কম্পিউটারে অনেক ধরনের সফটওয়্যার ব্যবহারের ফলে কম্পিউটার চালুর সময় বেশি লাগে। এ সমস্যা থেকে মুক্তি পেতে Start/Run এ গিয়ে msconfig কমান্ডটি লিখুন। এবার একটি Box আসবে যাতে startup-এ গিয়ে আপনার যে প্রোগ্রামগুলো দরকার তা রেখে অন্যগুলো আনচেক করে দিন। এখন Ok করে Restart করুন, এরপর দেখুন অনেক কম সময়ে আপনার কম্পিউটার চালু হয়েছে।
No comments:
Post a Comment