.বা. (৭২০০ আরপিএম) ২৭০০ টাকা। ৩২০ গি.বা. ৩৩০০ টাকা। ৫০০ গি.বা. ৩৫০০ টাকা। ১ টেরাবাইট ৬০০০ টাকা। পেনড্রাইভ: ২ গি.বা. ৫০০ টাকা; ৪ গি.বা. ৬০০ টাকা; ৮ গি.বা. ১২৫০ টাকা। এলসিডি মনিটর: স্যামসাং ১৫.র্৬র্ ৭৫৫০ টাকা। স্যামসাং ১র্৭র্ ৯৩০০ টাকা, ২র্০র্ ১১,০০০ টাকা, ২র্৭র্ ৪০,০০০ টাকা। হুন্দাই ১র্৯র্ ৯,৭৫০. এলইডি ৯,৩০০, ফিলিপস ১৮.র্৫র্ ৮৮০০ টাকা; ডেল ১৮.র্৫র্ ৮৭০০ টাকা। স্যামসাং ১৮.র্৫র্ ৯১০০ টাকা। এলজি ১৮.র্৫র্ ৮৫০০ টাকা। এইচপি ১৮.র্৫র্ ৯৩০০ টাকা। স্যামসাং ২১.র্৫র্ ১৩০০০ টাকা। গ্রাফিকস কার্ড: গিগাবাইট জিভি ১ গি.বা. ৯৫০০ জিটি ৪৬৫০ টাকা। গিগাবাইট পিসিআই এক্সপ্রেস ১ গি.বা. ৯৫০০ জিটি ৪৫৫০ টাকা। স্যাফায়ার (এইচডি ৪৩৫০) ১ গি.বা. ৪,১০০, এইচডি ৩৪৫০ ৫১২ মে.বা. ৩৩০০ টাকা। পিসিআই এক্সপ্রেস ৪৫৫০ এইচডি ৫১২ মে.বা. ৪৬০০ টাকা, এক্সএফএস এক্সপ্রেস ১ গি.বা জিএফ ৯৪০০ জিটি ৪৩০০ টাকা। ফক্সকন জিফোর্স পিসিআই ১০,৬০০ টাকা। ডিভিডি রাইটার/রি-রাইটার: সামসাং ৫২x২৪x৫২এক্স ১৭৫০ টাকা এবং আসুস ৫২x৩২x৫২এক্স ২১০০ টাকা, সনি ডিভিডি-আরডব্লিউ ১৮০০ টাকা। ডিভিডি-রম ড্রাইভ: আসুস ১৮এক্স ১৪০০ টাকা, ১৩৫০ টাকা এবং বেনকিউ ১৬ এক্স ১৩৫০ টাকা। কেসিং: ১৫০০ থেকে ৩০০০ টাকা। মাউস: ১৫০ থেকে ৯০০ ট কা। কিবোর্ড: সাধারণ ২৫০ থেকে ৩৫০ টাকা। মাল্টিমিডিয়া ৬০০ টাকা। স্পিকার: ক্রিয়েটিভ ইনস্পায়ার (৫: ১) ৫৩০০ টাকা, (৭: ১) ৯৮০০ টাকা, (৪: ১) ৪৫০০ টাকা, (২: ১) ২৭০০ টাকা। মাইক্রোল্যাব (২: ১) ১৩৫০ থেকে ২৪০০। মাইক্রোল্যাব (২: ১) ১৭০০ থেকে ১৮০০ টাকা, (৫: ১) ৪৫০০ টাকা, ক্রিয়েটিভ এসবিএস (এ৩০০) ২৪০০ টাকা, ডিলাক্স (২:১) ১৭০০। গোল্ডেন ব্রিজ এফটি ৮১৬ (২: ১) ১৩০০। গোল্ডেন ব্রিজ এফটি ৮১২ (২: ১) ১৩০০। গোল্ডেন ব্রিজ এফটি ৮০৫ (২: ১) ১৩০০। জিপিআরএস মডেম: টেকনো টিএম ০০৮ ২৩৫০ টাকা। আসুস ইউএসবিটি ৭১০০ টাকা, মোবিডাটা ২৮০০-৪২০০ টাকা (ইউএসবি)। টিভিকার্ড: এভারমিডিয়া এক্সটারনাল (ইউএসবি) ৪৫০০ টাকা ও ইন্টারনাল ৩২০০ টাকা, গেডমি (ইউএসবি) টিভিকার্ড ২১০০, রিয়ালভিউ এক্সটারনাল (এলসিডি) ২২৫০ টাকা ও গেড মি (এলসিডি) ২২০০ টাকা। কে-ওয়ার্ল্ড ২৭০০ টাকা। প্রিন্টার: ক্যানন পিক্সমা আইপি ২৭৭০ ৩০০০ টাকা, এইচপি ১৬৬০ ডেস্কজেট ২৮০০ টাকা, এপসন সি ৫৯ ৩৫০০ টাকা, এইচপিসি পি (লেজার) ১০০৫, ৯৫০০ টাকা; ব্রাদার এইচএল ২১৪০-৭৬০০ টাকা। এমএফসি ৭৩৪০ থেকে ২৩৫০০ স্যামসাং এমএল ১৬৪০ (লেজার) ৬০০০। ডিজিটাল ফটোফ্রেম: স্যামসাং এসপিএফ ১০৫ভি ১র্০র্ ১৪৭০০, ৮৬ এইচ র্৮র্ ৯২০০, ৭১ই র্৭র্ ৫৩০০ ট্রানসেন্ড ৮৫০০, জিনিয়াস ৭৫০০ টাকা। পোর্টেবল হার্ডডিস্ক: ট্রানসেন্ড (২৫০ গি.হা) ৪২০০-৪৪০০ টাকা, (৩২০ গি.হা) ৪৬০০-৪৯০০ টাকা, (৫০০ গি.হা) ৬০০০-৬৩০০ টাকা, (৬৪০ গি.হা) ৭৩০০-৮৬০০ (১ টি বি) ৯০০০ (১.৫ টি বি) ১২০০০ টাকা। (২ টি বি) ১৭০০০ টাকা। ইউপিএস: ৬৫০ ভিএ ২৬০০, ৮০০ ভিএ ৩৩০০, ১২০০ ভিএ ৪৬০০, ২ কেভিএ ১০৫০০; কে স্টার ৬৫০ ভিএ ২৫০০, ১২৫০ ভিএ ৪,৮০০ টাকা, রেইজিংটেক ৩ কেভিএ ৩৫,০০০ টাকা। রেডফক্স ৬৫০ভিএ ২৮০০ টাকা। অ্যান্টি ভাইরাস: নরটন সিঙ্গেল ইউজার ১১০০ টাকা। ক্যাসপারস্কি সিঙ্গেল ১০৯৯ টাকা। থ্রি ২১৯৯ টাকা।
বাড়ছে ট্যাবলেট পিসি বিক্রির সংখ্যা
ধীরে ধীরে বেড়েই চলছে ট্যাবলেট পিসির বিক্রি। বর্তমানে যেভাবে নতুন এ পিসি বিক্রি হচ্ছে, সে অনুযায়ী চলতি বছরের শেষভাগে এ সংখ্যা হবে প্রায় এক কোটি ৯৫ লাখ! গবেষণাপ্রতিষ্ঠান গার্টনারের মতে, বিক্রির এ হার অব্যাহত থাকলে ২০১৪ সালে এ সংখ্যা হবে প্রায় ২০ কোটি ৮০ লাখ! বর্তমানে বাজারে অ্যাপলের আইপ্যাড, ডেল, এইচপির এইচপিকিউ, স্যামসাংসহ সিসকোর তৈরি ট্যাবলেট পিসি চলছে।
সহজে ব্যবহার উপযোগী এবং দারুণ সব বৈশিষ্ট্যের জন্য ট্যাবলেট পিসির অবস্থান শক্ত হচ্ছে এবং তা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যার ফলে আগামী বছরের মধ্যেই প্রায় পাঁচ কোটি ৪০ লাখ ট্যাবলেট পিসি বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। একসঙ্গে সহজে সব সেবা দিতে এসব ট্যাবলেট পিসিতে যুক্ত হচ্ছে গান শোনার সুবিধা, গেম খেলাসহ প্রয়োজনীয় কাজের জিনিসপত্র। নতুনভাবে যাতে ব্যবহারকারীরা ট্যাবলেট পিসিকে মিডিয়া প্লেয়ারের মতো করেও ব্যবহার করতে পারেন, সে জন্য যুক্ত হচ্ছে নতুন নতুন বৈশিষ্ট্য। শিগগির আরও নতুন সব সুবিধা নিয়ে বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে সাত ইঞ্চির ট্যাবলেট পিসি!
ট্যাবলেট পিসির এমন ক্রমাগত জনপ্রিয়তার ফলে এর পাশাপাশি নোটবুকগুলোর ক্ষেত্রে কিছুটা হতাশ তৈরি প্রতিষ্ঠানগুলো। এর প্রভাবে এর পাশাপাশি নতুন বিভিন্ন পণ্যও তাদের অবস্থান হারাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নতুন প্রজন্মের সব সুবিধা থাকায় ট্যাবলেট পিসিই হবে ভবিষ্যতের অন্যতম জনপ্রিয় যন্ত্র
সহজে ব্যবহার উপযোগী এবং দারুণ সব বৈশিষ্ট্যের জন্য ট্যাবলেট পিসির অবস্থান শক্ত হচ্ছে এবং তা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যার ফলে আগামী বছরের মধ্যেই প্রায় পাঁচ কোটি ৪০ লাখ ট্যাবলেট পিসি বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। একসঙ্গে সহজে সব সেবা দিতে এসব ট্যাবলেট পিসিতে যুক্ত হচ্ছে গান শোনার সুবিধা, গেম খেলাসহ প্রয়োজনীয় কাজের জিনিসপত্র। নতুনভাবে যাতে ব্যবহারকারীরা ট্যাবলেট পিসিকে মিডিয়া প্লেয়ারের মতো করেও ব্যবহার করতে পারেন, সে জন্য যুক্ত হচ্ছে নতুন নতুন বৈশিষ্ট্য। শিগগির আরও নতুন সব সুবিধা নিয়ে বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে সাত ইঞ্চির ট্যাবলেট পিসি!
ট্যাবলেট পিসির এমন ক্রমাগত জনপ্রিয়তার ফলে এর পাশাপাশি নোটবুকগুলোর ক্ষেত্রে কিছুটা হতাশ তৈরি প্রতিষ্ঠানগুলো। এর প্রভাবে এর পাশাপাশি নতুন বিভিন্ন পণ্যও তাদের অবস্থান হারাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নতুন প্রজন্মের সব সুবিধা থাকায় ট্যাবলেট পিসিই হবে ভবিষ্যতের অন্যতম জনপ্রিয় যন্ত্র
Saturday, October 23, 2010
বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা
সারা বিশ্বেই প্রতিনিয়ত বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। সম্প্রতি জাতিসংঘের পরিসংখ্যানের সূত্র অনুযায়ী ব্যবহারকারী বাড়ার এ সংখ্যা চলতি বছরের শেষ দিকে ২০০ কোটি ছাড়িয়ে যাবে! আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে সারা বিশ্বে যে পরিমাণ ইন্টারনেট ব্যবহারকারী হয়েছে, তা দ্বিগুণ বেড়ে এ সংখ্যাতে পৌঁছাবে।
চলতি বছরেই ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২২ কোটি ৬০ লাখ! তবে এ বাড়ার হার শুধু উন্নত বিশ্বেই হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তেমন বাড়ছে না। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে পশ্চিমা দেশগুলোতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়বে ৭১ শতাংশ, যেখানে উন্নয়নশীল দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়বে মাত্র ২১ শতাংশ। বিপুলসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী বেড়ে যাওয়ার মূল কারণ হিসেবে রয়েছে মুঠোফোন। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ৯০ শতাংশ মুঠোফোনের নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছে বলে জানা গেছে। শুধু ইন্টারনেটই নয়, সারা বিশ্বে চলতি বছরে মুঠোফোনে কথা বলা ছাড়া প্রায় ছয় কোটি ১০ লাখ এসএমএস আদান-প্রদান হয়েছে! এভাবে ব্যবহারকারী বাড়ার হার অব্যাহত থাকলে ইন্টারনেটের ব্যবহার ক্রমে বেড়েই চলবে, যা তথ্যপ্রযুক্তির প্রসারের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলোতে ইন্টারনেট খরচ বেশি হওয়ায় ব্যবহারকারী বাড়ার হারও কম। যার মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ব্যবহারের খরচ সবচেয়ে বেশি মধ্য আফ্রিকান রিপাবলিকে। দেশটিতে এক মাসে ইন্টারনেট খরচ একজন নাগরিকের গড় মাসিক আয়ের চেয়ে প্রায় ৪০ গুণ বেশি। এসব সমস্যা দূর করতে এবং ব্রডব্যান্ডের ব্যাপ্তি বাড়াতে জাতিসংঘ, ইউনেসকো, আইটিইউ মিলে তৈরি করছে ব্রডব্যান্ড কমিশন, যা বিশ্বের বিভিন্ন দেশে কাজ করবে।
চলতি বছরেই ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২২ কোটি ৬০ লাখ! তবে এ বাড়ার হার শুধু উন্নত বিশ্বেই হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তেমন বাড়ছে না। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে পশ্চিমা দেশগুলোতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়বে ৭১ শতাংশ, যেখানে উন্নয়নশীল দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়বে মাত্র ২১ শতাংশ। বিপুলসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী বেড়ে যাওয়ার মূল কারণ হিসেবে রয়েছে মুঠোফোন। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ৯০ শতাংশ মুঠোফোনের নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছে বলে জানা গেছে। শুধু ইন্টারনেটই নয়, সারা বিশ্বে চলতি বছরে মুঠোফোনে কথা বলা ছাড়া প্রায় ছয় কোটি ১০ লাখ এসএমএস আদান-প্রদান হয়েছে! এভাবে ব্যবহারকারী বাড়ার হার অব্যাহত থাকলে ইন্টারনেটের ব্যবহার ক্রমে বেড়েই চলবে, যা তথ্যপ্রযুক্তির প্রসারের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলোতে ইন্টারনেট খরচ বেশি হওয়ায় ব্যবহারকারী বাড়ার হারও কম। যার মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ব্যবহারের খরচ সবচেয়ে বেশি মধ্য আফ্রিকান রিপাবলিকে। দেশটিতে এক মাসে ইন্টারনেট খরচ একজন নাগরিকের গড় মাসিক আয়ের চেয়ে প্রায় ৪০ গুণ বেশি। এসব সমস্যা দূর করতে এবং ব্রডব্যান্ডের ব্যাপ্তি বাড়াতে জাতিসংঘ, ইউনেসকো, আইটিইউ মিলে তৈরি করছে ব্রডব্যান্ড কমিশন, যা বিশ্বের বিভিন্ন দেশে কাজ করবে।
ফায়ারফক্সে টিভি দেখুন
ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ইচ্ছে করলে ব্রাউজার থেকে সহজেই টিভি দেখতে পারেন। এজন্য ‘টিভি ফক্স’ নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস) ইনস্টল করে নিতে হবে।
প্রোগ্রামটি দিয়ে অনেকগুলো টিভি চ্যানেল অনলাইনে সরাসরি দেখা যাবে। প্রোগ্রামটি http://addons.mozilla.org/en-US/firefox/addon/11200/ ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এখন ফায়ারফক্স পুনরায় চালু করুন। দেখুন ব্রাউজারের অ্যাড্রেসবারের নিচে সবুজ ও নীল রঙের টিভির দুটি আইকন এসেছে। নীল রংয়ের টিভির আইকনটিতে ইংরেজি বর্ণমালা অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশের নাম রয়েছে। এখান থেকে আপনি বিশ্বের বিভিন্ন দেশের টিভি চ্যানেল দেখতে পারবেন।
সবুজ রঙের টিভির আইকনে বিনোদন, খেলা, সিনেমা, সংগীত, সংবাদ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী টিভি চ্যানেল রয়েছে। এখান থেকে পছন্দের ক্যাটাগরির টিভি চ্যানেল দেখতে পারবেন।
প্রোগ্রামটি দিয়ে অনেকগুলো টিভি চ্যানেল অনলাইনে সরাসরি দেখা যাবে। প্রোগ্রামটি http://addons.mozilla.org/en-US/firefox/addon/11200/ ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এখন ফায়ারফক্স পুনরায় চালু করুন। দেখুন ব্রাউজারের অ্যাড্রেসবারের নিচে সবুজ ও নীল রঙের টিভির দুটি আইকন এসেছে। নীল রংয়ের টিভির আইকনটিতে ইংরেজি বর্ণমালা অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশের নাম রয়েছে। এখান থেকে আপনি বিশ্বের বিভিন্ন দেশের টিভি চ্যানেল দেখতে পারবেন।
সবুজ রঙের টিভির আইকনে বিনোদন, খেলা, সিনেমা, সংগীত, সংবাদ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী টিভি চ্যানেল রয়েছে। এখান থেকে পছন্দের ক্যাটাগরির টিভি চ্যানেল দেখতে পারবেন।
ফেসবুকে ভিডিও চ্যাট করুন
ফেসবুকে এসএমএস চ্যাট করা গেলেও ভিডিও চ্যাট করা যেত না। তবে এখন ফেসবুকে ভিচ্যাটার (vChatter) নামের নতুন একটি প্রোগ্রাম যোগ করা হয়েছে ভিডিও চ্যাট করার জন্য। প্রোফাইলে ভিডিও চ্যাট অপশন যোগ করার জন্য প্রথমে www.facebook.com/vChatter ঠিকানায় গিয়ে বাঁদিক থেকে Go to Application বাটনে ক্লিক করুন।
তারপর Continue-তে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো এলে Allow-এ ক্লিক করুন। এখন Play বাটনে ক্লিক করুন। ডান পাশে আপনার বন্ধুদের নামের তালিকা আসবে। যারা vChatter অপশনটি তাদের প্রোফাইলে যোগ করেছে তাদের নামের পাশে Call এবং যারা যোগ করেনি তাদের নামের পাশে Invite লেখা থাকবে। সেখান থেকে Call বাটনে ক্লিক করে তার সঙ্গে ভিডিও চ্যাট করতে পারবেন এবং Invite বাটনে ক্লিক করো Chatter অপশনটি তার প্রোপাইলে যোগ করার জন্য অনুরোধ করতে পারবেন। ভিডিও চ্যাট করার জন্য কিন্তু অবশ্যই কম্পিউটারের সঙ্গে একটি ওয়েবক্যামেরা সংযুক্ত করতে হবে।
তারপর Continue-তে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো এলে Allow-এ ক্লিক করুন। এখন Play বাটনে ক্লিক করুন। ডান পাশে আপনার বন্ধুদের নামের তালিকা আসবে। যারা vChatter অপশনটি তাদের প্রোফাইলে যোগ করেছে তাদের নামের পাশে Call এবং যারা যোগ করেনি তাদের নামের পাশে Invite লেখা থাকবে। সেখান থেকে Call বাটনে ক্লিক করে তার সঙ্গে ভিডিও চ্যাট করতে পারবেন এবং Invite বাটনে ক্লিক করো Chatter অপশনটি তার প্রোপাইলে যোগ করার জন্য অনুরোধ করতে পারবেন। ভিডিও চ্যাট করার জন্য কিন্তু অবশ্যই কম্পিউটারের সঙ্গে একটি ওয়েবক্যামেরা সংযুক্ত করতে হবে।
আসছে ম্যাকের নতুন অপারেটিং সিস্টেম
বাজারে আসছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম। আগামীকাল ম্যাক ওএসএক্স ১০.৭ নামের এ সংস্করণটি বাজারে আসছে। নতুন এ সংস্করণটি সিংহের ছবি আর ‘ব্যাক টু ম্যাক’ স্লোগান নিয়ে বাজারে আসছে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। এর আগে ম্যাকের ওএসের সংস্করণগুলোর নাম চিতা, প্যানথার, টাইগার, স্নো লেপার্ডের নাম হলে এবারই প্রথম নতুন সংস্করণটির নাম হবে লায়ন। নতুন অপারেটিং সিস্টেমের পাশাপাশি অ্যাপল ম্যাকের জনপ্রিয় নতুন ল্যাপটপ ম্যাকবুক এয়ার ছাড়ার ঘোষণাও দেওয়া হবে। নতুন ম্যাকবুক এয়ারে যুক্ত হবে আইলাইফ, আইওয়ার্ক, মিডিয়া সুইট, আইফোটোর মতো সেরা সব সফটওয়্যারের নতুন বৈশিষ্ট্যযুক্ত সংস্করণ।
নতুন সংস্করণটি আগামী বছরের শুরুতে সারা বিশ্বে অ্যাপলের নিজস্ব শোরুমে পাওয়া যাবে। এর পাশাপাশি অ্যাপল আগামী জুনে সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে নতুন সব অ্যাপলপণ্যের বিস্তারিত জানানো হবে। ক্রিয়েটিভ স্ট্রেটেডি নামক একটি প্রতিষ্ঠানের প্রধান গবেষক টিম বাজারিন বলেন, অ্যাপল নতুনভাবে গ্রাহকদের সেবা দিতে নতুন অপারেটিং সিস্টেমে যুক্ত করছে নানা ধরনের নতুন বৈশিষ্ট্য। কম্পিউটারের পাশাপাশি অ্যাপলের স্পর্শকাতর আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের ক্ষেত্রে এসব সুবিধা যুক্ত হচ্ছে। গ্রাহকদের কাছাকাছি যেতে অ্যাপলের এমন উদ্যোগ অপারেটিং সিস্টেমের বাজারকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে মনে করছেন বিশেষজ্ঞরা।
নতুন সংস্করণটি আগামী বছরের শুরুতে সারা বিশ্বে অ্যাপলের নিজস্ব শোরুমে পাওয়া যাবে। এর পাশাপাশি অ্যাপল আগামী জুনে সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে নতুন সব অ্যাপলপণ্যের বিস্তারিত জানানো হবে। ক্রিয়েটিভ স্ট্রেটেডি নামক একটি প্রতিষ্ঠানের প্রধান গবেষক টিম বাজারিন বলেন, অ্যাপল নতুনভাবে গ্রাহকদের সেবা দিতে নতুন অপারেটিং সিস্টেমে যুক্ত করছে নানা ধরনের নতুন বৈশিষ্ট্য। কম্পিউটারের পাশাপাশি অ্যাপলের স্পর্শকাতর আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের ক্ষেত্রে এসব সুবিধা যুক্ত হচ্ছে। গ্রাহকদের কাছাকাছি যেতে অ্যাপলের এমন উদ্যোগ অপারেটিং সিস্টেমের বাজারকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে মনে করছেন বিশেষজ্ঞরা।
কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে জানার বই
কম্পিউটার হার্ডওয়্যার গাইড\ লেখক: মোজাহেদুল ইসলাম\ দাম: ৩০০ টাকা\ পৃষ্ঠা: ৪৭১\ প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা\
কম্পিউটার কেনার ক্ষেত্রে প্রয়োজন হয় এর সব যন্ত্রাংশ এবং কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা রাখা। এ কাজটি যিনি প্রথম কম্পিউটার কিনতে যান, তাঁরই প্রয়োজন হয়। কম্পিউটারের প্রাথমিক বিভিন্ন যন্ত্রাংশসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘কম্পিউটার হার্ডওয়্যার গাইড’ বইটি। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী এবং লিখেছেন মোজাহেদুল ইসলাম। ২০টি মডিউলে ভাগ করা বইটির শুরুতেই রয়েছে প্রয়োজন অনুযায়ী কেমন কম্পিউটার প্রয়োজন। একজন ক্রেতা নিজের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী কোন ধরনের কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটার কিনবেন, তা জানা যাবে এ অধ্যায়ে। কেমন কম্পিউটার দরকার এবং কোন কাজের জন্য কী ধরনের কনফিগারেশন প্রয়োজন, তারও বর্ণনা রয়েছে। রয়েছে কম্পিউটারের বিভিন্ন অংশের সচিত্র বর্ণনা ও ছবি। কম্পিউটার-সম্পর্কিত মাদারবোর্ড, হার্ডডিস্ক, র্যাম, গ্রাফিক্স কার্ড, স্পিকার, মনিটর, অপটিক্যাল ড্রাইভসহ বিভিন্ন যন্ত্রাংশের আলাদা আলাদা বর্ণনা রয়েছে। এ ছাড়া যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের জন্য সার্ভার ও নেটওয়ার্ক-সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি রয়েছে টিপস। সর্বশেষ বাজারে আসা নতুন প্রযুক্তির বিভিন্ন মডেলের ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের বৈশিষ্ট্যও রয়েছে। কম্পিউটার অ্যাসেমব্লিং করার চিত্রসহ বর্ণনা দেওয়া আছে বইটিতে, যার মাধ্যমে সহজে নিজে নিজেই কম্পিউটার অ্যাসেম্বল করা সম্ভব। এ ছাড়া সঠিকভাবে কম্পিউটার চালানো, রক্ষণাবেক্ষণ, ট্রাবলশুটিংসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বিস্তারিত টিপস। সহজে কাজ করার সুবিধার্থে বইটির সঙ্গে রয়েছে সিডি, যেখানে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে নানা বিষয় তুলে ধরা হয়েছে। কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে আগ্রহীরা আজই সংগ্রহ করতে পারেন বইটি।
কম্পিউটার কেনার ক্ষেত্রে প্রয়োজন হয় এর সব যন্ত্রাংশ এবং কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা রাখা। এ কাজটি যিনি প্রথম কম্পিউটার কিনতে যান, তাঁরই প্রয়োজন হয়। কম্পিউটারের প্রাথমিক বিভিন্ন যন্ত্রাংশসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘কম্পিউটার হার্ডওয়্যার গাইড’ বইটি। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী এবং লিখেছেন মোজাহেদুল ইসলাম। ২০টি মডিউলে ভাগ করা বইটির শুরুতেই রয়েছে প্রয়োজন অনুযায়ী কেমন কম্পিউটার প্রয়োজন। একজন ক্রেতা নিজের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী কোন ধরনের কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটার কিনবেন, তা জানা যাবে এ অধ্যায়ে। কেমন কম্পিউটার দরকার এবং কোন কাজের জন্য কী ধরনের কনফিগারেশন প্রয়োজন, তারও বর্ণনা রয়েছে। রয়েছে কম্পিউটারের বিভিন্ন অংশের সচিত্র বর্ণনা ও ছবি। কম্পিউটার-সম্পর্কিত মাদারবোর্ড, হার্ডডিস্ক, র্যাম, গ্রাফিক্স কার্ড, স্পিকার, মনিটর, অপটিক্যাল ড্রাইভসহ বিভিন্ন যন্ত্রাংশের আলাদা আলাদা বর্ণনা রয়েছে। এ ছাড়া যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের জন্য সার্ভার ও নেটওয়ার্ক-সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি রয়েছে টিপস। সর্বশেষ বাজারে আসা নতুন প্রযুক্তির বিভিন্ন মডেলের ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের বৈশিষ্ট্যও রয়েছে। কম্পিউটার অ্যাসেমব্লিং করার চিত্রসহ বর্ণনা দেওয়া আছে বইটিতে, যার মাধ্যমে সহজে নিজে নিজেই কম্পিউটার অ্যাসেম্বল করা সম্ভব। এ ছাড়া সঠিকভাবে কম্পিউটার চালানো, রক্ষণাবেক্ষণ, ট্রাবলশুটিংসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বিস্তারিত টিপস। সহজে কাজ করার সুবিধার্থে বইটির সঙ্গে রয়েছে সিডি, যেখানে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে নানা বিষয় তুলে ধরা হয়েছে। কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে আগ্রহীরা আজই সংগ্রহ করতে পারেন বইটি।
ফেসবুক ও স্কাইপ কাজ করবে একসঙ্গে
তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান ও ইন্টারনেটের মাধ্যমে ফোন করার সফটওয়্যার স্কাইপ ব্যবহারকারীরা এখন থেকে তাদের স্কাইপ অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে যেতে পারবেন এবং ইচ্ছা করলে যেকোনো বন্ধুকে টেলিফোন বা ভিডিও কল করতে পারবেন। স্কাইপ ফেসবুকের নিউজ ফিড এবং এর ফোনবুককে অঙ্গীভূত করেছে। অথচ গত মাসে এমনটি বলা হয়েছিল, ফেসবুক ব্যবহারকারীরা ইন্টারনেট ফোন কল করা এবং বন্ধুদের লিখিত বার্তা পাঠানোর জন্য স্কাইপ ব্যবহার করতে পারবে না। স্কাইপের উৎপাদন ব্যবস্থাপনা পরিচালক মাইক বার্টলেট বলেন, এটা দুই প্রতিষ্ঠানের এক হয়ে যাওয়ার প্রাথমিক পর্যায়। ভবিষ্যতে প্রতিষ্ঠান দুটি একসঙ্গে আরও কাজ করবে।
স্কাইপ তার ডেস্কটপ সেবায় ফেসবুকের একটি ট্যাব যোগ করেছে। এই ট্যাব নিউজ ফিড ও ফোনবুক দুটোই প্রদর্শন করছে। তবে একজন স্কাইপ ব্যবহারকারী ফেসবুকের সেই বন্ধুকে বিনা মূল্যে ভিডিও কল করতে পারবে, যে বন্ধুর স্কাইপ অ্যাকাউন্ট রয়েছে। যে বন্ধুর স্কাইপ অ্যাকাউন্ট নেই, তাকে ল্যান্ডলাইন বা মোবাইল ফোনে ফোন করা যাবে। এ জন্য নির্ধারিত মূল্যও পরিশোধ করতে হবে। মাইক বার্টলেট বলেন, ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ।
এ জন্য আমরা ফেসবুকের মধ্য দিয়ে আমাদের যোগাযোগ করার সক্ষমতাকে বাড়ানোর চেষ্টা করছি। তিনি জানান, ফেসবুক ও স্কাইপের একসঙ্গে কাজ করার এই উদ্যোগে কোনো অর্থ বিনিময় হয়নি।
স্কাইপ তার ডেস্কটপ সেবায় ফেসবুকের একটি ট্যাব যোগ করেছে। এই ট্যাব নিউজ ফিড ও ফোনবুক দুটোই প্রদর্শন করছে। তবে একজন স্কাইপ ব্যবহারকারী ফেসবুকের সেই বন্ধুকে বিনা মূল্যে ভিডিও কল করতে পারবে, যে বন্ধুর স্কাইপ অ্যাকাউন্ট রয়েছে। যে বন্ধুর স্কাইপ অ্যাকাউন্ট নেই, তাকে ল্যান্ডলাইন বা মোবাইল ফোনে ফোন করা যাবে। এ জন্য নির্ধারিত মূল্যও পরিশোধ করতে হবে। মাইক বার্টলেট বলেন, ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ।
এ জন্য আমরা ফেসবুকের মধ্য দিয়ে আমাদের যোগাযোগ করার সক্ষমতাকে বাড়ানোর চেষ্টা করছি। তিনি জানান, ফেসবুক ও স্কাইপের একসঙ্গে কাজ করার এই উদ্যোগে কোনো অর্থ বিনিময় হয়নি।
ব্রাউজারে থেকেই ভাইরাস স্ক্যান করুন
নানা কারণে কম্পিউটারে ভাইরাস স্ক্যান করতে হয়। কিন্তু অনেক সময় কম্পিউটারে অ্যান্টি ভাইরাস হালনাগাদ করা থাকে না। এ রকম মুহূর্তে ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ব্রাউজার থেকেই কম্পিউটারের সিস্টেম ফাইলগুলো স্ক্যান করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে ‘বিটডিফেন্ডার কুইকস্ক্যান’ নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস)। প্রোগ্রামটি http://addons.mozilla.org/en-US/firefox/addon/161837 ঠিকানা থেকে নামিয়ে নিন। এখন ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। দেখুন ব্রাউজারে সবার নিচে ডানে Bitdefender quickscan নামে একটি আইকন এসেছে। এই আইকনে ক্লিক করলেই কম্পিউটারের সিস্টেম ফাইলগুলো স্ক্যান করা শুরু হবে। স্ক্যান শেষে Report বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন স্ক্যানের ফলাফল। তবে এই প্রোগ্রামকে অ্যান্টি ভাইরাসের বিকল্প ভাববেন না, কম্পিউটারের শতভাগ নিরাপত্তার জন্য সব সময় হালনাগাদ অ্যান্টি ভাইরাস ব্যবহারের চেষ্টা করুন
ওয়াইফাই নেটওয়ার্কে হ্যাকিংয়ের আশঙ্কা বেশি!
