Monday, October 25, 2010

ইউএসবি অ্যাডাপ্টর




তারবিহীন নেটওয়ার্ক সংযোগ সুবিধাসম্পন্ন এপাসার ব্র্যান্ডের অ্যাডাপ্টর বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এএ৩১১ মডেলের এই অ্যাডাপ্টরটি খুব সহজেই যে কোনো ডেস্কটপ পিসি এবং ল্যাপটপের ২.০ ইউএসবি পোর্টে সংযোগ করে ওয়াইফাই ও ল্যান সংযোগ পাওয়া যায়। অ্যাডাপ্টরটি এপাসার মিডিয়া পেল্গয়ার ছাড়া পিসিতে সংযোগ করার আগে নির্দিষ্ট ড্রাইভার ইন্সটল করে নেওয়া আবশ্যক। এতে নেটওয়ার্ক সুরক্ষার জন্য আছে ডবিল্গউইপি এবং ডবিল্গউপিএ প্রযুক্তি। রয়েছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা। দাম ১ হাজার ৭৫০ টাকা।

No comments: