এসারের দুটি মডেলের নতুন এলসিডি মনিটর বাজারে নিয়ে এসেছে এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড।
এস২২১এইচকিউএল-২১.৫ ইঞ্চি, এবং এসার এস১৯১ এইচকিউএল-১৮.৫ ইঞ্চি আল্ট্রা থিন এ মনিটরে রয়েছে ১২,০০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ইকো ফ্রেন্ডলি সুবিধা, ৬৮ শতাংশ বিদ্যুৎ কম খরচের সুবিধা ইত্যাদি। ২১.৫ ইঞ্চি মনিটরের দাম ১২ হাজার ৮০০ টাকা এবং ১৮.৫ ইঞ্চি মনিটরের দাম আট হাজার ৮০০ টাকা
No comments:
Post a Comment