তারহীন দ্রুতগতির ইন্টারনেট সেবা ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে হ্যাকিংয়ের আশঙ্কা বেশি থাকে। সম্প্রতি যুক্তরাজ্যে ছয়টি শহরে চালিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে। গবেষণায় দেখা গেছে, এসব শহরের ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় থাকায় বাসায় পাঁচ সেকেন্ডের মধ্যে কম্পিউটার হ্যাক করা সম্ভব! যার ফলে দেশটির ৪০ হাজার নেটওয়ার্কের মধ্যে থাকা কম্পিউটারের ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাতের নাগালে। এর মধ্যে অধিকাংশ কম্পিউটারেই নেই কোনো নিরাপত্তাব্যবস্থা অথবা গোপন নম্বর।
এর পরও প্রায় ৮২ শতাংশ ব্যবহারকারী নিজের কম্পিউটারকে নিরাপদই ভাবছেন। ওয়ারল্যাস সংযোগ ধীরে ধীরে উন্নত হচ্ছে, যা ব্যবহারকারীদের জন্য বেশ সহজ। উন্মুক্ত পদ্ধতিতে এ নেটওয়ার্ক থাকায় হ্যাকাররা নির্দিষ্ট ব্যবহারকারীর ব্যক্তিগত লেনদেন, গোপন নম্বর, ব্যবহূত নাম সহজে ব্যবহারের মাধ্যমে অপরাধ করতে পারছে। প্রতিদিন ১৬ শতাংশ ব্যবহারকারী সাইবার ক্যাফে কিংবা হোটেল থেকে উন্মুক্ত পাবলিক নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহার করছেন। এর মধ্যে অনেক সময়ই ভুয়া ওয়াইফাই নেটওয়ার্কের কবলেও পড়ছে। ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছে লন্ডন। লন্ডনের ১৪ হাজার ৯০৮টি নেটওয়ার্কের মধ্যে চার হাজার ৭৪৬টি নেটওয়ার্কের আওতায় থাকা ব্যবহারকারীরা অনিরাপদ অবস্থায় ইন্টারনেট ব্যবহার করে।
বিশেষজ্ঞ মাইকেল লিঞ্চ বলেন, উন্মুক্ত ওয়াইফাই ব্যবহার নিরাপদ নয় এবং এ নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কী পরিমাণ সতর্ক থাকা উচিত, তা এ গবেষণার ফলাফল থেকেই পাওয়া গেছে। স্মার্ট ফোনের বর্তমান যুগে ধীরে ধীরে বেড়েই চলেছে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের ব্যাপ্তি। তবে এতে গুরুত্বপূর্ণ কাজগুলো করা কতটা নিরাপদ, তা গুরুত্বের সঙ্গে দেখার পরামর্শ দিয়েছেন তিনি।
এর পরও প্রায় ৮২ শতাংশ ব্যবহারকারী নিজের কম্পিউটারকে নিরাপদই ভাবছেন। ওয়ারল্যাস সংযোগ ধীরে ধীরে উন্নত হচ্ছে, যা ব্যবহারকারীদের জন্য বেশ সহজ। উন্মুক্ত পদ্ধতিতে এ নেটওয়ার্ক থাকায় হ্যাকাররা নির্দিষ্ট ব্যবহারকারীর ব্যক্তিগত লেনদেন, গোপন নম্বর, ব্যবহূত নাম সহজে ব্যবহারের মাধ্যমে অপরাধ করতে পারছে। প্রতিদিন ১৬ শতাংশ ব্যবহারকারী সাইবার ক্যাফে কিংবা হোটেল থেকে উন্মুক্ত পাবলিক নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহার করছেন। এর মধ্যে অনেক সময়ই ভুয়া ওয়াইফাই নেটওয়ার্কের কবলেও পড়ছে। ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছে লন্ডন। লন্ডনের ১৪ হাজার ৯০৮টি নেটওয়ার্কের মধ্যে চার হাজার ৭৪৬টি নেটওয়ার্কের আওতায় থাকা ব্যবহারকারীরা অনিরাপদ অবস্থায় ইন্টারনেট ব্যবহার করে।
বিশেষজ্ঞ মাইকেল লিঞ্চ বলেন, উন্মুক্ত ওয়াইফাই ব্যবহার নিরাপদ নয় এবং এ নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কী পরিমাণ সতর্ক থাকা উচিত, তা এ গবেষণার ফলাফল থেকেই পাওয়া গেছে। স্মার্ট ফোনের বর্তমান যুগে ধীরে ধীরে বেড়েই চলেছে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের ব্যাপ্তি। তবে এতে গুরুত্বপূর্ণ কাজগুলো করা কতটা নিরাপদ, তা গুরুত্বের সঙ্গে দেখার পরামর্শ দিয়েছেন তিনি।
ফাইল নামিয়ে নিন সহজে
অনলাইনে ফাইল রাখার (হোস্টিং) সাইট র্যাপিডশেয়ার, হটফাইল, ফাইলসার্ভ, আপলোডিং, মেগা আপলোড ইত্যাদি ব্যবহার করেন অনেকেই। কিন্তু বিনামূল্যে একটি আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা থেকে একই সময়ে একাধিক ফাইল একসঙ্গে এ সাইটে রাখতে (আপলোড) পারেন না। আবার অনেক সময় নামনোও (ডাউনলোড) যায় না। এ ছাড়া রিজইম সমর্থন করে না ফলে বড় ফাইল ডাউনলোড করা বেশ কষ্টকর হয়ে যায়। তবে এসব সাইট থেকে অনায়াসে ফাইল নামানো যাবে লিচ সাইটের মাধ্যমে।
এ জন্য www.6ybh-upload.com/free12291.html সাইটে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করে নিন এবং মেইলে পাওয়া অ্যাকটিভিশন লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট সক্রিয় করুন। এবার Upload Files-এ ক্লিক করে Free URL leech রেডিও বাটন নির্বাচন করুন। এবার URL-এ ফাইল হোস্টিং সাইটের (কোন কোন ফাইল হোস্টিং সাইট সমর্থন করে তা ওপরে দেওয়া আছে) লিংক দিয়ে Upload বাটনে ক্লিক করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে ওই ফাইলটি এই সাইটে আপলোড হয়ে যাবে। আপলোড ১০০ শতাংশ শেষ হলে Filename: এর লিংকটির (পরবর্তী সময়ে ডাউনলোড করতে চাইলে My Files-এ ক্লিক করে) ওপরে ক্লিক করুন।
পরবর্তী পেজ থেকে Free Download বাটনে ক্লিক করার ৯০ সেকেন্ড পরে Create download link বাটনে ক্লিক করলে একটি সরাসরি লিংক তৈরি হবে যা রিজইম সমর্থন করে। এই লিংকে ক্লিক করে ডাউনলোড করুন। এটি ডাউনলোড ম্যানেজার সমর্থন করে। সরাসরি লিংকটি ৪৮ ঘণ্টা পর্যন্ত চালু থাকে, তবে চাইলে পরবর্তী সময়ে My Files-এ গিয়ে সরাসরি লিংক তৈরি করা যাবে।
এ জন্য www.6ybh-upload.com/free12291.html সাইটে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করে নিন এবং মেইলে পাওয়া অ্যাকটিভিশন লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট সক্রিয় করুন। এবার Upload Files-এ ক্লিক করে Free URL leech রেডিও বাটন নির্বাচন করুন। এবার URL-এ ফাইল হোস্টিং সাইটের (কোন কোন ফাইল হোস্টিং সাইট সমর্থন করে তা ওপরে দেওয়া আছে) লিংক দিয়ে Upload বাটনে ক্লিক করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে ওই ফাইলটি এই সাইটে আপলোড হয়ে যাবে। আপলোড ১০০ শতাংশ শেষ হলে Filename: এর লিংকটির (পরবর্তী সময়ে ডাউনলোড করতে চাইলে My Files-এ ক্লিক করে) ওপরে ক্লিক করুন।
পরবর্তী পেজ থেকে Free Download বাটনে ক্লিক করার ৯০ সেকেন্ড পরে Create download link বাটনে ক্লিক করলে একটি সরাসরি লিংক তৈরি হবে যা রিজইম সমর্থন করে। এই লিংকে ক্লিক করে ডাউনলোড করুন। এটি ডাউনলোড ম্যানেজার সমর্থন করে। সরাসরি লিংকটি ৪৮ ঘণ্টা পর্যন্ত চালু থাকে, তবে চাইলে পরবর্তী সময়ে My Files-এ গিয়ে সরাসরি লিংক তৈরি করা যাবে।
নতুন ল্যাপটপ বাজারে
ফুজিৎসু ব্র্যান্ডের এমএইচ৩৮০ মডেলের নতুন ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এতে রয়েছে ইন্টেল এটম এন৪৭৫ মডেলের ১ দশমিক ৮৬ গিগাহার্টজ প্রসেসর, ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ১০ দশমিক ১ ইঞ্চি পর্দা, বিল্ট-ইন ওয়েবক্যাম এবং কার্ড রিডার, ভিজিএ পোর্ট, মাল্টি জেসচার টাচ প্যাড, বায়োস লক, এন্টি থেফট্ লক ইত্যাদি সুবিধা। ১ দশমিক ২৭ কেজি ওজনের ল্যাপটপটির দাম ৫২ হাজার টাকা।
ওয়েব সার্চ থেকে সাফল্যের পূর্বধারণা!
