কম্পিউটার হার্ডওয়্যার গাইড\ লেখক: মোজাহেদুল ইসলাম\ দাম: ৩০০ টাকা\ পৃষ্ঠা: ৪৭১\ প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা\
কম্পিউটার কেনার ক্ষেত্রে প্রয়োজন হয় এর সব যন্ত্রাংশ এবং কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা রাখা। এ কাজটি যিনি প্রথম কম্পিউটার কিনতে যান, তাঁরই প্রয়োজন হয়। কম্পিউটারের প্রাথমিক বিভিন্ন যন্ত্রাংশসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘কম্পিউটার হার্ডওয়্যার গাইড’ বইটি। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী এবং লিখেছেন মোজাহেদুল ইসলাম। ২০টি মডিউলে ভাগ করা বইটির শুরুতেই রয়েছে প্রয়োজন অনুযায়ী কেমন কম্পিউটার প্রয়োজন। একজন ক্রেতা নিজের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী কোন ধরনের কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটার কিনবেন, তা জানা যাবে এ অধ্যায়ে। কেমন কম্পিউটার দরকার এবং কোন কাজের জন্য কী ধরনের কনফিগারেশন প্রয়োজন, তারও বর্ণনা রয়েছে। রয়েছে কম্পিউটারের বিভিন্ন অংশের সচিত্র বর্ণনা ও ছবি। কম্পিউটার-সম্পর্কিত মাদারবোর্ড, হার্ডডিস্ক, র্যাম, গ্রাফিক্স কার্ড, স্পিকার, মনিটর, অপটিক্যাল ড্রাইভসহ বিভিন্ন যন্ত্রাংশের আলাদা আলাদা বর্ণনা রয়েছে। এ ছাড়া যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের জন্য সার্ভার ও নেটওয়ার্ক-সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি রয়েছে টিপস। সর্বশেষ বাজারে আসা নতুন প্রযুক্তির বিভিন্ন মডেলের ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের বৈশিষ্ট্যও রয়েছে। কম্পিউটার অ্যাসেমব্লিং করার চিত্রসহ বর্ণনা দেওয়া আছে বইটিতে, যার মাধ্যমে সহজে নিজে নিজেই কম্পিউটার অ্যাসেম্বল করা সম্ভব। এ ছাড়া সঠিকভাবে কম্পিউটার চালানো, রক্ষণাবেক্ষণ, ট্রাবলশুটিংসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বিস্তারিত টিপস। সহজে কাজ করার সুবিধার্থে বইটির সঙ্গে রয়েছে সিডি, যেখানে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে নানা বিষয় তুলে ধরা হয়েছে। কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে আগ্রহীরা আজই সংগ্রহ করতে পারেন বইটি।
No comments:
Post a Comment