তারবিহীন নেটওয়ার্ক সংযোগ সুবিধাসম্পন্ন এপাসার ব্র্যান্ডের অ্যাডাপ্টর বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এএ৩১১ মডেলের এই অ্যাডাপ্টরটি খুব সহজেই যে কোনো ডেস্কটপ পিসি এবং ল্যাপটপের ২.০ ইউএসবি পোর্টে সংযোগ করে ওয়াইফাই ও ল্যান সংযোগ পাওয়া যায়। অ্যাডাপ্টরটি এপাসার মিডিয়া পেল্গয়ার ছাড়া পিসিতে সংযোগ করার আগে নির্দিষ্ট ড্রাইভার ইন্সটল করে নেওয়া আবশ্যক। এতে নেটওয়ার্ক সুরক্ষার জন্য আছে ডবিল্গউইপি এবং ডবিল্গউপিএ প্রযুক্তি। রয়েছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা। দাম ১ হাজার ৭৫০ টাকা।
No comments:
Post a Comment