ইন্টারনেটে তথ্যখোঁজার প্রবণতা অর্থাৎ ওয়েব সার্চের তথ্য থেকে আগামী সপ্তাহে কিংবা আগামী মাসে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি, গানের অ্যালবাম কিংবা কম্পিউটার গেমটি বাজারে সফল হবে কি না সেটা আগে থেকেই বোঝা সম্ভব। দীর্ঘ গবেষণার পর ওয়েব সার্চ থেকে বাজার অংশীদারের পূর্বধারণা পাওয়ার বিষয়টি জানিয়েছে শীর্ষ ওয়েব পোর্টাল ইয়াহুর একটি গবেষণা দল।
গত এপ্রিল মাস থেকে বিভিন্ন সিনেমা, গেম ও গানের অ্যালবামের মুক্তির পূর্ববর্তী ও পরবর্তী অবস্থা দেখে এ বিষয়টি সম্পর্কে জোরালোভাবে তাদের অবস্থান নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। তবে এ ব্যাপারে অন্য অনেকের ভিন্ন মতও রয়েছে। গবেষণা দলটি মুক্তি বা প্রকাশের আগে নির্দ্দিষ্ট কিছু সিনেমার নাম সার্চ ইঞ্জিনগুলোতে কতবার খোঁজা হয়েছে তার সঙ্গে পরবর্তী সময়ে এর ব্যবসায়িক সাফল্যের মধ্যে আন্তসম্পর্ক খোঁজার চেষ্টা করেছেন। ইউএস বিলবোর্ডের শীর্ষ ১০০ তালিকার গানগুলোর ওপরও একই ধরনের গবেষণা করা হয়েছে।
এ সম্পর্কে গবেষণা দলটির মুখপাত্র ডানকান ওয়াট বলেন, প্রত্যেক ক্ষেত্রেই ওয়েব সার্চের সঙ্গে পরবর্তী সাফল্য বাজার অবস্থানের জোরালো সম্পর্ক দেখা গিয়েছে। এমনকি মুক্তির ছয় সপ্তাহ আগে থেকেই এ সম্পর্কে ধারণা পাওয়া গেছে পর্যবেক্ষণে। শুধু ওয়েব সার্চ নয়, এমন পূর্বধারণা আসতে পারে ওয়েব ব্যবহারের অন্যান্য মাধ্যম থেকেও।
কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ডের (এইচপি) একটি গবেষণা দল একই ধরনের গবেষণা করেছে টুইটারে, বিভিন্ন সিনেমা নিয়ে। এইচটির গবেষণা কর্মকর্তা বানার্দো হাবারম্যান বলেন, ওয়েব ব্যবহারে এ ধরনের তথ্য, সিনেমা, গান কিংবা গেমের পাশাপাশি যেকোনো পণ্য বা সেবার ভবিষ্যৎ বাজার নীতিনির্ধারণে সহায়ক হবে। তিনি আরও উল্লেখ করেন, গুগলের গবেষণায়ও এ ধরনের সফল পূর্বধারণার প্রমাণ পাওয়া গেছে। ডানকান ওয়াট বলেন, খুব শিগগিরই হয়তো সার্চসহ বিভিন্ন ওয়েব আচরণ থেকে বিশেষ দিনগুলোতে হোটেল কিংবা পর্যটন সেবার চাহিদা সম্পর্কে ধারণা নিয়ে পূর্বপ্রস্তুতি নিতে পারবে এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা।
গত এপ্রিল মাস থেকে বিভিন্ন সিনেমা, গেম ও গানের অ্যালবামের মুক্তির পূর্ববর্তী ও পরবর্তী অবস্থা দেখে এ বিষয়টি সম্পর্কে জোরালোভাবে তাদের অবস্থান নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। তবে এ ব্যাপারে অন্য অনেকের ভিন্ন মতও রয়েছে। গবেষণা দলটি মুক্তি বা প্রকাশের আগে নির্দ্দিষ্ট কিছু সিনেমার নাম সার্চ ইঞ্জিনগুলোতে কতবার খোঁজা হয়েছে তার সঙ্গে পরবর্তী সময়ে এর ব্যবসায়িক সাফল্যের মধ্যে আন্তসম্পর্ক খোঁজার চেষ্টা করেছেন। ইউএস বিলবোর্ডের শীর্ষ ১০০ তালিকার গানগুলোর ওপরও একই ধরনের গবেষণা করা হয়েছে।
এ সম্পর্কে গবেষণা দলটির মুখপাত্র ডানকান ওয়াট বলেন, প্রত্যেক ক্ষেত্রেই ওয়েব সার্চের সঙ্গে পরবর্তী সাফল্য বাজার অবস্থানের জোরালো সম্পর্ক দেখা গিয়েছে। এমনকি মুক্তির ছয় সপ্তাহ আগে থেকেই এ সম্পর্কে ধারণা পাওয়া গেছে পর্যবেক্ষণে। শুধু ওয়েব সার্চ নয়, এমন পূর্বধারণা আসতে পারে ওয়েব ব্যবহারের অন্যান্য মাধ্যম থেকেও।
কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ডের (এইচপি) একটি গবেষণা দল একই ধরনের গবেষণা করেছে টুইটারে, বিভিন্ন সিনেমা নিয়ে। এইচটির গবেষণা কর্মকর্তা বানার্দো হাবারম্যান বলেন, ওয়েব ব্যবহারে এ ধরনের তথ্য, সিনেমা, গান কিংবা গেমের পাশাপাশি যেকোনো পণ্য বা সেবার ভবিষ্যৎ বাজার নীতিনির্ধারণে সহায়ক হবে। তিনি আরও উল্লেখ করেন, গুগলের গবেষণায়ও এ ধরনের সফল পূর্বধারণার প্রমাণ পাওয়া গেছে। ডানকান ওয়াট বলেন, খুব শিগগিরই হয়তো সার্চসহ বিভিন্ন ওয়েব আচরণ থেকে বিশেষ দিনগুলোতে হোটেল কিংবা পর্যটন সেবার চাহিদা সম্পর্কে ধারণা নিয়ে পূর্বপ্রস্তুতি নিতে পারবে এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা।
বন্ধ থাকা ওয়েবসাইট দেখা যায় টরে
ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট নানা কারণে কখনো কখনো বন্ধ থাকে।আবার বন্ধ করে রাখাও (ব্লকড) হয়। বন্ধ করার পদ্ধতিগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের মাধ্যমে, ওয়েবসাইট দেখার সফটওয়্যারের (ব্রাউজার) মাধ্যমে, নেটওয়ার্কের পোর্ট বন্ধ করে, রাউটারের মাধ্যমে, দেশের ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে ইত্যাদি। আবার বন্ধ থাকা ওয়েবসাইট দেখা যায় বিভিন্ন প্রক্সি সার্ভারের মাধ্যমে, আইপি লুকিয়ে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ইত্যাদির মাধ্যমে। তবে বন্ধ থাকা ওয়েবসাইট দেখার সবচেয়ে সহজ এবং নিশ্চিত পদ্ধতি হচ্ছে টর প্রকল্পের টর ব্রাউজার। টর বহনযোগ্য বলে ইনস্টল না করে বা পেনড্রাইভ থেকে সরাসরি চালানো যায়। টর প্রকল্পের মধ্যে মোজিলা ফায়ারফক্সের বহনযোগ্য সংস্করণ থাকায় কম্পিউটারে ইনস্টল করা ব্রাউজার ব্যবহারের প্রয়োজন পড়ে না। বিনামূল্যে বহনযোগ্য ওয়েবসাইট দেখার সফটওয়্যারটি (ব্রাউজার) www.torproject.org থেকে নামিয়ে নিন। ব্রাউজারটি আনজিপ করে Start Tor Browser চালু করলে Vidalia Control Panel টর সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করবে এবং বহনযোগ্য মোজিলা ফায়ারফক্সটি টর সক্রিয় অবস্থায় চালু হবে এবং Congratulations. You are using Tor লেখা টর প্রজেক্টের চেক পাতা আসবে। এতে মোজিলা ফায়ারফক্সের মাধ্যমে বন্ধ ওয়েবসাইট কিছুটা সীমিত আকারে দেখা যাবে।
বাজারে এল নতুন ল্যাপটপ
এইচপি ব্র্যান্ডের ‘এইচপি মিনি ১১০-৩০০১টিইউ’ মডেলের নতুন ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এতে রয়েছে ১ গিগাবাইট র্যাম, ১৬০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১০.১ ইঞ্চি এজিএলইডি পর্দা, ব্লু-টুথ, মাইক্রোফোন, ওয়েবক্যাম ইত্যাদি। দাম ২৫ হাজার টাকা
ওয়েবসাইটে উইন্ডোজ এক্সপি ইনস্টল
মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি ইনস্টলের সহজ পদ্ধতির বাংলা গাইড পাওয়া যাবে http://moinsbd.weebly.com/uploads/3/7/0/7/3707346/ windows_xp_instalation.pdf ঠিকানায়। এতে উইন্ডোজ ইনস্টলের বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে।
সাইবার অপরাধ নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীসম্মেলন
ক্যাসপারস্কি একাডেমির শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে ক্যাসপারস্কি ল্যাব ‘আইটি সিকিউরিটি ফর দ্য নেক্সট জেনারেশন’ শিরোনামে বার্ষিক শিক্ষার্থীসম্মেলনের আয়োজন করেছে।
আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি চার দিনের এ সম্মেলন মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইউনিভার্সিটি অব টেকনোলজি এমএআরএতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা সম্মেলনে অংশ নিতে পারবেন। এ জন্য ৩০ অক্টোবরের মধ্যে www.kaspersky.com/events ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এবং ৩০ নভেম্বরের মধ্যে গবেষণাপত্র জমা দিতে হবে।
