লজিটেক ব্র্যান্ডে ইউএসবি পোর্টসংবলিত কে১২০ মডেলের কিবোর্ড বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এটি ১০০০ডিপিআই অপটিক্যাল ট্র্যাকিং সম্পন্ন যা দিয়ে খুব সহজেই এবং দ্রুতগতিতে কার্সর নিয়ন্ত্রণ করা যায়। এই কিবার্ডটি স্পিল-রেজিসটেন্ট গুণসম্পন্ন হওয়ায় এটি পানিরোধী। কম্পিউটার সোর্স লজিটেক ব্র্যান্ডের সব মডেলের কিবোর্ডে দিচ্ছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। দাম ৬০০ টাকা।
No comments:
Post a Comment