সম্মেলনের পরিকল্পনা অনুযায়ী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সমন্বয়ে গঠিত বৃহৎ অঞ্চলকে মোট ছয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে। সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে এই ছয়টি অঞ্চলের মধ্যে প্রতিটি অঞ্চলের প্রতিটি দেশ থেকে সর্বোত্তম তিনটি গবেষণাপত্র নির্বাচন করা হবে। এতে বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কাকে নিয়ে গঠিত দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে বাংলাদেশ থেকেও তিনটি গবেষণাপত্র নির্বাচন করা হবে। এরপর একেকটি অঞ্চল থেকে সেরা তিনটি গবেষণাপত্র নির্বাচন করা হবে। এভাবে বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত গবেষণাপত্রকে পুরস্কৃত করা হবে।
সম্মেলনে ক্যাসপারস্কি ল্যাব এশিয়া প্যাসিফিক অ্যান্ড এমইএ কাপ ২০১১ অনুষ্ঠিত হবে। সেখানের সেরা গবেষণাপত্র আগামী বছরের এপ্রিল মাসে অনুষ্ঠেয় ক্যাসপারস্কি ল্যাব ইন্টারন্যাশনাল কাপ ২০১১-তে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে। সম্মেলনে বিজয়ী সেরা তিনটি গবেষণাপত্রের উপস্থাপনাকারীদের পুরসৃ্কত করা হবে। ক্যাসপারস্কি ল্যাবের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা ইউজিন ক্যাসপারস্কি ও বিশ্বখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত প্রোগ্রাম কমিটি জমা পড়া গবেষণাপত্রগুলো মূল্যায়ন করবে। বিস্তারিত studconf@kaspersky-asia.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে জানা যাবে
আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি চার দিনের এ সম্মেলন মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইউনিভার্সিটি অব টেকনোলজি এমএআরএতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা সম্মেলনে অংশ নিতে পারবেন। এ জন্য ৩০ অক্টোবরের মধ্যে www.kaspersky.com/events ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এবং ৩০ নভেম্বরের মধ্যে গবেষণাপত্র জমা দিতে হবে।
সম্মেলনের পরিকল্পনা অনুযায়ী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সমন্বয়ে গঠিত বৃহৎ অঞ্চলকে মোট ছয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে। সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে এই ছয়টি অঞ্চলের মধ্যে প্রতিটি অঞ্চলের প্রতিটি দেশ থেকে সর্বোত্তম তিনটি গবেষণাপত্র নির্বাচন করা হবে। এতে বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কাকে নিয়ে গঠিত দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে বাংলাদেশ থেকেও তিনটি গবেষণাপত্র নির্বাচন করা হবে। এরপর একেকটি অঞ্চল থেকে সেরা তিনটি গবেষণাপত্র নির্বাচন করা হবে। এভাবে বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত গবেষণাপত্রকে পুরস্কৃত করা হবে।
সম্মেলনে ক্যাসপারস্কি ল্যাব এশিয়া প্যাসিফিক অ্যান্ড এমইএ কাপ ২০১১ অনুষ্ঠিত হবে। সেখানের সেরা গবেষণাপত্র আগামী বছরের এপ্রিল মাসে অনুষ্ঠেয় ক্যাসপারস্কি ল্যাব ইন্টারন্যাশনাল কাপ ২০১১-তে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে। সম্মেলনে বিজয়ী সেরা তিনটি গবেষণাপত্রের উপস্থাপনাকারীদের পুরসৃ্কত করা হবে। ক্যাসপারস্কি ল্যাবের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা ইউজিন ক্যাসপারস্কি ও বিশ্বখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত প্রোগ্রাম কমিটি জমা পড়া গবেষণাপত্রগুলো মূল্যায়ন করবে। বিস্তারিত studconf@kaspersky-asia.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে জানা যাবে
উন্নয়নশীল দেশের জন্য ট্যাবলেট কম্পিউটার
প্রত্যেক শিশুর জন্য একটি ল্যাপটপ (ওএলপিসি) প্রকল্পের আওতায় উন্নয়নশীল দেশের জন্য বিশেষ ট্যাবলেট কম্পিউটার তৈরি করা হচ্ছে। ২০১২ সালের মধ্যে এসব ট্যাবলেট পিসি পাওয়া যাবে বলে জানা গেছে। ওএলপিসির পৃষ্ঠপোষক কম্পিউটার পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান মারভেল অনুদান দিয়েছে।
আগামী বছরের শুরুতে প্রথমবারের মতো বিশেষ এ ট্যাবলেট পিসি উন্মুক্ত করা হবে। এক্সও-৩ নামের এ ট্যাবলেট পিসিটি ওএলপিসির তৈরি তৃতীয় যন্ত্র। এর আগে এক্সও-১ এবং এক্সও-২ নামের বিশেষ কম্পিউটার তৈরি করেছে সংস্থাটি।
শুরুতে সংস্থাটি ১০০ ডলারের বিশেষ ল্যাপটপ বাজারে ছেড়েছিল, যা উন্নয়নশীল দেশের জন্য, বিশেষ করে, শিক্ষার্থী ও শিশুদের জন্য বেশ উপকারী ছিল। তবে প্রথমবারে ১০০ ডলার মূল্য হলেও বিভিন্ন দেশে ল্যাপটপটি কেনার ক্ষেত্রে মূল্য অনেক বেশি পড়েছিল। প্রথম পিসিটি সারা বিশ্বের ১৪ লাখ কপি বিক্রি করা হয়েছিল। তবে নতুনভাবে বিশেষ ধরনের এ ট্যাবলেট পিসিটির দাম কেমন হবে, তা এখনো জানা যায়নি।
উন্নয়নশীল দেশের জন্য বিশেষ মূল্যে এসব পিসি দেওয়াটাই এখন ওএলপিসির বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
আগামী বছরের শুরুতে প্রথমবারের মতো বিশেষ এ ট্যাবলেট পিসি উন্মুক্ত করা হবে। এক্সও-৩ নামের এ ট্যাবলেট পিসিটি ওএলপিসির তৈরি তৃতীয় যন্ত্র। এর আগে এক্সও-১ এবং এক্সও-২ নামের বিশেষ কম্পিউটার তৈরি করেছে সংস্থাটি।
শুরুতে সংস্থাটি ১০০ ডলারের বিশেষ ল্যাপটপ বাজারে ছেড়েছিল, যা উন্নয়নশীল দেশের জন্য, বিশেষ করে, শিক্ষার্থী ও শিশুদের জন্য বেশ উপকারী ছিল। তবে প্রথমবারে ১০০ ডলার মূল্য হলেও বিভিন্ন দেশে ল্যাপটপটি কেনার ক্ষেত্রে মূল্য অনেক বেশি পড়েছিল। প্রথম পিসিটি সারা বিশ্বের ১৪ লাখ কপি বিক্রি করা হয়েছিল। তবে নতুনভাবে বিশেষ ধরনের এ ট্যাবলেট পিসিটির দাম কেমন হবে, তা এখনো জানা যায়নি।
উন্নয়নশীল দেশের জন্য বিশেষ মূল্যে এসব পিসি দেওয়াটাই এখন ওএলপিসির বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
আদিবাসীদের জন্য বাংলা ব্লগ
‘আদিবাসীরাও তথ্যপ্রযুক্তিতে অবদান রাখবে’—এমন স্লোগানে ২ অক্টোবর ‘আদিবাসী অনলাইন কমিউনিটি অব বাংলাদেশ’ নামে ইন্টারনেটে আদিবাসীদের বাংলা ব্লগসাইট চালু করা হয়েছে। রাজশাহী মহানগরের মহিষ বাথান এলাকার কারিতাস মিলনায়তনে এর উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান।
ইউনির্ভাসিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) রাজশাহী শাখার কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সমর মাইকেল সরেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইটিএসের সমন্বয়ক আরমান আলী, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক এম মনসুর রহমান, ইউআইটিএসের বিজ্ঞান অনুষদের উপদেষ্টা শরিফুল ইসলাম, রেড ক্রিসেন্ট রাজশাহী অঞ্চলের সভাপতি আরমান পারভেজসহ অনেকে।
অনুষ্ঠানে আদিবাসী অনলাইন কমিউনিটি অব বাংলাদেশ-এর লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ব্লগটির প্রধান নেটওয়ার্কার শাহ নেওয়াজ, ব্লগের উদ্যোক্তা যোসেফ সরেন, ব্লগটির উপদেষ্টা আরক তপ্প, জ্যেষ্ঠ কর্মকর্তা পরিমল আইন্ডসহ অনেকে।
বক্তারা বলেন, এ দেশের আদিবাসী শিক্ষার্থীসহ দেশি-বিদেশি সব আদিবাসীকে তথ্যপ্রযুক্তিতে আগ্রহী করে তোলার মাধ্যমে জ্ঞানার্জন ব্লগসাইটটির উদ্দেশ্য।আদিবাসীদের মধ্যে সামাজিক বন্ধন শক্তিশালী করা, তাদের নিজস্ব ঐতিহ্য-সংস্কৃতি বিশ্বের দরবারে তুলে ধরাসহ আদিবাসীদের বিভিন্ন অধিকার আদায়ে এ ব্লগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাঁরা মনে করেন। এই সাইটে আদিবাসীদের জন্য ও তাঁদের নিয়ে নানারকম ব্লগ লেখা যাবে, সেসবে মন্তব্যও করা যাবে। সাইটটির ঠিকানা: www.w4study.com
ইউনির্ভাসিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) রাজশাহী শাখার কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সমর মাইকেল সরেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইটিএসের সমন্বয়ক আরমান আলী, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক এম মনসুর রহমান, ইউআইটিএসের বিজ্ঞান অনুষদের উপদেষ্টা শরিফুল ইসলাম, রেড ক্রিসেন্ট রাজশাহী অঞ্চলের সভাপতি আরমান পারভেজসহ অনেকে।
অনুষ্ঠানে আদিবাসী অনলাইন কমিউনিটি অব বাংলাদেশ-এর লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ব্লগটির প্রধান নেটওয়ার্কার শাহ নেওয়াজ, ব্লগের উদ্যোক্তা যোসেফ সরেন, ব্লগটির উপদেষ্টা আরক তপ্প, জ্যেষ্ঠ কর্মকর্তা পরিমল আইন্ডসহ অনেকে।
বক্তারা বলেন, এ দেশের আদিবাসী শিক্ষার্থীসহ দেশি-বিদেশি সব আদিবাসীকে তথ্যপ্রযুক্তিতে আগ্রহী করে তোলার মাধ্যমে জ্ঞানার্জন ব্লগসাইটটির উদ্দেশ্য।আদিবাসীদের মধ্যে সামাজিক বন্ধন শক্তিশালী করা, তাদের নিজস্ব ঐতিহ্য-সংস্কৃতি বিশ্বের দরবারে তুলে ধরাসহ আদিবাসীদের বিভিন্ন অধিকার আদায়ে এ ব্লগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাঁরা মনে করেন। এই সাইটে আদিবাসীদের জন্য ও তাঁদের নিয়ে নানারকম ব্লগ লেখা যাবে, সেসবে মন্তব্যও করা যাবে। সাইটটির ঠিকানা: www.w4study.com
সফটওয়্যারের নতুন সংস্করণ
হিসাবরক্ষণের সফটওয়্যার ত্রয়ীর নতুন সংস্করণ বের হয়েছে। এতে অ্যাকাউন্টিং-ইনভেন্টরি ও ফিন্যানসিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার সংস্করণের পাশাপাশি যুক্ত হয়েছে ত্রয়ী ফিক্সড অ্যাসেটস, পে-রোল ইত্যাদি। ওয়েব: www.ibsoftbd.com
কম্পিউটার দ্রুত বন্ধ করুন
আমরা সাধারণত কম্পিউটার শাট ডাউন করি স্টার্ট মেনু থেকে। কিন্তু বিশেষ ক্ষেত্রে কম্পিউটার দ্রুত বন্ধ করতে করতে হয়। এ জন্য আপনাকে কি-বোর্ডে উইনডোজ কিতে (Ctrl এবং Alt-এর মাঝখানে) একবার চাপ দিয়ে দুবার U চাপতে হবে। তাহলে কম্পিউটার আপনা-আপনি বন্ধ (শাটডাউন) হবে। পরে আবার ইচ্ছে করলে কম্পিউটার ওপেন করতে পারবেন। এ ক্ষেত্রে বিশেষ কোনো পদ্ধতির দরকার হবে না।
রিসাইকেল বিনের নাম পরিবর্তন
ডেস্কটপের যেকোনো শর্টকাট কি, আইকন থেকে শুরু করে যেকোনো ফোল্ডার বা ফাইলের নামকে রিনেম করা যায়। তবে রিসাইকেল বিনের নাম বদলাতে গিয়ে অনেকেই পারেন না।কারণ Recycle bin-এর ওপর ডান ক্লিক করলে সেখানে কোনো Rename অপশনটাই আসে না।
তবে চাইলেই ভিন্ন উপায়ে আপনি আপনার পছন্দমতো নাম দিয়ে এর নাম বদলাতে (রিনেম) করতে পারেন। এর জন্য প্রথমেই আপনাকে Start মেনুতে গিয়ে Run অপশনে গিয়ে লিখতে হবে regedit.exe। এরপর এন্টার করুন।সেখানে আপনি বাঁয়ের দিকে থাকা HKEY_CLASSES_ROOT ফোল্ডারটি খুলেCLSID খুঁজে বের করুন। তারপর সেখানে {645FF040-5081-101B-9F08-00AA002F954E} ফোল্ডারটি ওপেন করে যে মান “40 01 00 20” দেওয়া আছে তাকে শুধু “70 01 00 20” এই মানে পরিবর্তন করুন। এবার ডেস্কটপে এসে দেখুন খুব সহজেই আপনি রিসাইকেল বিনের নাম বদলে দিতে পারছেন।
তবে চাইলেই ভিন্ন উপায়ে আপনি আপনার পছন্দমতো নাম দিয়ে এর নাম বদলাতে (রিনেম) করতে পারেন। এর জন্য প্রথমেই আপনাকে Start মেনুতে গিয়ে Run অপশনে গিয়ে লিখতে হবে regedit.exe। এরপর এন্টার করুন।সেখানে আপনি বাঁয়ের দিকে থাকা HKEY_CLASSES_ROOT ফোল্ডারটি খুলেCLSID খুঁজে বের করুন। তারপর সেখানে {645FF040-5081-101B-9F08-00AA002F954E} ফোল্ডারটি ওপেন করে যে মান “40 01 00 20” দেওয়া আছে তাকে শুধু “70 01 00 20” এই মানে পরিবর্তন করুন। এবার ডেস্কটপে এসে দেখুন খুব সহজেই আপনি রিসাইকেল বিনের নাম বদলে দিতে পারছেন।
সাইবার অপরাধ সবচেয়ে বেশি হয় ভারতে
সাইবার অপরাধের এখন সবচেয়ে বেশি শিকার হচ্ছে ভারতীয়রাই। ভারতে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে তিন-চতুর্থাংশই কোনো না কোনোভাবে সাইবার অপরাধের শিকার হচ্ছে।
কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইম্যানটেক পরিচালিত ‘নরটন সাইবার ক্রাইম রিপোর্ট, দ্য হিউম্যান ইমপ্যাক্ট’ শীর্ষক এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। তাতে বলা হয়েছে, কম্পিউটার ভাইরাস, অনলাইন ক্রেডিট কার্ড জালিয়াতি বা পরিচয় চুরি ইত্যাদি পথে সাইবার অপরাধ তার জাল বিস্তার করেছে ভারতজুড়ে। সমীক্ষায় বলা হয়েছে, পৃথিবীতে ৬৫ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীই আজ সাইবার অপরাধের শিকার। আর ভারতে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এর শিকার হচ্ছে ৭৬ শতাংশ। সিমানটেকের আধিকারিক গৌরব কানওয়াল বলেছেন, নতুন নতুন ছকে সাধারণ মানুষকে আক্রমণ করার পদ্ধতি তৈরি হয়েছে সাইবার ক্রাইমে। আর ভারতীয়রা এই আক্রমণের শিকার হচ্ছে বেশি। সমীক্ষায় আরও বলা হয়েছে, এই আক্রমণ থেকে পরিত্রাণ পেতে কার কাছে সাহায্য মিলবে, তা অনেকেই জানেন না। চলে যাচ্ছেন তাঁরা ব্যাংক বা পুলিশের কাছে। সমীক্ষায় বলা হয়েছে, এই সাইবার অপরাধের জন্য ভারতের ৫৮ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী ক্ষুব্ধ। ৫১ শতাংশ মনে করে, তাদের ঠকানো হচ্ছে। এই কারণে ৪৬ শতাংশ মানুষ দারুণ হতাশ। আর ৫৭ শতাংশ মানুষ মনে করে, অপরাধীদের আইনের কাঠগড়ায় তোলা অসম্ভব। কারণ, পুলিশ বা প্রশাসন সাইবার অপরাধ দমনে উদাসীন। ভারতে সাইবার অপরাধ মোকাবিলা করা কঠিন কাজ হিসেবে দাঁড়িয়েছে। তবে ইদানীং এই লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও ভারতে একটি সাইবার অপরাধ সমাধানের জন্য যেখানে গড়ে ৪৪ দিন লাগে, সেখানে অন্যান্য দেশে এই মামলা নিষ্পত্তিতে সময় লাগে গড়ে ২৮ দিন মাত্র।
কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইম্যানটেক পরিচালিত ‘নরটন সাইবার ক্রাইম রিপোর্ট, দ্য হিউম্যান ইমপ্যাক্ট’ শীর্ষক এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। তাতে বলা হয়েছে, কম্পিউটার ভাইরাস, অনলাইন ক্রেডিট কার্ড জালিয়াতি বা পরিচয় চুরি ইত্যাদি পথে সাইবার অপরাধ তার জাল বিস্তার করেছে ভারতজুড়ে। সমীক্ষায় বলা হয়েছে, পৃথিবীতে ৬৫ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীই আজ সাইবার অপরাধের শিকার। আর ভারতে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এর শিকার হচ্ছে ৭৬ শতাংশ। সিমানটেকের আধিকারিক গৌরব কানওয়াল বলেছেন, নতুন নতুন ছকে সাধারণ মানুষকে আক্রমণ করার পদ্ধতি তৈরি হয়েছে সাইবার ক্রাইমে। আর ভারতীয়রা এই আক্রমণের শিকার হচ্ছে বেশি। সমীক্ষায় আরও বলা হয়েছে, এই আক্রমণ থেকে পরিত্রাণ পেতে কার কাছে সাহায্য মিলবে, তা অনেকেই জানেন না। চলে যাচ্ছেন তাঁরা ব্যাংক বা পুলিশের কাছে। সমীক্ষায় বলা হয়েছে, এই সাইবার অপরাধের জন্য ভারতের ৫৮ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী ক্ষুব্ধ। ৫১ শতাংশ মনে করে, তাদের ঠকানো হচ্ছে। এই কারণে ৪৬ শতাংশ মানুষ দারুণ হতাশ। আর ৫৭ শতাংশ মানুষ মনে করে, অপরাধীদের আইনের কাঠগড়ায় তোলা অসম্ভব। কারণ, পুলিশ বা প্রশাসন সাইবার অপরাধ দমনে উদাসীন। ভারতে সাইবার অপরাধ মোকাবিলা করা কঠিন কাজ হিসেবে দাঁড়িয়েছে। তবে ইদানীং এই লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও ভারতে একটি সাইবার অপরাধ সমাধানের জন্য যেখানে গড়ে ৪৪ দিন লাগে, সেখানে অন্যান্য দেশে এই মামলা নিষ্পত্তিতে সময় লাগে গড়ে ২৮ দিন মাত্র।
ওয়েব ঠিকানা ছোট করে লেখার সুবিধা
বড় আকারের ওয়েবসাইটের ঠিকানাগুলো সংক্ষিপ্ত আকারে প্রকাশ এবং অন্যদের সঙ্গে সহজে শেয়ার করার জন্য goo.gl নামের একটি সেবা ব্যবহার করে গুগল। সাধারণত গুগলের পরিচালিত সেবা যেমন গুগল ম্যাপ, গুগল নিউজ, ব্লগারে এটি ব্যবহার করে ইউআরএল সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হতো। একেবারে শুরুর দিকে সাধারণ ব্যবহারকারীদের তৃতীয় পক্ষের তৈরি করা কোনো ওয়েবসাইটের মাধ্যমে এটি ব্যবহার করতে হতো। সম্প্রতি গুগল http://goo.gl ঠিকানায় এই সেবাটির একটি ওয়েবভিত্তিক ইন্টারফেস তৈরি করেছে। যেখান থেকে বড় আকারের ওয়েবসাইটের ঠিকানাগুলো সংক্ষিপ্ত আকারে প্রকাশের সঙ্গে সঙ্গে অতীতে তৈরি করা সংক্ষিপ্ত ঠিকানাগুলোর বিস্তারিত তথ্য দেখারও ব্যবস্থা রয়েছে। তবে গুগল অ্যাকাউন্টে লগইন থাকা অবস্থাতে যে লিংকগুলো তৈরি করা হবে, কেবল সেগুলোই এখানে তালিকাভুক্ত করা হবে। এর ফলে এখন থেকে এই ওয়েব ঠিকানা থেকে সহজেই বিশাল আকারের ওয়েবসাইটের লিংক ছোট করে তৈরি করা যাবে। আর তৈরি করা সংক্ষিপ্ত লিংকগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দেখার পদ্ধতিও বেশ সহজ। সংক্ষিপ্ত লিংকটির পরে .info অংশটুকু যুক্ত করতে হবে যেমন http://goo.gl/kfPD যদি কোনো সংক্ষিপ্ত ঠিকানা হয়, তবে এর বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে http://goo.gl/kfPD.info ঠিকানাতে।
গুগলের পক্ষ থেকে তাদের সোশ্যাল ব্লগে প্রকাশ করা হয়েছে যে প্রাথমিকভাবে এই সেবাটি শুরু করার পর থেকে এটির আপটাইম ছিল প্রায় ১০০ শতাংশ। একই সঙ্গে আমরা প্রতিনিয়ত এটিতে নতুন নতুন বৈশিষ্ট্য সংযোজন এবং কার্যকরভাবে তৈরি করার চেষ্টা করছি। যদিও বর্তমানে জনপ্রিয় এই ধরনের অন্যান্য সেবার অনেক বৈশিষ্ট্যই এখানে এখনো অন্তর্ভুক্ত করা হয়নি।
ফায়ারফক্স থেকে এই সেবাটি ব্যবহার করতে http://goo.gl/N3rk ঠিকানার প্রোগ্রাম ইনস্টল করুন এবং http://goo.gl/ARJR ঠিকানায় পাওয়া যাবে গুগল ক্রোমে ব্যবহার উপযোগী এক্সটেনশনটি।
গুগলের পক্ষ থেকে তাদের সোশ্যাল ব্লগে প্রকাশ করা হয়েছে যে প্রাথমিকভাবে এই সেবাটি শুরু করার পর থেকে এটির আপটাইম ছিল প্রায় ১০০ শতাংশ। একই সঙ্গে আমরা প্রতিনিয়ত এটিতে নতুন নতুন বৈশিষ্ট্য সংযোজন এবং কার্যকরভাবে তৈরি করার চেষ্টা করছি। যদিও বর্তমানে জনপ্রিয় এই ধরনের অন্যান্য সেবার অনেক বৈশিষ্ট্যই এখানে এখনো অন্তর্ভুক্ত করা হয়নি।
ফায়ারফক্স থেকে এই সেবাটি ব্যবহার করতে http://goo.gl/N3rk ঠিকানার প্রোগ্রাম ইনস্টল করুন এবং http://goo.gl/ARJR ঠিকানায় পাওয়া যাবে গুগল ক্রোমে ব্যবহার উপযোগী এক্সটেনশনটি।
নতুন বায়োসে এক সেকেন্ডেই চালু হবে কম্পিউটার
ডেস্কটপ কম্পিউটারের একটি পুরোনো সফটওয়্যার পরিবর্তন করা হচ্ছে। আর এর ফলে এখন যেকোনো কম্পিউার চালু হবে এক সেকেন্ডেরও কম সময়ে। বায়োস নামের ওই সফটওয়্যারটি ৩১ বছরের পুরোনো। কম্পিউটার চালু করতে সাহায্য করে এটি।বায়োসের পরিবর্তে এখন থেকে ব্যবহার করা হবে ইউনিফায়েড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেস—সংক্ষেপে ইউইএফআই নামের একটি সফটওয়্যার। ২০১১ সালের মধ্যে সব কম্পিউটারে এই নতুন সফটওয়্যার সংযোজন করা হবে।
ইউইএফআই ফোরামের প্রধান মার্ক ডোরান বলেন, ‘১৯৭৯ সাল থেকে বায়োস ব্যবহূত হয়ে আসছে। এখন সময় এসেছে পরিবর্তন করার। আর কম্পিউটার ব্যবহারকারীদের জন্য পরিবর্তনটা খুবই জরুরি। নতুন সব প্রযুক্তি বাজারে চলে এসেছে। এ ক্ষেত্রেই বা আমরা কেন পিছিয়ে থাকব?’ এএমআই নামের একটি প্রতিষ্ঠান বায়োস সফটওয়্যার তৈরি করেছিল।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা ব্রায়ান রিচার্ডসন বলেন, ‘আমাদের তৈরি এই সফটওয়্যারটির অবদান কোনোভাবেই ভোলার নয়। এই সফটওয়ারই বলে দেয় কম্পিউটারে কী কী ইনস্টল করতে হবে। এ ছাড়া আরও অনেক কাজ করে সফটওয়্যারটি। তবে ইউইএফআইয়ের নির্মাতারা জানান, নতুন এই সফটওয়্যারটি অনেক বেশি সহজ এবং এটি সংযোজনের ফলে বাড়তি কোনো পয়সাও গুণতে হবে না গ্রাহকদের।
ইউইএফআই ফোরামের প্রধান মার্ক ডোরান বলেন, ‘১৯৭৯ সাল থেকে বায়োস ব্যবহূত হয়ে আসছে। এখন সময় এসেছে পরিবর্তন করার। আর কম্পিউটার ব্যবহারকারীদের জন্য পরিবর্তনটা খুবই জরুরি। নতুন সব প্রযুক্তি বাজারে চলে এসেছে। এ ক্ষেত্রেই বা আমরা কেন পিছিয়ে থাকব?’ এএমআই নামের একটি প্রতিষ্ঠান বায়োস সফটওয়্যার তৈরি করেছিল।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা ব্রায়ান রিচার্ডসন বলেন, ‘আমাদের তৈরি এই সফটওয়্যারটির অবদান কোনোভাবেই ভোলার নয়। এই সফটওয়ারই বলে দেয় কম্পিউটারে কী কী ইনস্টল করতে হবে। এ ছাড়া আরও অনেক কাজ করে সফটওয়্যারটি। তবে ইউইএফআইয়ের নির্মাতারা জানান, নতুন এই সফটওয়্যারটি অনেক বেশি সহজ এবং এটি সংযোজনের ফলে বাড়তি কোনো পয়সাও গুণতে হবে না গ্রাহকদের।
Friday, October 8, 2010
Submarine repairing works won’t disrupt telecommunications
ICT Desk
Bangladesh will not face any massive disruption in international telecommunications system during the maintenance work period of the submarine cable in Thailand. As part of maintaining submarine cable consortium, two repeaters will be re set up soon between the section of Thailand and Malaysia.
Bangladesh Submarine Cable Company Ltd (BSCCL) in a press conference on Monday informed about this while BSCCL officials said the repairing work is expected to start any time after October 15 and it will take 12 to 14 days to complete the work.
For the period, the authority said, alterative measures have been taken for voice and data service or bandwidth through connecting via east bound (Malaysia and Singapore).
They also expressed the hope that there will be no possibility to create problem in Internet browsing and telecommunications sector in Bangladesh.
Bangladesh will not face any massive disruption in international telecommunications system during the maintenance work period of the submarine cable in Thailand. As part of maintaining submarine cable consortium, two repeaters will be re set up soon between the section of Thailand and Malaysia.
Bangladesh Submarine Cable Company Ltd (BSCCL) in a press conference on Monday informed about this while BSCCL officials said the repairing work is expected to start any time after October 15 and it will take 12 to 14 days to complete the work.
For the period, the authority said, alterative measures have been taken for voice and data service or bandwidth through connecting via east bound (Malaysia and Singapore).
They also expressed the hope that there will be no possibility to create problem in Internet browsing and telecommunications sector in Bangladesh.
Monday, October 4, 2010
Subscribe to:
Posts (Atom)